নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পানশালা

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

আমি জেগেই আছি,আর চোখও খোলা
দেখেছি অটোমান সাম্রাজ্যের ভেঙ্গে পড়া;
সোভিয়েত দখলদারদের বিরুদ্ধে আফগানদের
প্রতিরোধ যুদ্ধ-পশ্চিমা বিশ্ব রঙ চড়িয়ে
যাকে প্রচার করেছে জিহাদ হিসাবে,
ধর্মযুদ্ধ?
-ধর্মের নির্লজ্জ ব্যবহার!
যুদ্ধ শেষে মার্কিনরা কলার খোসার
মত ছুঁড়ে ফেলেছে জিহাদীদের
এবং তকমা মেরেছে-
ওরা সন্ত্রাসী। আমি জেগেই আছি।

আমার কানে বিস্ফোরণের শব্দ,
চেয়ে দেখি রক্তমাখা চাকু
যা ব্যবহৃত হয়েছে গরু নয়,
ছাগল নয়,মানুষ জবাই করার কাজে!
একদল কালো পোষাক পরিহিত,ধর্মের নামে
যারা কিনা এগুলো করছে
মার্কিন প্রেতাত্মা ভর করে আছে তাদের উপর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে চলে গিয়েছে
ফ্রান্স,বৃটেন মধপ্রাচ্য ছেড়ে।
আজ মরুর বুকে মার্কিন সাম্রাজ্যবাদের
ভয়ংকর থাবা-
তাই ক্ষতবিক্ষত সিরিয়া-
তাই ক্ষতবিক্ষত লিবিয়া-
তাই অশান্তির অনলে পুড়ছে
মরুভূমি।
শরনার্থী,
আয়লানের মৃতদেহের ছবি,
মানবতা
ভীড় করে আছে পত্রিকার পাতায় পাতায়।

আমি জেগেই আছি,আর গিলছি
সবকিছু
অল্প অল্প করে;
আমি যেন বসে আছি পান পাত্র হাতে
এই পৃথিবী যেন পান শালার ভূমিকায়,
আর সাম্রাজ্যবাদ বসে আছে দোকানি সেজে
এক সুরক্ষিত ভবনের নিরাপদ কক্ষে-
যে ভবনের প্রতিটি ইট
অর্থ,ক্ষমতা,ধর্ম ও মানবতার তৈরী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: যুদ্ধ শেষে মার্কিনরা কলার খোসার
মত ছুঁড়ে ফেলেছে জিহাদীদের
এবং তকমা মেরেছে-
ওরা সন্ত্রাসী

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.