![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টির পরে জীবন মিশে যায় ঘোলা জলে
ফসলের ক্ষেতে,পাতায় জমে থাকা জলের মাঝে।
বৃষ্টির পরে, ভেজা পথ
ভেজা গাছ
আর ভেজা মন
গান গেয়ে যায় নিঃশব্দে,নিরবে।
বৃষ্টির পরে,হেলে পড়া ধানের শীষে ডুবে থাকে
কৃষকের মন-
শংকিত জীবন।
ভেজা ঘাস,ভেজা লতা- প্রকৃতিতে খেলা করে
অফুরন্ত প্রাণ
সবার অলক্ষ্যে।
বৃষ্টির পরে,চলন বিলে
মনটিরে ফেলে যাই ঘোলা জলে।
০২/০৫/২০১৮
০৩ রা মে, ২০১৮ রাত ১২:১৬
সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা জানালাম।
২| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৪৮
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ
০৩ রা মে, ২০১৮ রাত ১২:১৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৮ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
চলন বিলের মাছ অতি সুস্বাদু।