নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

এক বন্ধুর স্মরণে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

সবাই বললো তুই নাকি মারা গিয়েছিস
তবে কেন দেখলাম তোকে
আর আমাকে –তোর সাথে?
ভর দুপুরে ঘর-দোর বন্ধ
আমি-তুই সিনেমায় মগ্ন।
ওটা আসলে অতীত ছিল?
-দোটানায় পড়ে যাই।

দিবাকর,তুই নাকি মারা গিয়েছিস
তবে এই পৃথিবীতে ওরা কারা
যারা বহন করছে তোকে
-বংশগতিতে।
আর ওই মেয়েটি?-যাকে ভালবেসে ঘরে তুলেছিলি।


তুই মৃত?
তাহলে অবসর সময়ে কে আসে আমার কাছে
আর বন্ধুদের আড্ডার সময়
অথবা নাটোরের কাপুড়িয়াপট্টিতে
-পথে পথে।

বন্ধু শোন,আমরা-অর্থাৎ
তুই আমি
এক সাথে আছি?
দূরত্ব কোথায়?
থাক এসব।চল খেলতে যাই।
তোর আমার সন্তানেরা খেলবে
আমাদের মত?
-রাস্তায়?
কাপুড়িয়াপট্টির রাস্তায়?

দিবাকর,তুই মৃত?
নাকি জীবিত?

অনেক লাল পদ্ম লালদীঘিতে।
02/0102/2016

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.