নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

প্রেম তবু প্রেম নয় (৯ ম পর্ব)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫০



রীতিমত ঘামছে নিলয়।আগামীকাল জেনেটিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষা।অথচ খাতায় কিছু নেই।ক্লাস না করার ফলে প্র্যাকটিক্যাল খাতা রেডি করতে পারেনি।নিলয়ের শ্বাস কষ্ট হতে থাকে।একটু বাতাসের জন্যে আকুলি-বিকুলি করতে থাকে।ঠিক এমন সময় ঘুম ভেঙ্গে যায় নিলয়ের।ন্যাকড়া হারিকেনের মাথায় ধরে গরম করে বাবার হাঁটু ছ্যাঁকতে থাকে।রক্তে ইউরিক এসিডের মাত্রা খুব বেড়েছে।হাঁটুর যন্ত্রনায় বাবা ঠিক মত ঘুমাতে পারেনা।আজ দেড় মাসের উপর হলো বিশ্বিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে নিলয়ের,সে টাকার অভাবে যেতে পারছেনা।নিলয়ের চোখ দিয়ে জল গড়াতে থাকে।নিলয় চোখ মুছে আর বাবার পা ছ্যাঁকতে থাকে।

-মা,আর কি করবে?কাকার কথায় রাজি হয়ে যাই চলো।
নিলয়ের মাথা পাটায় শিল জোড়ে জোড়ে ঘঁষতে থাকে।নিলয় দেখতে থাকে কিভাবে আস্ত মরিচগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।
-তোর কাকাকে খবর দে।
নিলয় মায়ের কাছ হতে উঠে পড়ে।ঘরের দিকে তাকায়।বাবার ভাবলেশহীন চোখে চোখ পড়ে।ভাষাহীন চোখ।দীর্ঘদিন ক্রনিক ডিজিসে ভুগলে যা হয়।

করিম সাহেব টাকার ব্যাগ নিলয়ের হাতে ধরিয়ে দেয়।নিলয় টাকাগুলি গুনে।
-তিন লক্ষ কম আছে মা।
-কি ঠাকুরপো,টাকা কম কেন?
করিম সাহেবকে নিলয়ের মা প্রশ্ন করে।
-বৌদি এই মূহুর্তে টাকা জোগাড় করতে পারলামনা।পরে দিয়ে দেবো
করিম সাহেব উত্তর করেন।
-ঠাকুরপো,এমনই দামে চরমভাবে ঠকালে,আবার টাকাও দিলেনা?
-কি যে বলো বৌদি।বৌদি হলো আমার দ্বিতীয় মা।মাকে কি ঠকানো যায়?

নির্বাচনের তিনদিন আগে নিলয়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়।এবার জোড় কানা-ঘুঁষা আওয়ামিলীগ আবার ক্ষমতায় আসবে।বিকাল থেকে সবাই হলের টিভি রুমে গিয়ে বসে পড়ে।রাত এগারোটার সময় সবাই বুঝে নেয় আর যাই হোক আওয়ামিলীগ এবার ক্ষমতায় আসছেনা।নিলয় টিভি রুম হতে উঠে আসে।হলের গেষ্ট রুমের দিকে যায়।বিটু আর সালাম গ্রুপের সব ক্যাডার এক সাথে শুকনো মুখে বসে আছে।অনেকগুলি আগ্নেয় অস্ত্র বিমর্ষ চিত্তে টেবিলের উপর শুয়ে।

১ম পর্ব (Click This Link)
২য় পর্ব (Click This Link)
৩য় পর্ব (Click This Link)
৪র্থ পর্ব (Click This Link)
৫ ম পর্ব (Click This Link)
৬ ষ্ঠ পর্ব (Click This Link)
৭ ম পর্ব (Click This Link)
৮ ম পর্ব (Click This Link)

চলবে……….

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ভাল লাগল :``>>

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.