| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসাকে নুতুন করে সঙ্গায়িত করবার সময় এসে গেছে।কোনটা ভালোবাসা,কোনটা বন্ধুত্ব বোঝা বড় দায়............
আমরা হুট করে যে কাওকে আমাদের বন্ধু বানাই আবার হুট করে প্রেমেও পড়ে যাই আবার কিছুদিন পর গিয়ে মনে হয় আসলে সেটা প্রেম নয় সেটা ছিল ক্ষনিকের ভালোলাগা।আবার অনেকে তাদের বন্ধুদের সাথে এতোটা ঘনিষ্ঠ ভাবে মেশে যে বাইরে থেকে দেখলে তাদেরকে প্রেমিক প্রেমিকা বলে যে কেও ভূল করবেই।
"ভালোবাসার যদি একটি পয়সা হয় তবে তার এক পিঠে থাকে যুগলদের একেপরের জন্যে অযোক্তিক কিছু অনুভূতি আর অপর পিঠে পারস্পরিক জৌবিক চাহিদা।"
কথাটা কেযেন বলসে ঠিক মনে করতে পারছিনা তবে ইদানিং কালের প্রেমিক প্রেমিকাদের দেখে এ উক্তির যথার্ততার প্রমাণ পাই............
হয়তো এ কারনেই ইটপাথরের এই শহরে যুগলদের জৌবিক চাহিদা মেটাবার জন্যে "লিটনের ফ্ল্যাট" এর ব্যাপক চাহিদা আকাশচুম্বী।ব্যাপারটা কিঞ্চিৎ অশ্লীল শোনালেও বাস্তবতা কিন্তু এর চাইতেও আরো খারাপ।
মোবাইল অপারেটরাও নিত্য নতুন প্যাকেজ দিয়ে তরুন প্রেমিক প্রেমিকাদের পকেট কাটছে তাদের মনের অজান্তেই।
ব্যাপারটাকে আমরা "ইমোশনাল বিজনেস পলিসি" বলতে পারি।
এখন ব্যাপার হলো মোবাইল কম্পানি গুলো খোলামেলাই ইমোশনাল বিজনেস করতেসে কিন্তু এই শহরে যুগলদের জৌবিক চাহিদা মেটাবার জন্যে "লিটনস ফ্ল্যাট" এর বিজনেস একই উদ্দেশ্যে তৈরী হলেও আমাদের একে খারাপ চোখে দেখে........................
তখনই আমরা ধর্মীয় মুল্যবোধ নিয়ে প্রশ্ন তুলি।আমরা আমাদের নৈতিক অবক্ষয়কে উপলব্ধি করতে পারি............
যে জাতীর রাষ্ট্র পরিচালনার মূলনীতিই দূর্নিতী সে জাতীর নৈতিক অবক্ষয় নিয়ে মাতামাতি সত্যিই হাস্যকর।
©somewhere in net ltd.