নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত। চ্যাপ্টার ৫

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৪

ছবি নেট ।

নেই কোন সাড়া শব্দ
ঝোপঝাড় ও করে না নড়াচড়া
কি এক সুনসান নীরবতা ?
যেন মরে গেছি সব
এমন হিমের রাতে
কবিতা মহাঔষধ।

পানশালা এবং উপাসনালয়
মেহমানে ঠাসা
শরাব মিলছে নগদে
বিশ্বাসী মন হু হু কাঁদে
আজন্ম হাত পাতে 
এমন হিমের রাতে 
কবিতা উত্তম সোহবত।





মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২

প্রামানিক বলেছেন: দারুন

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। খুব ভালো থাকবেন :)

২| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২

মিরোরডডল বলেছেন:




that's it?
Is everything okay?

কবি যেনো ভাষা খুঁজে পাচ্ছে না!
অথবা নিজেই হারিয়ে গেছে।



২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

স্প্যানকড বলেছেন: হারাতে চাই কিন্তু ঠিকঠাক হারাতে পারছি না। চটজলদি লিখেছি। সব আলহামদুলিল্লাহ :)

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

জুন বলেছেন: ভীষণ ঠান্ডা, আজকের তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন ১৩ :(

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

স্প্যানকড বলেছেন: কি আর করা প্রকৃতি ভীষণ কড়া। উন্নত বিশ্বে মানুষ মরছে। কানাডায় -৪৫ ও গেছে দেখলাম সে তুলনায় ইহা ফু। সাবধানে থাকবেন সব সময় :) ভালো থাকবেন সব সময় :)

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দুটো প্যারাই অসাধারণ। তাছাড়া পানশালা, উপাসনালয়, মেহমান, শরাব---এসব শব্দের মধ্যে সেই রাজা-বাদশাদের গন্ধ পাওয়া যাচ্ছে -------

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! রাণী খালি নাই। হা হা হা :) ধন্যবাদ :)

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর...

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০

বিজন রয় বলেছেন: কবিতা তাহলে অনেক কিছুরই সমাধান দেয়।

মহাওষুধ বলে কথা।

@ জুন আপা,
আজ দেশের নয় ঢাকার তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন ১৩ ! দেশের তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন ৮ ছিল নওগাঁ!

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

স্প্যানকড বলেছেন: হুম, পুরা সৃষ্টি কবিতার মাধ্যমে। কবিতা ছাড়া কিছু হয় নাকি? ঠান্ডা বাড়ছে সাবধানে থাকবেন প্লিজ :) ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: হারাতে চাই কিন্তু ঠিকঠাক হারাতে পারছি না।

হারানোর আগে কোথায় হারাচ্ছে ঠিকানাটা রেখে যাবে :)

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

স্প্যানকড বলেছেন: ক্যান? তুমি যাবে?।

৮| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দরইছে

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য :) ভালো থাকবেন সব সময় :)

৯| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

কামাল১৮ বলেছেন:

‘হাজার কবিতা বেকার সবই তা’

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

স্প্যানকড বলেছেন: আয় হায় দয়াল ! কি শুনছি। হা হা হা.... :) সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা.... ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.