![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুরবানি যদি দিতেই হয়,
কুরবানি দাও সবচেয়ে প্রিয় জিনিস কে।
গরু,ছাগল,ভেড়া -
এদের নিয়ে টানাটানি করি
দয়াময় সৃস্টিকর্তার নামে।
অবাক হয়ে দেখি-
প্রায় অনেক ধর্মেই নিজ নিজ
সৃস্টিকর্তাকে খুশি করার জন্যে
গরু,ছাগল,ভেড়া,পাঠা,উট-
এদের প্রাননাস বা হত্যা বা কুরবানি,
বলি সেক্রিফাইস দেয়া হয়।
মাংস খাওয়ার ইচ্ছা হলে
ধরে মেরে ফেলে
কেটে কুটে রান্না করে মসলা
দিয়ে রাক্ষসের মত খেয়ে নিলেই তো হয়- দয়াময় সৃস্টিকর্তার নামে এ হত্যা
কান্ড কেনো ??????????
সৃষ্টিকর্তা তাঁর সৃষ্টির রক্তে কেন সন্তুস্ট
হবে কেন??????
বুঝিনা!!
©somewhere in net ltd.