নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত । চ্যাপ্টার ১৭

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯

ছবি নেট ।

এসো চুম্বন করি
সুস্থ থাকার প্রয়াসে
এসো আলিঙ্গন করি
আরও বেঁচে থাকবার খায়েসে।

যদিও তুমি
চুম্বন , আলিঙ্গন
কোনটার নও পক্ষে
কিন্তু মেয়ে
তুমি তো মিশে গেছ
জীবনের সমস্ত অংশে।

এসো ,
মলিন দিনকে করি রঙিন
ফুরিয়ে যায়নি কিছু
গেছে কি?

লাল করে দিতে পারি তোমার গোমড়া মুখ
চাইলে তো জীবন দেবো সঁপে
এ জীবন
গোটা আমি কেবল তোমারই।

এতোটাই এসো কাছে
যেন দুজনের রুহ শরীর
হয়ে যায় একটাই ভালোবেসে।

এসো ,
হেঁটে বেড়াই গা ঘেঁষে
ঘুমিয়ে পড়ি এক বিছানায়
তোমার চেয়ে উত্তম বিছানা
খুঁজে পাইনি কোথাও
এমনকি কুরআন হাদিসে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:



কিসব লেখেন, বিছানাই কি আপনার জীবন ও সংসার?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫০

স্প্যানকড বলেছেন: বিছানায় বেশী সময় যায় এ কিন্তু সত্যি ! হা হা হা :) বিছানা কখনো জীবন ও সংসার নয় উহা জীবনের একটা অংশ যা অস্বীকার করার উপায় নেই । আশা করি ধরতে পেরেছেন কি বলতে চেয়েছি ।ধন্যবাদ মুরুব্বি :) ভালো থাকবেন সব সময় :)

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৭

মিরোরডডল বলেছেন:





খুঁজে পাইনি কোথাও
এমনকি কোরান হাদিসে।


মানে কি!!!
কোরান হাদিসেও কি বিছানা থাকে, না থাকার কথা?
ওখানেও বিছানা খোঁজে কেউ!!!

যাই হোক, আজকের লেখায় শুরুটা ভালোই ছিলো কিন্তু শেষ প্যারায় এসে ট্রেইন যেনো লাইনচ্যুত হয়ে এক্সিডেন্ট করলো।
স্যরি কবি you've lost your track.


১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৮

স্প্যানকড বলেছেন: এর মানে অনেকে ধরতে পারবে না এ আমি জানি ।অত বিস্তারিত না যেয়ে খুলে বলছি , কোরান বলেছে ,নারী শস্যক্ষেত যেভাবে খুশী বিচরন করার কথা বলেছে । এ নিয়ে হাদিস আছে কি না জানা নেই তবে আছে হয়তো ! তো আমি সেটাই বলেছি যে ,কোরান হাদিসে এর ব্যতিক্রম বা উল্টো কিছু পাইনি । বুঝা গেছে :) আমি সে অর্থে বলেছি , খুঁজে পাইনি কোথাও । এমনকি কুরআন হাদিসে ! ধন্যবাদ :) ভালো থাকবে মেয়ে :)

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩২

নীল বর্ণ বলেছেন: এমন লিখায় কোরআন হাদিস না টানলেই ভালো

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০০

স্প্যানকড বলেছেন: আপনি ধরতে পারেন নি তাই উহা বলছেন । ধন্যবাদ :) ভালো থাকবেন :)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩

মিরোরডডল বলেছেন:




আলিংগন না, সঠিক হবে আলিঙ্গন
ঠিক করে নিবে প্লীজ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০২

স্প্যানকড বলেছেন: দূর থেকে আলিঙ্গন হয় না হয় আলিংগন ! হা হা হা :)

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

কামাল১৮ বলেছেন: রুহ, কোরান হাদিস এই শব্দগুলো না আনলেই ভালো ছিলো।গত কালের কবিতার প্রতিউত্তর মনে হলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৩

স্প্যানকড বলেছেন: শব্দ গুলি পরিচিত । প্রতি উত্তর মনে হয় না । ধন্যবাদ :) ভালো থাকবেন :)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭

আরোগ্য বলেছেন: গোমড়া মুখ কিভাবে লাল হবে? লজ্জা :``>> নাকি রাগ X(?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৩

স্প্যানকড বলেছেন: চুমুতে হা হা হা :) আপনি জানতে চেয়েছেন তাই বলা । ধন্যবাদ :) ভালো থাকবেন :)

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৩

মিরোরডডল বলেছেন:





আরোগ্য বলেছেন: গোমড়া মুখ কিভাবে লাল হবে? লজ্জা :``<< নাকি রাগ X(?

আরোগ্য, লাল হবে বলেনি তো, লাল করে দিবে।

লাল করে দিতে পারি তোমার গোমড়া মুখ

তারমানে লজ্জা বা রাগ না।
এই কবিকে যতটুকু বুঝি লেখা থেকে, আদর করে লাল করে দিবে বুঝিয়েছে নিশ্চয়ই :)
বাকিটা কবি ভালো বলতে পারবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৮

স্প্যানকড বলেছেন: মেয়ে ইহা যত সহজে ধরে ফেলেছে উপরেরটা পারেনি এ কষ্ট নিয়ে একটা দু:খের কবিতা লিখে ফেলতে পারি । উফফ ! ধন্যবাদ :) ভালো থেকো :)

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৯

শার্দূল ২২ বলেছেন: ফাজলামির একটা সীমা থাকে মিয়া, কিসের মধ্যে কি নিয়ে আসছেন আপনি? কোরাণ হাদিসকে আপনার এত ফালতু কেন মনে হলো? আপনার যদি অরগাজম দরকার হয় সেক্স ভিডিও গুলো দেখেন। এখানে এসব ফাজলামির কি আছে? ব্লগটাকে কি আপনার চটি ময়দান মনে হয় ? এই পর্যন্ত আপনার একটা কবিতা দেখিনি যেখানে স্বচ্ছ সুন্দর ভাবনা ভালোবাসা অনুভুতি বহন করে ।

কাভা ভাই কি নাকে তেল দিয়ে ঘুমান?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৫

স্প্যানকড বলেছেন: যে লোক এতো ধার্মিক সে আরেকজনকে কিসব ভিডিও দেখার দাওয়াত দেয়। সত্যি কি বিচিত্র এ ধার্মিকতা !

ভাইজান সে ভিডিও তে কি থাকে? একটু বিস্তারিত বলে যান। ব্লগ বাসীর উপকার হবে কারণ আপনি যে লেবেলের ধার্মিক তা বুঝা গেছে তবে বক শব্দটি আগে যোগ করে নিয়েছেন আফসোস । আপনার কালেকশন মনে হয় সেই লেবেলের আছে যা বলে দিলেন এ সুযোগে।

আমি কখনো পবিত্র কুরআন বা হাদিস কে ছোট করে দেখিনি বা ছোট করিনি। সেটা আপনার বোঝার ভুল। এ নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছে নেই। আর আপনি যে চটি ময়দান আর সেক্স ভিডিও যেসব শব্দগুলো লিখেছেন তারচেয়ে আমার কবিতা কোটিগুন উত্তম।

অন্যায় কিছু করে থাকলে ব্লগ টিম দেখবে। সো কুল ডাউন।

আউজুবিল্লাহ মিনাশ......

ধন্যবাদ :) ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.