নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবস অনুভূতির দেয়াল

অবস অনুভূতির দেয়াল › বিস্তারিত পোস্টঃ

আমার নির্বাসন

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬



আমায় নির্বাসন দাও,আমি নির্বাসিত হতে চাই,

আমি নির্বাসিত হতে চাই-

এই ভৌগলিক সীমা থেকে,

এই মাটি থেকে।

এ মাটিতে আজ পাপীরা পাপের মৈচাক বেঁধেছে -

বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে রজনৈতিক সংঘর্ষে নিহত

নিষ্পাপ মেধাবী প্রাণের রক্তের দাগ মিশে আছে,

বাতাসে ভেসে আসে গুম হওয়া লাশের গন্ধ

গাছের ডালে ঝুলে থাকে ধর্ষিতার মৃতদেহ,

আর সামনে নিরবে দাঁড়ানো থাকে নপুংসক কিছু উৎসুক জনতা

নির্দ্বিধায় আমলারা হাত পাতেন ঘুষের জন্য,

ভাই ভাইয়ের গলায় ছুরি বসায় একটুকরো জমির জন্য,

টাকার অভাবে হাসপাতালে করিডরেই –

ধুকেধুকে অসুস্থ অসহায় মানুষ মরে যায় বিনাচিকিৎসায়,

বাজারে মাছের মধ্যে অবাদে মেশানো হয় ফরমালিন,

ফলে মেশানো হয় কীটনাশক,

নিষ্পাপ শিশুর গুড়া দুধে মেশানো হয় পশুর হাড়ের গুড়া

আর রাজনৈতিক জনসভায় কালোটাকার খুনী সন্ত্রাসী জল্লাদের-

ভাষণ শুনতে বসে থাকে লক্ষ লক্ষ উৎসুক জনতা ,

বোমাবাজি হয় শান্তিপূর্ণ পথসভায়

বিচারের অভাবে ফাঁসি হয় নিষ্পাপ নির্দোষ আসামীর

আর খুনীরা বুকফুলিয়ে হেঁটে বেড়ায় রজপথে।

আমি নির্বাসিত হতে চাই এমন এক মাটিতে,

যেখানে কৃষকের আনন্দ-অশ্রু আর সোনালী ধান

একসাথে বাতাসে দোল খায়,

সেই সমাজে যেখানে পিতার হাত ধরে পুত্র মসজিদে যায়,

সেই ভৌগলিক সীমায় আমি নির্বাসন চাই-

যেখানে একমুঠো ধানের বিনিময় হবে একচিলতে হাসির।

আমায় নির্বাসন দাও

আমি নির্বাসন চাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: সুন্দর লিখছেন। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.