নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ হয়তো কয়েকজন ছিল রাজপথে
মৃত্যুভয় উপেক্ষা করে, “জয় বাংলা” শ্লোগান ছিল কন্ঠে।
হায়েনারা হয়তো ভুলে গিয়েছে তাদের পূর্বপুরুষের একই ছিল কাজ
শহীদ মিনারে যেতে দিত বাধা।তবুও ফুল হাতে বাঙালি যেতো
শহীদ বেদী মূলে।
একজন
দু’জন
অতঃপর সহস্র বাঙালি ছুটে যেতো শহীদের স্মৃতিতে পুষ্প দেবে বলে
অতঃপর একাত্তর।অতঃপর স্বাধীনতা।
আজ হয়তো কয়েকজন ছিল রাজপথে
মৃত্যুভয় উপেক্ষা করে, “জয় বাংলা” শ্লোগান ছিল কন্ঠে,
বারতা দিয়ে যায়- যা কিছু অবৈধ, বাঙলার মানুষ লড়বে তার বিরুদ্ধে।
১০/১১/২০২৪
২| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
আমি সাজিদ বলেছেন: এই লড়াইয়ে আপনাদের পরাজয়।
৩| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
কামাল১৮ বলেছেন: লড়াইয়ে পরাযয় আছে।পরাযয়ের পরেই আসে জয়।এটা একটা মৌলিক নিয়ম।
৪| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১১
মেঘনা বলেছেন: জয় বাংলা - বাঙালির স্লোগান
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১
নতুন বলেছেন: আজ হয়তো কয়েকজন ছিল রাজপথে
মৃত্যুভয় উপেক্ষা করে, “জয় বাংলা” শ্লোগান ছিল কন্ঠে।
হায়েনারা হয়তো ভুলে গিয়েছে তাদের পূর্বপুরুষের একই ছিল কাজ
শহীদ মিনারে যেতে দিত বাধা।তবুও ফুল হাতে বাঙালি যেতো
শহীদ বেদী মূলে।
একজন
আজ যারা ছিলো রাজপথে তারা অন্ধঅনুসারী
যার ভরশায় সাথ দিয়েছিলো কদিন আগেই পালিয়েছে সেই নারী।
দেশপ্রেমিকরা হয়তো ভুলে গেছে তাদের প্রেম দেশের প্রতি দলের ভক্তি নয়।
জনগন যদি সচেতন হয় তবে রাজনিতিকরা করবে সম্মান পাবে ভয়।