নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি জানি কেমন ছিল সে বিকেল
অনেকটা পথ পাড়ি দিয়ে,পেছন ফিরে তাকাই যখন- সেই বিকেলে
সবছিল!
আলো ছিল
রঙ ছিল
ভালোলাগা ছিল
শুধু- কথা ছিলোনা আমার মুখে
কিম্বা ছিল
কিম্বা কেন? আসলেই ছিল
কথা বলছিলাম।কিন্তু যা বলতে চেয়েছিলাম- তা কি হয়েছিল বলা?
কঙ্কাবতী-
আমি তোমাকে এক বিকেল দিয়েছিলাম উপহার,- শুধু তোমাকে-
তোমার কাছে গচ্ছিত রেখেছি আমার এক অমূল্য বিকেল
আমি আজও সেই বিকেলের কাছে চলে যাই,- গোপনে
তুমি প্রশ্ন করতে পারো- গোপনে কেন?
কেন নয়?
আমি আবার প্রস্তুতি নেই
তোমার সামনে একাকী দাঁড়াই
আর বলি-
কি বলি?
থাক নাই বা শুনলে
যা গিয়েছে হারিয়ে,- তাকে খুঁজে লাভ কি বলো?
তবুও সেই বিকেল-
আমাদের হারানো বিকেল,- আমার পিছু ছাড়েনা একদম।
কঙ্কাবতী-
তোমার কাছে গচ্ছিত আমার সেই বিকেল আছে?
০৭/০৪/২০১৮
২| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
রাজীব নুর বলেছেন: আবেগ !!!
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৬
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: দারুন! খুব ভালো হয়েছে।