নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

খোলা জানালায়( পর্ব-১)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪


সকাল সকাল সানিকে আসতে বলেছিল ধ্রুব।তবে
এতো সকালে আসবে ভাবেনি।
সানি এমনিতেই দেখতে সুন্দর।নীল শাড়িতে
তাকে আরও সুন্দর লাগছে।দরজা খুলেই
ধ্রুব বুঝে যায়,সামনে কে দাঁড়িয়ে।অদ্ভুদ ভাল লাগায়
আচ্ছন্ন হয়ে যায় তার মন।
-তুমি নিশ্চয়ই সানি?
-আর তুমি ধ্রুব?

অনেকটা কাকতালীয়ভাবে তাদের পরিচয়।
এক রাতে ধ্রুবর মোবাইল বেজে উঠে।ধরতেই
সুন্দর মেয়েলি কন্ঠ ভেসে আসে অপর প্রান্ত
হতে।
-ধ্রুব বলছেন?
-জ্বী,আপনি?
-আমি?আমাকে চিনবেন না।আপনার নামটি
খুব মিষ্টি।
-আপনার পরিচয়?এই নম্বর কোথায় পেলেন?
-অত প্রশ্ন করেন কেন? আসেন আমরা গল্প করি।
-দেখুন আপনার সাথে আমার পরিচয় নেই।
আর গল্প করবার সময়ও আমার নেই।
-পরিচয় থাকলেই কী শুধু গল্প করতে হয়?
-রাখি।
ধ্রুব কল কেটে দেয়।তাকিয়ে দেখে তার
রুমমেট গোল গোল চোখে তার দিকে তাকিয়ে
আছে।
-কার ফোন ধ্রুব?
-একটি মেয়ের।
-তোর পরিচিত?
-না।
-চিনোস না,তবে গল্প করতে চাইলো কেন?
-আমি কিভাবে জানবো?
রমিজের বাড়ি পুরান ঢাকায়।সে সন্দেহের চোখে
দেখতে থাকে ধ্রুবকে।ধ্রুব আর কোন কথা না
বলে শুয়ে পড়ে।

রাত দুটোর সময় আবার ফোন বেজে উঠে।ঘুম
ঘুম চোখে ধ্রুব খেয়াল করে মেয়েটির নম্বর।
আশ্চর্য হয় খুব।
-ঘুমিয়ে পড়েছিলেন?
ধ্রুব বেশ বিরক্ত হয়।
-জেগে থাকবার কথা?
-দেখুন না আমার ঘুম আসছে না।
-দেখুন আমরা কেউ কারও পরিচিত নই।
খামখা বিরক্ত করছেন কেন?
-আচ্ছা,পরিচিত না হলে বুঝি গল্প করা যায়না?আমাকে
হয়তো চিনেন না।তবে আমি
আপনাকে চিনি।
-কি চিনেন।
-এই ধরুন আপনারা দুই ভাই।বড় ভাই ব্যাবসা করে।
আপনাদের বাড়ি কু্ষ্টিয়ায়।
আপনার রুমমেট এর নাম রমিজ ভাই।
এভাবেই শুরু তাদের।এরপর প্রায় রাতেই
ফোন দেওয়া শুরু করে সানি।আর সেই ফোনের
অপেক্ষায় থাকে ধ্রুব।
২৯/০৯/২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.