|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট ।
 ছবি নেট । 
বলো তাকে দাঁড়াতে 
ভালোবাসি যেকোনো অবস্থাতে
প্রেম মানে 
আঁধার ঠিকরে বেরিয়ে আসা আলো
পথ চলা হাতে হাতে। 
বলো তাকে তৈরি হতে
আসছি আমি 
অরুণিম প্রভাতে। 
বলো তাকে বলো
কেন সে দূরে ? 
যাকে বেঁধে ফেলেছি 
কত নানান সুরে। 
চাঁদের রুপ 
কতটা আর হয় মলিন 
শহরের নিয়নে ? 
একদম দু:খ করো না 
হাসো এতোটাই জোরে 
যেন শত্রুর বুকে কাঁপন ধরে। 
শোন বলছি কিছু গোপনে 
ছুঁলে তুমি 
ক্যামনে মরি 
বেদনার নীলাভ দংশনে ?
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.