![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজন এবং অভাবের কারনে
পতিতা বৃত্তিতে জড়িয়ে পরতে
বাধ্য হয় অসহায় নারীরা।
কিন্তু সেই নারীদের কাছে
নিজেদের যৌন চাহিদা পুরণে,
হায়েনার মত ঝাঁপিয়ে পড়ে শত শত পুরুষ।ঘটনা কালক্রমে সেই মেয়েটি হয় সমাজে নিন্দিত,পরিচিত হয় গনিকা,বেশ্যা,রক্ষিতা ইত্যাদি নামে।
কিন্তু যদি দোষ মনে করি,
লোকচক্ষুর অন্তরালে থেকে যায়
সমদোষী পুরুষগন।
কেন শুধু সেই নারীকে অপবাদ দেওয়া হবে?????????
সে কি চায় না,
সমাজে মান-সম্মান নিয়ে থাকতে??????
পতিতার কাছে সমাজের উঁচু থেকে নিচে শ্রেণীর সবাই তো যায়,তবে দোষ কেন পতিতার??????
সকল যৌনকর্মীরই পতিতা পেশায় আসার সূত্রপাতটা এভাবে সম্পূর্ণ নিজের অনিচ্ছায় ঘটেছে।
বড় হয়ে আমি একজন পতিতা হব--
এই বাসনা কি একজন মেয়েরও ছিল??????
অর্থাৎ কোনো মেয়েই পেশা হিসেবে স্বেচ্ছায়
তা বেছে নেয়নি বরং নিশ্চিত তাকে
বাধ্য করা হয়েছে।
সমাজের উচু শ্রেনীর পুরুষদের
চাহিদা পুরনে পতিতাদের জন্ম,আর সেখানে ভাগ নিয়েছে সব শ্রেনীর মানুষ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২
প্রণব দেবনাথ বলেছেন: সমাজ এর জন্য দায় । তবে সব খারাপের সাথে ভালো ও লুকিয়ে থাকে । যৌন কর্মীরা আছে তাই আমাদের মা বোন রা ধর্ষণের হাত থেকে অনেকটাই সুরক্ষিত আছে।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
বিজন রয় বলেছেন: না, কোন মেয়ে কখনোই ইচ্ছা করে পতিতা হয় বলে আমি মনে করি না।
তবে এভাবে প্রশ্ন করা ঠিক না।
আপনি বরং পুরুষকেই প্রশ্ন করুন তারা পতিতার কাছে যায় কেন????