![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গান শুনছি,খুব ধীর লয়ের।সুরগুলি চূর্ন-বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে
আমার শরীরে নয়,- মস্তিষ্কের মাঝে।রবীন্দ্র সংগীত।আমি স্বপ্ন দেখছি হয়তো।
গাছের নীচে শুয়ে আছি,আকাশ মাথার উপর।আকাশের কোন রঙ নেই
-স্বপ্নের কোন রঙ থাকতে নেই।
বালিকাটি ফিরে আসে আর ফিরে এসে আমার হাত ধরে।বলে- কত দিন পর তোমার
সাথে দেখা হলো, বলতো? অতীতে আমরা কেউ কাউকে বলতে পারিনি আমাদের
ভালোবাসার কথা।তাতে কি? এসো এখন ভালোবাসি।প্রেম করি আমরা। স্বপ্নে কত
কিছুই না সম্ভব। স্বপ্নে ট্রাম্প হয়ে যায় ভগবান বুদ্ধ আর আমেরিকায় ঘটে যায়-
বলশেভিক বিপ্লব।
১৬/০১/২০১৮
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর।