নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে
তুমি কি জানতে চেয়েছ কোনদিন
আমি কেমন আছি? কখনো না।
তোমাকে ভাবতে ভাবতে স্ল্যাববিহীন ম্যানহোলের ভিতর
পড়ে যাই, বিদঘুটে ব্ল্যাকহোলের ভিতর জলদেবতার আশীর্বাদ খুঁজতে থাকি।
না, আমাকে উল্টো অভিশাপ দিতে থাকে,
বাছা কেন তুমি উদাসীনতায় ডুব দাও
কেন উদ্ভ্রান্ত হয়ে হাঁটো।
হে জলদেবতা, তুমি আমায় ক্ষমা করো।
আমাকে রক্ষা করো,
এই পচা দুর্গন্ধ কুঠির থেকে।
আমাকে শুভ্র নির্মল বাতাসের মাঝে
তুলে নিয়ে যাও,
হাজার নক্ষত্রের মাঝে ছেড়ে দাও।
আমায় তারার আলোয় আলোকিত করো।
আমি আর উদাসীনতায় ডুব দেবোনা
কিম্বা হারিয়ে যাবনা খামখেয়ালে।
১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৮
স্রাঞ্জি সে বলেছেন: পদাতিক'দা ______!
এতদিন ব্লগেই ছিলাম তো। তবে অফলাইনে। নিরবে। নিভৃতি সারির দর্শক ছিলাম। কিন্তু এবার থেকে নিয়মিত হবো তাও একমাস। তারপর পড়ালেখায় মন দিবনে।
কবিতার প্রশংসায় সত্যি আমি আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রথম লাইক কিম্বা প্রথম অনুপ্রেরণাদায়ক।
ভালো থাকবেন দাদা।
২| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪২
স্রাঞ্জি সে বলেছেন: আরে রানু ভাই যে, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে?
৩| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০৯
আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে,
শুদ্ধ হবার বোধ থেকে উৎসারিত কবিতা। মোটামুটি হয়েছে।
তবে চতুর্থ লাইনের শুরুতে " পড়ে যায় " শব্দ দু'টি আগের ও পরের লাইনের সাথে ব্যাকরনগত সামঞ্জস্যতা রাখতে পারেনি মনে হয়।
"পড়ে যাই" হলে ঠিক হতো মনে হয়।
আগাম শুভেচ্ছা ঈদের।
১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৪
স্রাঞ্জি সে বলেছেন: আহমেদ জী এস ভাই _____!
জ্বি ভাইয়া শুদ্ধ হবার থেকে কবিতাটা লেখা হয়েছে। তবে পোস্ট দেওয়ার আগে ভয়ে ছিলাম। সংশয়ের মধ্যে ছিলাম। দেব নাকি দেবনা। কিন্তু ভাবতেছি, লেখছি যখন দিয়েই দিব। সকল ভয়কে মাড়িয়ে।
চতুর্থ লাইনের শব্দ দুটি (পড়ে যায় < পড়ে যাই) ঠিক করে দিয়েছি।
ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাতে কলমে শিখে দেওয়ার জন্য। আপনাকেও আগাম ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন।
৪| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন: কেন এই নিঃসঙ্গতা
কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারণে
কেউ না জানুক কার স্বরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
স্বপ্ন গুলো অন্য কারো
ভুলগুলো আমারি
কান্নাগুলো থাক দু চোখে
কষ্ট আমারি
ভেবে নেব প্রেম আলেয়ার আধারি
ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
সুখ না হোক অন্যকারো দুঃখরা আমারি
ভুলে যাব মন কেন আজ ফেরারী
কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নিরবে হায়
মন পিছু টানে
—————
পার্থ বড়ুয়া
সোলস
১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৭
স্রাঞ্জি সে বলেছেন: ঠাকুর'দা ______!
