নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে
আমি অক্ষত আজও
তাহার রক্ষাময় গর্তে,
তাহারা আমায় ঘুণধরা মাড়িয়ে
বাঁচিয়ে রেখেছে চিরবসন্তে।
উন্মাদ তাহার রুপে
কিন্তু, আমার জীবন বাউণ্ডুলে
চাওয়ার হাত নিমজ্জিত পাপে
আমি আমার মত, ঘুরেবেড়াই পাতালে।
ভবঘুরে মন আমার
হারিয়ে যায় গভীর সমুদ্রে
ছড়িয়ে ছিটিয়ে আছি একূল ওকূল
তাহার মাঝে আমি, খোঁজে বেড়াই মুক্তরন্ধ্রে....!
তাহারা মেলেছে বিস্তর ডানা
আমি তাকিয়ে আছি খামাখা,
আলোর সন্ধানে পা দিয়েছি
তবুও ঘোর অমবস্যায় মন করে খা-খা....!
কবিতা : তাহারা
২| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৭
ইসিয়াক বলেছেন: অনবদ্য। অসাধারণ ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
সহজ সরল ভাষা।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৪
নীল আকাশ বলেছেন: লেখা ভালো লেগেছে তবে আপনি লেখায় খুব অনিয়মিত।
৫| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২
আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। আশা করি ভাল আছেন।
পোস্টে দ্বিতীয় ভাল লাগা।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: এই তাহারা কাহারা?
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ ! কি দারুন শব্দ চয়ন
খুবই উন্নতমানের কাব্য ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।