নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ফেদাইন

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০


অত্যন্ত সাধারণ একটি গল্প
যেমন তোমরা শুনে থাকো
-আত্মঘাতী বোমা হামলায়
একুশজন নিহত
পনেরো জন আহত।

কেমন করে আচ্ছন্ন হয়
তাদের চিন্তাশক্তি,তাদের মন।
একজন জলজ্যান্ত মানুষ-সে আবার জীবন্ত
বোমা
-ঘুরছে,ফিরছে পৃথিবীর বুকে
নির্দেশ পেলেই নির্ধারিত স্থানে
উড়িয়ে দেবে নিজেকে।


হায়!
কত প্রাণের অযথা অপচয়।
ঈশ্বরের বোবা কান্না ঝরে পড়ে
পৃথিবীর অতৃপ্ত হৃদয়ে।
অত্যন্ত সাধারণ একটি গল্প।
জ্ঞানের আলো বঞ্চিত একদল হিংস্র পশু
-আমি রুপকথার কোন গল্প ফেঁদে বসিনি
আর পশু বলছি কাদের?
ওরা তো মানুষ
আমাদের মত
তবু কিভাবে পারে তারা,মানুষকে হত্যা
করতে
-মানুষ হয়ে মানুষকে হত্যা করতে।


ঈশ্বর সৃষ্টি করেছে আমাদের
নাকি আমরা নিজেরা সৃষ্টি করেছি ঈশ্বর?


ধীরে ধীরে বাস্তবতা হতে তারা সরে আসে
প্রবেশ করে পরাবাস্তবতায়
-হাতছানি দেয়
হুর-পরি
নেকি
অনন্ত সুখ,অনন্ত শান্তি।
কেমন করে আচ্ছন্ন হয়
তাদের চিন্তাশক্তি,তাদের মন?
অসহায় মানুষের কান্না
ব্যাথিত করেনা তাদের হৃদয়!


সাধারণ মানুষের পবিত্র রক্তে
ভিজে যায় ধর্মগ্রন্থের প্রতিটি পাতা।

২৮/১২/২০১৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

কল্লোল পথিক বলেছেন: ইশ্বরে পৃথিবী আজ কঠিন সময় পার করছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

সুদীপ কুমার বলেছেন: সম্ভবত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.