সোলস ব্যান্ডের খুব সুন্দর একটি গান উল্লেখ করেছেন। তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। আসলেই তো। ধরা বাধা নাই কোথাও। যার যেমন ইচ্ছে খুশি করে যাচ্ছে নির্দ্বিধায়।
অনেক ধন্যবাদ ঠাকুর'দা। আপনার কথা আমার প্রতিদিন মনে পড়ে। স্রাঞ্জি কোথায় আছ, তাড়াতাড়ি চলে আসো এয়ারপোর্টে।
৫| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০০
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১১ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:০৬
স্রাঞ্জি সে বলেছেন: সুমন'দা _____! আমরা ব্লগাররা আপনার প্রতি একটা অভিযোগ। আপনি আমাদেরকে আপনার নতুন পোস্ট থেকে বঞ্চিত করতেছেন।
কবিতায় প্লাস আর প্রশংসায় অনেক অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
৬| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০৮
আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ।
কবিতা লেখা যতো সোজা বলে মনে হয় আসলে তা নয় বরং অনেক বেশী কঠিন। আপনার এই কবিতাটি অসাধারন না হলেও ছড়া হয়ে যায়নি, যেমন অনেকেই লিখে থাকেন। সেদিক থেকে আপনি এগিয়ে আছেন।
বাক্যের ভেতরে যা বলা হয় তারও চেয়ে অনেক বেশী কথাই নিরবে বলে যাওয়া হলে তবেই কোনও লেখা ""কবিতা" বলে গন্য হতে পারে। আরো আরো লিখুন। কাঁটাচেরা করুন, কিন্তু ভয় পাবেন না কখনই।
শুভেচ্ছান্তে।
১১ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:১৮
স্রাঞ্জি সে বলেছেন: আহমেদ জী এস ভাইয়া _____!
পুনরায় এসে সুন্দর ও শিক্ষনীয় মন্তব্য করার জন্য অনেক কৃতজ্ঞতা জানায় অন্তরের অন্তরস্থল থেকে।
আসলেই মনে ভয়কে পুষে কিছু করা যায়না। আপনিই অনেক সাহস জোগায়ছেন। এর চাইতে বড়ো পাওয়া আর কি আছে। আমি আপনার কথা রাখার জন্য সবসময় চেষ্টা করে যাবো।
বিপুল উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধধন্যবাদ ও শ্রদ্ধা ভাইয়া। ভালো থাকবেন।
৭| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৩:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রিয়জনকে ভাবতে ভাবতে বেখেয়ালে ম্যানহোলে পড়ে যাওয়ার পর, ম্যানহোলের পচা-বিদঘুটে দুর্গন্ধ থেকে বাচতে জলদেবতার নিকট ক্ষমাপ্রার্থনা.... সাথে এহেন ভুল না করা প্রমিজ!
সুন্দর প্রকাশ!
কবিতা যদি প্রেমিকাকে উদ্দেশ্য করে হয়, তাহলে কিন্তু খবর আছে! তারে ভাববেন শুনলে মাইন্ড খাবে!! চিরতরে ব্লকহোলে ঢুকাই ফেলতে পারে!!
১১ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:২৯
স্রাঞ্জি সে বলেছেন: জুনায়েদ ভাইয়া______!
আসলেই আমরা টিএনজরা প্রেম করতে গিয়ে এমনভাবে অমনোযোগী হয়ে পড়ি। চারপাশ কেমন আর তা মাথায় ঢুকে না৷ মাথায় একটা চিন্তায় ঘুরপাক খেতে থাকে প্রেমিকার সাথে কথা বলে, মনের তৃপ্তি কখন মেটাব। আর তখনই খামখেয়ালে অঘটন ঘটে যায়।
যাক, কবিতা কোন প্রেমিকার উদ্দেশ্যে না। এটা অন্য উদ্দেশ্য। আশা করি বুঝতে পারবেন।
জুনায়েদ ভাইয়া, সুন্দর সাবলীল আর রসাত্মকবোদক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আশা করি ভালো আছেন?????
৮| ১১ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: *** তারে ভাববেন না শুনলে মাইন্ড খাবে!! চিরতরে ব্লকহোলেও ঢুকাই ফেলতে পারে!!
১১ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৩১
স্রাঞ্জি সে বলেছেন:
হাহাহা ভাইয়া, ভয় নাই ভয় নাই। টাইম ট্রাবল করে ফিরে আসবো আমার শুটকির জন্য।
৯| ১১ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:০১
চাঁদগাজী বলেছেন:
কবিতা, নাকি কারো নজর কাড়ার প্রচেষ্টা?
