| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম পর্ব ২৫/০১/২০১৩
আজ নীলতিমিরের শত অনুরোধ উপেক্ষা করে মেঘবালিকা হারিয়ে গেল তন্দ্রার দেশে।হয়তো একদিন নীলতিমিরের জীবন থেকেও চিরতরে হারিয়ে যাবে।নীলতিমির নিস্তব্দতাকে আপন করে নেবে।হয়তো মেঘবালিকাকে হারাবার শোকে রচনা করবে অমর কোন উপন্যাস অথবা চিরকাল সাধারন মানুষ হিসেবে রয়ে যাবে।
মেঘবালিকা বলেছিলো সে একবার যাদি কাওকে হৃদয়ে স্থান দেয় তবে সে স্থানে অন্ন কাওকে বসাবে না।নীলতিমির সরল মনে তার কথা বিশ্বাস করে তাকে ভালোবাসে।যদিও তার কথার সাথে কাজের বৈপরিত্য আছে অনেক।তবুও সকল যুক্তিকে উপেক্ষা করে নীলতিমির মেঘবালিকাকে ভালোবাসে।
মেঘবালিকা আজ জিজ্ঞেস করে নীলতিমির কে-"তুমি কি আমার সাথে ফোনে কথা বলতে চাওনা?"
উত্তরে নীলতিমির বলে-"আমার কাছে ফোনে কথা বলার চেয়ে সরাসরি তোমার মুখের দিকে চেয়ে কথা বলাটা অনেক পছন্দের।তাই যতদিন আমি তোমাকে সরাসরি না দেখছি ততদিন তোমাকে ফোন করবোনা"
নীলতিমিরের মনে মনে একটা ভয় কাজ করে সব সময় তাহলো মেঘবালিকা হয়তোবা সোশ্যাল নেটয়ার্কের বদৌলতে শুরু হওয়া এই প্রেমকে অজস্র মিথ্যের জালবুনে সময় ক্ষেপন করছে।যেদিন তার পরিবার থেকে তারজন্যে সুযোগ্য পাত্রের সন্ধান পাওয়ে যাবে সেদিনই তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করবে।
(প্রতিদিন ই আপডেট হবে এই আজব প্রেমকাহিনীর)
২|
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪
রিফাত হোসেন বলেছেন: ফেবু নাকি ?
৩|
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: এর পর ?
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
খেয়া ঘাট বলেছেন: মনে হচ্ছে এটা আপনার নিজেরই কাহিনী।
সব কিছু ঠিকঠাকতো?????