|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট ।
 ছবি নেট ।  
তোমাকে ভালোবেসেই এতো উঁচুতে যাওয়া 
সিধা জমিন থেকে এক লাফে আসমান ছোঁয়া 
সকল নিয়ম ভেংগে 
আমি এক অন্য নিয়ম 
এরপরেও কি 
ভেতরে পুষবে বিষাদ বন্দী বৈয়ম? 
তোমাকে নব কিরণ দেখানোর চেষ্টায় 
রাতদিন খাঁটি 
আর তুমি 
তুমি কি না বোকার মতো 
লুকিয়ে লুকিয়ে সাজাও 
নিজের সমাধি ! 
নির্জন কুঠুরি আমার 
হেসে উঠে তোমার সুরলহরীতে 
সেখানে তুমি 
নিজেকেই মেরে ফেলো কেমন দু'হাতে ! 
ছি: !  
এ অনিয়ম এবং অন্যায় 
সুসময় আসে 
সুসময় যায় 
বোকারাই করে এমন 
হারে বারবার ঠুনকো ছুতায়। 
মেতে রই আমি ছন্দ মিলানোর ফুর্তিতে 
আর তুমি ভেসে যাও ঠিক এর বিপরীতে 
যেতে তো আমিও পারি 
কিন্তু কেন যাবো ? 
মরে বেঁচে আছি কবিতার পিরীতে। 
কত কি করে খেলা 
লেগে যায় দুচোখ ভীষণ ক্লান্তিতে 
এই আশা জাগে শেষ বেলা 
মরণ যেন হয় 
তোমার সজোরে খাওয়া চুমুতে !
 ৯ টি
    	৯ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১৫
২৬ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১৫
স্প্যানকড বলেছেন: চুমু খাওয়ার পর আল্লাহর নাম কালেমা পড়ব ইন শা আল্লাহ। কালেমা যাতে পড়তে পারি অন্তত এ সুযোগ আল্লাহর কাছে রোজ ভিক্ষা চাই কারণ পাপ তো কম করি নাই যদি কালেমার উসিলায় মুক্তি পাই ! ধন্যবাদ। ভালো থাকবেন  আনন্দে থাকবেন
 আনন্দে থাকবেন  
২|  ২৬ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৫
২৬ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৫
মিরোরডডল  বলেছেন: 
স্প্যানকড এবং খেলাঘর, এই দুজনের সাথে আমার বন্ধুত্ব এবং তাদের পোষ্টে আমার কমেন্ট করা একদমই সহ্য করতে পারেনি আমারই প্রিয় আরেকজন ব্লগার। এতো এতো অভিযোগ!!!! 
আর সেকারণে সে এতো খারাপ আচরণ করে ফেলেছে যে আমি রিয়েলি রিয়েলি শকড!!!!!!!!
একজন মানুষ যাকে দুদিন আগেও আমি একরকম জানতাম, আর এখন তার এই রূপ দেখে কি বলবো আমি স্পিচলেস!!
একজন মানুষ তার ভেতরে এতো ঘৃণা কি করে পোষণ করতে পারে!!!
এতো ঘৃণা নিয়ে মানুষ কি করে বাঁচে!!!!!!!!!!!!!
I have never been through such an experience in my life, online or offline.
  ২৬ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২৬
২৬ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২৬
স্প্যানকড বলেছেন: আনুশেহার একটা গান আছে না " তোমার ঘরে বসত করে ক'জনা? " মানুষ এমনই। এ কারণে দুনিয়া এতো বিচিত্রময়। এখানে তাই বেঁচে থাকা এতো আনন্দের। ফিরে আসাতে ধন্যবাদ এবং সুস্বাগত  আমি বুঝে গেছি সে কে। শুধু শুধু সেদিন আমি চার্লস বুকোস্কির কবিতার লাইন বলিনি " মানুষ আমাকে এম্পটি করেছে তাই একা হয়ে উহা রিফিল করছি  "
 আমি বুঝে গেছি সে কে। শুধু শুধু সেদিন আমি চার্লস বুকোস্কির কবিতার লাইন বলিনি " মানুষ আমাকে এম্পটি করেছে তাই একা হয়ে উহা রিফিল করছি  "  হা হা হা
 হা হা হা  ভালো থেকো মেয়ে
 ভালো থেকো মেয়ে  অনেক আনন্দ নিয়ে থেকো
 অনেক আনন্দ নিয়ে থেকো  কি এখন হালকা লাগছে তো ?
 কি এখন হালকা লাগছে তো ?  হা হা হা
 হা হা হা 
৩|  ২৬ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৮
২৬ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৮
মিরোরডডল  বলেছেন: 
কি এখন হালকা লাগছে তো ?
একটু।
I need more time to process.
মরণ যেন হয়
তোমার সজোরে খাওয়া চুমুতে !
মৃত্যুপথযাত্রীকে হার্ড কিস???
চুমু খেতে হবে সফটলি জেন্টলি স্লোলী।
যেনো মৃত্যুটা স্মুদলি হয়।
  ২৬ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৫
২৬ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৫
স্প্যানকড বলেছেন: ইয়াপ ! মেয়ে কি বলে এসব। ওদিকে তো পুড়ে গেল সব।  হা হা হা  It’s ok take your time to heal. Take care dude !
 It’s ok take your time to heal. Take care dude ! 
৪|  ২৬ শে নভেম্বর, ২০২৩  রাত ৮:৩৯
২৬ শে নভেম্বর, ২০২৩  রাত ৮:৩৯
সামরিন হক বলেছেন: ভালো লাগলো।
শুভ রাত্রি।
  ২৬ শে নভেম্বর, ২০২৩  রাত ৯:০০
২৬ শে নভেম্বর, ২০২৩  রাত ৯:০০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন  আনন্দে থাকবেন
 আনন্দে থাকবেন   শুভ রাত্রি
 শুভ রাত্রি  
৫|  ২৭ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:২৭
২৭ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা। কবিতা চলতে থাক। 
আমি কবিতা ভালোবাসি।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৩
২৬ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
চুমু খাইয়া মরতেন ক্যারে
বলেন আল্লাহ তোমার নাম, কালেমা পড়ে যেন মরণ হয়