| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকিত্ব আর বিষণ্ণতা ক্রমান্নয়ে আমাকে পিছিয়ে দিচ্ছে ।এ ব্যাধির চিকিৎসা প্রণালী আমার জানা তবুও নিজের চিকিৎসা নিজে করবার সাহস পাচ্ছি না আবার অন্যের সাহায্যতেও ভরসা পাচ্ছি না কেননা আমাদের দেশে এ ধরনের সামান্য মানসিক ব্যধি নিয়ে কেউ মাথা ঘামায় না।সব ডাক্তারই থেরাপিউটিক মেনেজমেন্ট দেন কিন্তু এ ধরনের রোগের জন্যে মেডিসিনের পাশাপাশি সাইকোথেরাপী অনেক কাজে দেয় যা আমাদের দেশে দূর্লভ।
এর পেছনে যথেষ্ট কারণ ও আছে।যে দেশের মানুষরা দুবেলা দুমুঠো ভাত খবার জন্যে প্রাণপণ লড়াই করে সেখানে সামান্য মানসিক ব্যধির যাথযত চিকিৎসা আশা করা নিতান্তই বোকামী।
তবুও আশায় বুক বেধেঁছি সূষ্ঠ চিকিৎসা সেবা পাবো এই ভেবে!
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০
টুম্পা মনি বলেছেন: মেডিটেশন শিখুন। প্রতি নিয়ত নিজেকে মেজেস প্রপদান করুন আপনি ভাল আছেন। দেখবেন সব ঠিক হয়ে যাবে।