![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রীহীন এক ঘর অষ্টে-পৃষ্ঠে বেঁধে ফেলে আমায়
বৈদ্যুতিক আলো চেপে বসে আছে ঘরের প্রতি কোনায়
ঠিক যেমন বেনো জল ভাসিয়ে দেয় সব নিম্নভূমি।
শব্দের মাঝে নিঃশব্দতায় ভেসে ভেসে বেলকনি কাছে আসে
কাছে আসে উজ্জলনির্জন চাঁদ দু'চোখের মাঝ দিয়ে।
নিঃসঙ্গতায় রাতের আকাশ চেপে বসে
০৪/১০/২০১৭
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০
জুনিয়ার ব্লগার বলেছেন: ভালো লিখেছেন +++