নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বালক বেলা

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

বালকের ছিল কোন তাড়া
ছুট দিল কেন তবে
ফুলতলা ছেড়ে
-বালিকারে ফেলে একা;
তাই বুঝি ঝরে ফুল হয়ে মনভোলা।

বালিকা বুঝিবে সে কথা?
বুঝিবে বালকের হৃদয় গাঁথা?
লজ্জা বুঝি দিল ডাক
হাত বাড়িয়ে
তাই কী ছুটিল বালক
ফুলতলা হতে।

কতবার ঝরিল ফুল বৃক্ষশাখা হতে
কতবার ঋতুস্রাব আসিল বালিকার নিকটে
বালক কী রেখেছিল খোঁজ
তার-এক এক করে।

ঝরা ফুল গাঁথে মালা বালিকার হাতে
মালা তার ঝুলিল কোন এক যুবকের গলে
তাই বুঝি ফুলতলা ফাঁকা ফাঁকা লাগে?
বালক দেখিল-কন্যা যায় শ্বশুরালয়ে।
তবু সে হাসে,
খেলে
খেলার মাঠে;
শুধু এক অজানা সুর আসে তার কানে।

খেলিবার মাঠ বুঝি খেলিবার তরে
তাই বুঝি বালকগণ খেলে নিজ সময় মাঝে।

সেদিনের সেই বালক
নেই বুঝি আর
যৌবনের গানে ঝরে উত্তাপ ঝড়ের।

এই সেই বৃক্ষ বুঝি
ঝরা ফুল লয়ে,
কোথা সে বালিকা
আর বালকই বা কোথা?
ছোট ছোট পায়ে
শিশু খুশি মনে
ফুল বুঝি নেবে
তাই মা তার পিছে?

চার চোখ মিলিল সেথা-বৃক্ষ ছায়াতলে
বিরহী সময় বুঝি
দুঃখ তার সাথে।

০৩/০১/২০১৬

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বাঃ বাঃ অতি চমৎকার!
একান্ত মনোহর !
ধর ধর বন্ধু মোর
হাত দু'খানা ধর-
একান্তে বন্ধুত্ব গড়ি দু'জনে
রসে ভরা এই ব্লগ সমাজে ।।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

বিপরীত বাক বলেছেন: প্রেম, ও প্রেম।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.