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৬
স্রাঞ্জি সে বলেছেন:
চাঁদগাজী আমার সাথে প্রেম করবা। তুমিতো আবার কন্যারাশির মানুষ ভয় আছে।
হে চাঁদগাজী এই কবিতা সবার নজর কাড়ার প্রচেষ্টা।
ধন্যবাদ আপনাকে। চোখ দুটো ভালো আছে তো।
১০| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৫
ল বলেছেন: ওয়েলকাম ব্যাক।।।
পশু নিবেন কিন্ত....
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৮
স্রাঞ্জি সে বলেছেন:
হাহাহাহা, ধন্যবাদ। পশু তো নিয়ে পেলছি।
১১| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৮
নীল আকাশ বলেছেন: হঠাৎ এত থাকতে কবি হবার ইচ্ছে করল কেন?
ঈদ উল আযহার শুভেচ্ছা রইল।
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০০
স্রাঞ্জি সে বলেছেন: নীল আকাশ ভাইয়া______!
কবি তো ছিলাম। আবারো কবিতা লেখতেছি। এই ঘিলু মাথায় আর কি আছে কবিতা ছাড়া।
আপনাকেও ঈদুল আজহার শুভেচ্ছা জানায়।
১২| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৪
নতুন নকিব বলেছেন:
আপনাকে মনে মনে স্মরণ করেছি। প্রার্থনার কবিতা পড়লাম।
ঈদ মোবারক।
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০৪
স্রাঞ্জি সে বলেছেন:
আমাকে মনে মনে স্মরণ করা শুনে অনেক আপ্লুত হলাম।
ঈদ মোবারক আপনাকেও।
১৩| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩২
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক।
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০৪
স্রাঞ্জি সে বলেছেন: ইসিয়াক, ঈদ মোবারক আপনাকেও।
১৪| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ ☺
১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
স্রাঞ্জি সে বলেছেন: আর্কিওপটেরিক্স _____!
ধন্যবাদ আপনাকে। ছোটো একটা মন্তব্য করার জন্য কৃতজ্ঞ আপানার প্রতি।
ভালো থাকবেন।
১৫| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো আছি ভাই।
১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
স্রাঞ্জি সে বলেছেন: ভালো আছেন দেখে খুশি হলাম।
১৬| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাজার নক্ষত্রের মাঝে ছেড়ে দাও।
আমায় তারার আলোয় আলোকিত করো।
..............................................................
ঈদ মোবারক।
ইচ্ছে গুলো এভাবেই .....
শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন
দেশ হতে দেশান্তরে
.................................................................
১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০০
স্রাঞ্জি সে বলেছেন: স্বপ্নের শঙ্খচিল ______! ঈদ মোবারক _______!
হ্যাঁ, ইচ্ছা গুলো ডানা মেলে উড়ে বেড়াক গ্রহ থেকে গ্রহমণ্ডলে।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১৭| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৮
জাহিদ অনিক বলেছেন: আগুনের পরশমনি ছড়াও প্রাণে-----
শুভেচ্ছা
১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০২
স্রাঞ্জি সে বলেছেন: জাহিদ ভাইয়া ______!
ঈদ মোবারক।
মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৮| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৪
ইসিয়াক বলেছেন:
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৮
স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ ভাই। কাল বাড়িতে চলে আসিয়েন।
১৯| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ম্যানহোলে মৃত্যু অত্যন্ত ভীতিকর হতে পারে
কেমন আছো?
১৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৪
স্রাঞ্জি সে বলেছেন: প্রান্ত_____ অনেকদিন পর। আমি ভালো আছি। তুমি কেমন আছো_____???? কয়েকদিন আগে একটা ফেইসবুক আইডি তোমার মনে করছিলাম। যদি তুমি ফেইসবুকে থেকে থাকলে। আমাকে নক করিওতো।
ম্যানহোলে মৃত্যু যেন না হয়, সেটাই চাই। তবে সমাজটা ম্যানহোলের ভিতর মরতে যাচ্ছে।
২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: প্রেমাচ্ছন্ন বৈরাগীর বিটকেলে পরিণতিটাকে ভালই তুলে ধরেছেন কবিতায়।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৬
স্রাঞ্জি সে বলেছেন: খায়রুল আহসান ভাই ___
২১| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খামখেয়ালে আর ডুব দিওনা।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৬
স্রাঞ্জি সে বলেছেন: মাইদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২২| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক সুন্দর অনেক সুন্দর
২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০
স্রাঞ্জি সে বলেছেন:
ভাই অনেক ধন্যবাদ আপনাকে ।
২৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৪
বিজন রয় বলেছেন: কেমন আছেন স্রাঞ্জি?
