নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের পরে

১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৭



আমি
হাঁটু গেড়ে বসি
বসি?-চিৎ হয়ে শুয়ে পড়ি
ছাদে
আকাশের চাদর জড়িয়ে।

ফ্রিজের দরজা
দরজার বাহিরে বিড়াল
দরজার……
বাহিরে একাকী।

আকাশ দেখি।সন্ধ্যা রাত।সাদা মেঘ উড়ছে
সাদা মেঘ
বদলে যাচ্ছে অনবরত।

আমি চলতে শুরু করি।চলা নয় হাঁটা শুরু করি।বাবার হাত ধরে
আমি চলতে শুরু করি।চলা নয় শিখতে শুরু করি।শিক্ষকের কাছে
আমি চলতে শুরু করি।চলা নয়।মৃতদেহ,-অন্যের কাঁধে
আমি শুরু করি……..
শুরু করি…..
বিধাতা শেষ করেন।

সাদা মেঘ রুপ বদলায়।
আমি রুপ বদলাই?
আমি?
(ঠিক আছেতো সবকিছু?-আমার?)

বিধাতার সামনে দাঁড়াই
মন্দিরে।আলোকিত ঘরে জগন্নাথ।ঠুঁটো জগন্নাথ।ঈশ্বর কেন রুপ বদলায়?

আমি
শুয়ে আছি
আকাশের চাদর গায়ে জড়িয়ে
সময় দরজায় দাঁড়িয়ে।টোল আদায়কারী।আমি টোল দিয়ে চলতে শুরু করি।

১০/০৭/২০১৮

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৩

স্রাঞ্জি সে বলেছেন: বাহ! চমৎকার।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৯

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:২২

ঋতো আহমেদ বলেছেন: ভালো হচ্ছে। আমার মনে হয় আর একটু সমন্বয় লাগবে। কথাদের।
ভাবনা ও প্রকাশ সম্ভাবনাময়।

৩| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ে শান্তি পেলাম।

ধন্যবাদ। ভালো থাকুন।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০

সুদীপ কুমার বলেছেন: আপনিও ভালো থাকুন।

৪| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: ভীষণ... ভীষণ ভালো লাগলো। আমি এমন আরও পড়তে চাই। অনেক শুভকামনা আপনার চলার জন্য এবং আপনার লেখার জন্য।

১২ ই জুলাই, ২০১৮ রাত ১:০৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.