![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু আক্ষেপের পর আজ আবারো ভারাক্রান্ত
হ্নদয়ে
তোমার দুয়ারে আকুতির পদার্পন।
অনৈতিক কিছু যাতনার রক্তচক্ষু উপেক্ষা
করে
মন বার বার তোমাতেই ছুটে যায়!
এ এক অসীম যাতনার ভান্ডার বুকে নিয়ে
আছি প্রিয়া।
সময়ের পরিসরে মেঘের মত উড়ে বেড়াচ্ছি
সম্পর্কের সুক্ষ সুঁতোর উপর।
এই ভাঙ্গে, এই ছিড়ে।
এই বুঝি সম্পর্ক গুলো তুলোর মত উড়ে যায়
মেদুর মেঘমালায়!
নিজের অহমিকা, ক্রোধ আর বহুতল ভবন ছেড়ে
দেখ পদ্মআসনে বসেছি পথের ধুলোয়।
ধ্যানমগ্ন আমি অবেলা তোমাতেই খুঁজে
ফিরি জীবনের স্বাদ।
নোনা জলে ভিজে ভিজে বক্ষবন্দ্বনী সেঁটে
রয় আমার বুকে।
অলৌকিক আভায় দেখি হঠাৎ
তুমি হেসে উঠো প্রভাতি সুর্যের মতো।
মনে হয় এবার আমি ঘুমিয়ে পরি ছোট শিশুটির
মতো!
বিছিয়ে পরি সবুজের উপর শিশির দানা হয়ে!
ভীষন ক্লান্তিতে পৃথিবী ভৎসর্না জানায়।
সেই সাথে তুমিও।
তোমার আক্রোশ তীর ছুড়ে দেয় আমার বুকে।
অসহনীয় ব্যথায় আমি জেগে উঠি!
অতঃপর,
জেনেছি, কেউ আমার হয় না!
সময় কে কেউ থামাতে পারেনি।
না তুমি, না আমি।
সময় কেবল বার বার আমাদের থামিয়ে দেয়!
একদিন আমার অনুভুতির স্পর্শ তোমার
মুহুর্তকে থামিয়ে দিত।
আজ, তোমার নিষ্ঠুরতায় আমার হ্নদস্পন্দন
থেমে যায়!
অভিমানী তুমি, অভিমানী আমিও।
তোমার ক্রোধের কাছে বার বার নতজানু
এ দেহ আজ ভারসাম্যহীন।
নাগরিক লৌকিকতার নিত্য শ্রুত ধ্বনি
আত্মার গভীরে এখন আর সমযোতা করেনা!
আজ কেবল হাহাকার ছড়ায় নিঃসঙ্গতার
আঙিনায়।
সত্যের জ্বলোচ্ছায়ায় আমার “আমি”
কে দেখি।
আর তখন বড় বেশী অভিমানী হয়ে যাই!
বহির্ভুত স্বপ্নের আগন্তুক হয়ে মেনে নেই….
কেউ আমার হয় না...।
২| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
সমস্যা, আপনি চাঁদ পেতে চাচ্ছেন; নিজের মত কাউকে খুঁজুন।