নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

নদীর পারের সেই মেয়েটি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬




কত বছর হবে? পনেরো বছর হয়তো
তাকে দেখেছিলাম নদীর পার ঘেঁষে হেঁটে যেতে।হেমন্ত কাল ছিল,আকাশ জুড়ে ছিল শ্বেতশুভ্র মেঘ।
তার কোঁকড়ানো চুলে বাতাস ভর করেছিল,আর আয়ত দুই নয়ন মাটিতে ছিল
আমার পরিচিত।সেও আমার পরিচয় জানতো।আকাশ জুড়ে শ্বেতশুভ্র মেঘ।
মন চাইলো ডাকতে,প্রশ্ন করতে-কুঁচ বরণ কন্যা কোথায় যাও চলিয়া?
নদীর স্বচ্ছ জলে রোদের হাসি।সেও হেসেছিল।কেন?সেই জানতো কেন।

তারপর
কত হেমন্ত চলে গিয়েছে
কত শ্বেতশুভ্র মেঘের কাছে দিয়েছি চিঠি-কোথায় আছে জানো?
শ্বেতশুভ্র মেঘ শুধু বদলিয়েছে তার রুপ।

তারপর
কোন এক কনে দেখা বিকেলে তার সাথে আবার দেখা।আয়ত চোখ মাটিতে
মুখে হাসি মেখে।
আমিও স্মিত হাসি।ধরি তার হাত আর বলি-চল বিয়ে করি। আকাশ জুড়ে ছিল শ্বেতশুভ্র মেঘ।

১১/০১/২০১৯

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.