নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

প্রেম তবু প্রেম নয় (৮ ম পর্ব)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৪



অনেক কিছুই এড়িয়ে চলতে সক্ষম হয়েছিল কঙ্কা।ফার্স্ট ইয়ারের শেষের দিকে ওর ইয়ার মেটদের বেশীর ভাগই সম্পর্কে জড়িয়ে পড়ে।বছরের শেষ দিকে কঙ্কা নতুন রুমে উঠে।
-কঙ্কা চলো আজ প্রেস ক্লাব থেকে খেয়ে আসি।
-না লুনা আপা আর একদিন যাবো।আগামীকাল বায়োকেমিস্ট্রি পিরিয়ডিক্যাল পরীক্ষা আছে।
লুনা কঙ্কার নতুন রুমমেট।থার্ড ইয়ারে পড়ে।লুনা পশুপালন অনুষদের ছাত্রী।

লুনা আর সাগর রিক্সায় ময়মনসিংহ শহরে আসে।দুর্গাবাড়ির ওখানে লুনাদের সাথে দীনেশ যোগ দেয়।
-খন্দকারে গেলে ভালো হতোনা?
দীনেশ প্রশ্ন করে।
-প্রেস ক্লাবের বিরিয়ানী বেশী ভালো।
সাগর জানায়।
প্রেস ক্লাবে খাওয়া শেষে সাগর আর দীনেশ লুনাকে হল পর্যন্ত পৌঁছে দেয়। রিক্সা থেকে নেমে ওরা হলের গেটের সামনে আসে।
-লুনা,আমার কি কোন ব্যবস্থা করবানা?
দীনেশ হাসতে হাসতে বলে।
-সত্যিই লুনা এই আওয়ারার একটা ঠিকানা করে দাও।
সাগর লুনাকে বলে।
-সাগর মজা লস।কপাল গুনে লুনারে পেয়েছিলি।থাক কাবাব মে হাড্ডি হতে আর চাইনা।আমি যাই।তোরা গল্প কর।
দীনেশ চলে যায়।যাওয়ার সময় লুনা আর সাগরের হাসির আওয়াজ কানে আসে।

দীনেশ শামসুল হক হলের ছাত্র।ছাত্র রাজনীতির সাথে জড়িত।সিঙ্গেল রুমে থাকে।অস্ত্র বাজিতে মোটামুটি নাম কামিয়েছে।সে ছাত্রলীগের সালাম গ্রুপ করে।লুনার নতুন রুমমেট কঙ্কাকে ওর পছন্দ হয়েছে কিন্তু কাউকে এ বিষয়ে বলতে অহমিকায় বাধে। কিছুদিন পর এক বিকেলে রঞ্জিত-কামালকে ছাত্রদলের দুই ক্যাডার গুলি করে হত্যা করে।রঞ্জিত ওর ফ্যাকাল্টিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল।সেদিন ক্যাম্পাসে ছাত্রলীগ বিশাল মিছিল বের করে।মিছিলের অগ্রভাগে দীনেশ নেতৃত্ব দেয়।জোড়ে শ্লোগান ধরে দীনেশ-“অস্ত্র শিক্ষা এক সাথে চলেনা”।দীনেশ অস্ত্র উঁচিয়ে শ্লোগান দিতে থাকে।

লুনা আপা যখন প্রথম প্রস্তাব দেয়, কঙ্কার কেমন যেন অন্যরকম এক অনুভূতি হয়।অবশ্য লুনাকে সে জানায় ভাবার জন্য সময় দিতে।
-শোন কঙ্কা,দীনেশ অত্যন্ত ভালো ছেলে।যদিও ক্যাডার কিন্তু বাজে কোন অভ্যাস নেই।ও সিগারেট পর্যন্ত খায়না।
কঙ্কা সব শুনে।কিন্তু উত্তর করেনা।মনে মনে ভাবে ওর মত মেয়েকেও মানুষ পছন্দ করে।ওর গায়ের রঙ কালো।এখন পর্যন্ত কোন ছেলে ওকে বলেনি,ভালোবাসি।

দীনেশ দুপুর তিনটার দিকে হলে ফেরে।রুমে ঢুকে কাপড় ছেড়ে লুঙ্গী পড়ে।কাপড় কাচতে হবে।বাথরুমের দিকে যাওয়ার সময় সাগরের মুখোমুখি হয়।দীনেশ যে ভয় পাচ্ছিল তাই ঘটে।
-কি ভাইয়া ব্যাটিং কেমন হলো?
সাগর গোল গোল চোখ করে দীনেশকে প্রশ্ন করে।
-প্র্যাকটিস ম্যাচ।ফাইনাল দেরী হবে মনে হচ্ছে।
মৃদ হেসে দীনেশ জানায়।
-বল কি বাউন্সি না স্পিন।
-গুগলি বল।
-চালিয়ে যাও ভাইয়া।


