নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবস অনুভূতির দেয়াল

অবস অনুভূতির দেয়াল › বিস্তারিত পোস্টঃ

মেঘবালিকা আর নীলতিমিরের প্রেম(২৫/০১/২০১৩)

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১০



কল্পনাচারী নীল তিমির মেঘবালিকাকে ভালোবেসেছে।মেঘবালিকা মনের সাথে যুদ্ধ করে অবশেষে তার ভালোবাসাকে স্বীকার করে নিলো।বাঙ্গালী মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে প্রেম করে প্রচন্ড সহস বুকে নিয়ে কিন্তু যখন বাসায় তাদের বিয়ের কথা উঠে তখন তারা কেমন যেন ভুরুতার পরিচয় দেয়।পরিবারের বিজ্ঞদের উপর কথা বলার মতো সাহস করে উঠতে পারে না।ফলে অনেক প্রেম বিরহের সাগরে ডুবে নিজের মহানুভবতার সলিলসমাধি ঘটায়।

মেঘবালিকা আর নীল তিমিরের প্রেমের উপাখ্যানেও কি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে?

নাকি তাদের প্রেম বিয়ে নামক দৃঢ সামাজিক বন্ধনে আবদ্ধ হবে?

মেঘবালিকা কি সব কিছু ছেড়ে দিয়ে বুকের সমস্ত সাহস জড় করে নীলতিমিরের সাথে কোন এক পূর্নিমায় নির্জন কোন দ্বীপে হারিয়ে যাবে?

সেখানে দুজনের ছোট্ট সংসার পাতবে?

আর সারা রাত জেগে জোছনার আলোয় দুজনে মিলে অবগাহন করবে পৃথিবীর সমস্ত সুখ!

পরষ্পর পরস্পরের বুকে মাথা রেখে কাটিয়ে দেবে অনন্তকাল............

নাকি সবই নীলতিমিরের কল্পনা? ? ? ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪

খেয়া ঘাট বলেছেন: এ সংসার কল্পনায় অথবা বাস্তবে সুখেরই হবে।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯

আশিক মাসুম বলেছেন: ভাই মনে হইলো আমার ভিতরের কথা গুলু আপনে বলে দিলেন, আমার সাথে কি আপনার কখনো দেখা হয়েছে??? আমই কি আমার মনখারাপের কথা গুলু আপনার সাথে শেয়ার করেছি??? :(

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৩

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.