নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবস অনুভূতির দেয়াল

অবস অনুভূতির দেয়াল › বিস্তারিত পোস্টঃ

নীলতিমিরের গতকালরাতের দুঃস্বপ্ন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮



ঘড়িতে তখন রাত ১২টা ১ মিনিট......

তুমি এসে দাঁড়ালে আমার দরজার সামনে।সেদিন তোমার পরনে ছিল আসমানী নীল রঙের শাড়ি আর কপালে কালো টিপ।মুখ ছিল ভরা পূর্নিমার চাঁদের মতো শুভ্র।ঠোঁটে লিপস্টিক ছিলনা সেদিনও কেননা তোমার ধারণা তোমার গোলাপী ঠোঁটে কৃত্রিম রঙের বাহুল্যতা মানায় না।তুমি আমায় কাছে ডেকে কানে কানে বল্লে-“চল আজ রাতে তোমাকে বিশাল সমুদ্রের নিঃসঙ্গতার অপার সৌন্দর্য দেখাবো”

আমিও তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলাম না।ঘুম কাতর আমি আমার স্বাধের ঘুম বিসর্জন দিয়ে তোমার হাত ধরে বেরিয়ে পড়লাম বিশাল সমুদ্রের নিঃসঙ্গতার অপার সৌন্দর্য দেখাবো বলে।

সমুদ্র সৈকতের শীতল বালুতে নগ্ন পায়ে হাঁটতে হাঁটতে তুমি আমার হাত জোরে চেপে ধরে হঠাৎ বল্লে-“আমি তোমাকে ভালোবাসি”

কথাটা এর আগেও তুমি অনেকবার বলেছিলে তবুও সেদিন কেন যেন সেই ৩ শব্দের মধুরতম বাক্যটা অনেক বিষাদময় লাগছিলো।মনে হচ্ছিলো তুমি আমাকে শেষবারের মতো বল্লে কথাটি।

কিছুদুর হাঁটার পর আমরা দুজনে সমুদ্রের বালুকাবেলায় শুয়ে পড়লাম নীল আকাশের বুকে মিটি মিটি করে জ্বলতে থাকা তারা গুনবো বলে।সমুদ্রও তার মধুর গর্জন দিয়ে আমাদের একসাথে কাটানো সময় গুলোকে আরো রোমাঞ্চকর কওরে তুল্ল।আমি তোমার চোখের দিকে তাকাতেই দেখতে পাই তোমার চোখ অশ্রুজলে টলমল করছে।তোমার চোখের জলে আকাশের তারার প্রতিসরিত বিম্ব কিছুটা বিকৃত হয়ে আমার চোখে ধরা দেয়।

আমি তোমার হাত ধরতে চাইলাম আর তুমি দৌড়ে চলে গেলে,কোনকিছু না বলে..................

মসজিদ মুয়াজ্জিনের আজানের শব্দ কানে ভেসে এলো আমার আর আমি দেখলাম আমি বিছানায় শুয়ে আছি।

ঘড়িতে তখন ৫টা ৪৫ মিনিট।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

স্বপনবাজ বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.