নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আত্মকেন্দ্রিকতা

২৮ শে মে, ২০১৭ রাত ১০:৩১




তার কাছে জানতে পারলাম,আমরা এই মানুষরা,ক্রমশঃ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি।
হতেই পারে,কোন অস্বাভাবিকতা আছে এই আত্মকেন্দ্রিকতায়?

কেন জানিনা সবকিছু ঘুরছে চক্রাকারে,যেমন সূর্য ঘুরছে নিজ অক্ষে
পৃথিবী আবর্তিত হচ্ছে সূর্যকে কেন্দ্র করে
আর আমরা,আাশরাফুল মাখলুকাত, দোলনা হতে কবর পর্যন্ত হাঁটছি তো হাঁটছিই,- চক্রাকারে।
হ্যাঁ,বলা যায় এই তো কিছু দিন আগে একসাথে দলবেঁধে খেলতাম মাঠে
এখন মাঠ কোথায়,মাঠ ছেড়ে দিতে হচ্ছে অন্যকোন কাজে
আর ছাড়বো নাই বা কেন? - আমরা বাড়ছি গাণিতিক হারে।
স্পর্শ দূরত্বে বইগুলি কেমন হারিয়ে যাচ্ছে একের পর এক
বইগুলি ক্রমাগত আত্মসমর্পন করছে প্রযুক্তির নিকট।

আজ কাছে না থেকেও কাছে থাকা যায়
আজ ভালো না বেসেও ভালবাসা যায়
আজ শুধুমাত্র দেখে যৌন সুখ উপভোগ করা যায়।
পৃথিবী ক্রমাগত সংকুচিত হয়ে পড়ছে
আকার আয়তনে নয়
যোগাযোগে,চিন্তার জগতে,ভাবনায়।

একদিন খুব ভোরে ঘুম ভাঙ্গলো আমার,সবাই আমার চারপাশে
আসলে কেউ ছিলনা চারপাশে- আত্মকেন্দ্রকিতার জালে জড়িয়ে আছি অষ্টেপৃষ্ঠে।

২৮/০৫/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৭ রাত ১১:০৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখুন,বর্তমানে আপনি উদার মানুষ হয়ে মানবসেবায় সবকিছু বিসর্জন দিবেন এমন চিন্তাধারা নিয়ে বসবাস করতে পারবেন না হয়ত।আর সম্ভব হলেও বেশ কঠিন।আর আমরা কঠিন পথ বেছে নেয়ার মত না।তাই আত্মকেন্দ্রিক হয়ে পড়াই ভালো হয়ত।

২৯ শে মে, ২০১৭ রাত ১১:১৭

সুদীপ কুমার বলেছেন: সতত ভাললাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.