গল্প সংকলন করার মতো সময় ও সু্যোগ আপনার আছে কিনা জানিনা।
সেটা করার জন্য অনুরোধ করছি।
শুভকামনা রইল।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১১
স্রাঞ্জি সে বলেছেন:
গল্প সংকলন করার সময় ও সুযোগ আছে দাদা । অবশ্যই আপনার অনুরোধ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব।
ভালো থাকবেন দাদা।
২৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪২
নগরসাধু বলেছেন: ভাল লাগলো কবিতা।
গভীর ভাবনারাই বুজী এমন গভীর দোত্যনাময় কাব্যের জনম দেয়
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৩
স্রাঞ্জি সে বলেছেন:
নগরসাধু _______ আপনাকে অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত করে যাওয়ার জন্য। ভালো থাকবেন।
২৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৩
স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ কবিবর সেলিম আনোয়ার ভাই। ভালো থাকবেন ।
২৬| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: কই আপনি? লিখেছেন না অনেকদিন।
সব ঠিকঠাক তো।
০২ রা নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৬
স্রাঞ্জি সে বলেছেন:
জুনায়েদ ভাই, এই মাসের ২৫ তারিখ ইন্টার সেকেন্ড ইয়ারের টেষ্ট এক্সাম। তাই পড়ালেখায় মনোযোগ দিছি। আমাদের সময়তো আরো অনেক বাকী তখন নাহয় ব্লগিংয়ে মনোনিবেশ করব।
আপনি কেমন আছেন। এমন একটি জীর্ণশীর্ণ ঘরে পা দিলেন। অনেক খুশি হয়েছি।
২৭| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব ভালো। মন দিয়ে পড়াশোনা করুন। অনাগত দিনে ব্লগিং করার অনেক সময় পাবেন।
শুভ কামনা।
০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১
স্রাঞ্জি সে বলেছেন:
জুনায়েদ ভাইয়া। দোয়া করবেন বেশি করে।
২৮| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি কি আর লিখবেন না বলে ঠিক করেছেন ?
০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১
স্রাঞ্জি সে বলেছেন:
আরে না ভাইয়া। সামনে তো এক্সাম তাই পড়াশোনায় ব্যস্ত। এক্সাম শেষ করে নাহয় পুরুদমে শুরু করবো।
ভাই অনেক খুশি হয়েছি এমন একটি অবহেলিত জীর্ণতা উঠানে এসে ঘুরে যাওয়ার জন্য। ধন্যবাদ অনেক ভাইয়া
২৯| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: টেস্ট পরীক্ষার জন্য শুভকামনা র'লো। পরীক্ষা কেমন হলো, তা ফল পাবার পর জানাবেন। আপনি কোন কোন বিষয় নিয়ে পড়ছেন, কোন বিভাগে?
১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
স্রাঞ্জি সে বলেছেন:
প্রিয় খায়রুল আহসান ভাই______
টেস্ট এক্সাম আগামী পঁচিশ তারিখ। আর কয়েকটা দিন বাকী। দোয়া করবেন।
আমি মানিবক নিয়ে পড়তেছি আলিয়া মাদ্রাসায়।
ধন্যবাদ অনেক আপনাকে। ভালো থাকবেন সততা।
৩০| ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৮
রূপম রিজওয়ান বলেছেন: কি খবর মিত্র?
ব্ল্যাকহোলে জলদেবতার আশীর্বাদ খুঁজে পেলে?
১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
স্রাঞ্জি সে বলেছেন:
মিত্র খবর তো তেমন ভালো না। ব্ল্যাকহোলে বসে এখনো ধ্যানস্থে আছি। জলদেবতা আমার সাথে লুকোচুরি খেলতেছে। তাকে পাওয়া বড়ই দুষ্কর।
৩১| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া
২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩
স্রাঞ্জি সে বলেছেন:
কাজী ফাতেমা ছবি আপা,
আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে কবিতা লেখার উৎসাহ পায়। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা তো সেরাম হয়েছে।
এখন বলুন, এতদিন কোথায় ছিলেন??
শুভেচ্ছা জানিয়ে গেলাম।