দীনেশ এখনও ঠিক বুঝে উঠতে পারছেনা কঙ্কাকে।প্রেম মানে শুধু বসে কুতুর কুতুর গল্প করা দীনেশের ধাত নয়।

-কিরে শেষ পর্যন্ত তুইও প্রেমে পড়লি।আমরা ভেবেছিলাম তুই কখনও প্রেমে পড়বিনা।
মমতা কঙ্কাকে বলে।
প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে মমতা আর কঙ্কা নদীর ধার দিয়ে হলের পথ ধরে।কিছু দূর হেঁটে এসে ওদের সাথে পার্থদের দেখা হয়।পার্থ আর নিলয় নদীর ধারে বসে ছিল।ওরাও খেয়াল করে কঙ্কাদের।
-আরে মমতা কোথায় যাস? আয় গল্প করি।
পার্থ মমতাকে ডেকে বলে।
মমতা আর কঙ্কা এগিয়ে যায়।
-আমার না জেনেটিকসের নোট দরকার।
মমতা বলে।
-আমার কাছে নেই।
পার্থ জানায়।
-নিলয়,তোমার কাছে আছে?
মমতা নিলয়কে প্রশ্ন করে।
-আছে।
নিলয় বলে।
-আমাকে দেবে?
মমতা বলে।
-ওতো ইংলিশে পড়ে।
পার্থ জানায়।
-তাহলে হবেনা।
মমতারা আর কিছুক্ষণ গল্প করে।তারপর চলে আসে।


-আজ তোমাকে খুব সুন্দর লাগছে।
-হ্যাঁ পটানোর জন্যে কত কথা বলবে।
দীনেশের কথার বিপরীতে কঙ্কা বলে।
-আগামীকাল ছয় মাস পূর্ণ হবে আমাদের প্রেমের।
দীনেশ বলে।
-হ্যাঁ।
-আমাকে কোন উপহার দেবেনা?
-কি চাও?
দীনেশ আলতো করে চুমু খায়।কঙ্কার খুব ভালো লাগে আজ।তবে প্রথমদিন যখন দীনেশ চুমু খেয়েছিল সেদিন অতটা ভালো লাগেনি তার।
-তোমাকে?
-আমাকে তো পেয়েছোই।
-খুব কাছে খুব ঘনিষ্ঠ ভাবে পেতে চাই।
কঙ্কা দীনেশ কে জড়িয়ে ধরে বলে-এইতো আমরা ঘনিষ্ঠ।
-এই রকমভাবে নয়।খুব নির্জনে।একটা বদ্ধ ঘরে।শুধু তুমি আর আমি।
-তারপর?
-হ,তুমি মনে হয় কচি খুকি।
-কচি খুকিইতো।
-কালকে দুপুরে আমার রুমে আসো।
-ছেলেদের হলে?
-সব মেয়েই হরদম যাচ্ছে।
-সব মেয়েই?
-না, মানে এই যারা প্রেম করে।

রাত্রে লুনা আপাকে সব বলে কঙ্কা।
-যাবি যা।তবে প্রোটেকশন নিস।
লুনা বলে।
-কি প্রোটেকশন নেবো?
-মাসিক কবে হয়েছে?
-দশদিন আগে।
-কনডম নিয়ে যাস।
-কেন দীনেশ রাখবেনা সাথে?
-এতো বিশ্বাস করিসনা।যখন তোকে একলা পাবে তখন ওর হুঁস নাই হয়ে যাবে দেখিস।
১ম পর্ব (Click This Link)
২য় পর্ব (Click This Link)
৩য় পর্ব (Click This Link)
৪র্থ পর্ব (Click This Link)
৫ ম পর্ব (Click This Link)
৬ ষ্ঠ পর্ব (Click This Link)
৭ ম পর্ব (Click This Link)

চলবে……….

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০১

অনল চৌধুরী বলেছেন: এইসব নোংরা জিনিস ব্লগে দিয়ে কি বোঝাতে চাচ্ছেন?
এসব নিজে করেন,কিন্ত দেশ অার সমাজকে নষ্ট করার দরকার কি?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫১

সুদীপ কুমার বলেছেন: আপনার নাম সার্থক।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: দীনেশ কি নায়ক?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫২

সুদীপ কুমার বলেছেন: সবাই নায়ক।আবার সবাই নায়ক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.