নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বাতাসের ডানায়

০৮ ই মে, ২০১৯ রাত ১০:১৫



ছুটে আসা বাতাস আমাকে মনে করিয়ে দেয়, নদীর কথা
মনে করিয়ে দেয় তপ্ত দুপুরে চিৎ সাঁতারের কথা-
একটি গাভীকে টেনে জলে নামানোর কথা।
আসলে কত কিছুই তো আমরা টেনে নীচে নামাই-ইতিহাসকে,
ধর্মের সত্য ব্যাখ্যাকে
ভাল মানুষকে।


ছুটে আসা বাতাস মনে করিয়ে দেয় প্রিয়তমার কথা-
তার অভিমান,রাগ,আনন্দের কথা-
তার সাথে কাটানো চমৎকার বর্তমান সময়ের কথা ।
আর মনে করিয়ে দেয় এক কিশোরের উদ্বেগ-উৎকন্ঠায় কাটানো সময়ের কথা
যে সময় ছিল মিষ্টি,মধু মাখা-এক কিশোরীকে দেখবার আকুলতার কথা।


ছুটে আসা বাতাস মনে করিয়ে দেয়,পিতৃ পুরুষের কথা-
প্রিয়জন হারানোর তীব্র বেদনার কথা
বঞ্চনার কথা,প্রাপ্তির কথা-বাতাস ডানা ঝাপটায়


০৮/০৬/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৯ রাত ১১:১৬

মাহমুদুর রহমান বলেছেন: গ্রামীন পরিবেশের প্রকৃত চিত্র তুলে ধরেছেন ছোট ছোট ছন্দের সমাহারে।

কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

১২ ই মে, ২০১৯ রাত ১:১৫

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৯ ই মে, ২০১৯ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালো লাগলো

১২ ই মে, ২০১৯ রাত ১:১৫

সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা জানালাম।

৩| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।

১২ ই মে, ২০১৯ রাত ১:১৬

সুদীপ কুমার বলেছেন: কয়েকদিন একটু কম লেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.