নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

সময়ের গর্ভপাত

১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২

কোন গল্প নয়।সত্যগুলি বড্ড অলস।লুকিয়ে থাকে
ইতিহাসের গহীন বনে।আর তাকে না দেখার ছলে
বাটপার যত জন্মেছে বাংলাদেশে, নাপিত সেজে বসে
আছে ইতিহাসের ক্ষৌরকর্ম করবে বলে।

তাদের বড্ড খায়েস।নড়বড়ে সিংহাসনটাকে টিকিয়ে
রাখার।এখনও রাজপথে বাঙালির রক্তের দাগে লেখা আছে
তাদের আসল পরিচয়।শৃগালবুদ্ধির সকল হায়েনার অদ্ভুত
উল্লাসে বাংলার আকাশে আজ কাল মেঘের ছায়া।

সবগুলি বাটপার একত্রিত হয়ে জোট বেঁধেছে বাংলার নরম পলিতে।
তাদের কথা,তাদের হাসি,তাদের চলা আজ নির্ধারণ করে দিতে
চায় আদর্শের ইবলিশীয় সংজ্ঞা।আর পরাধীন মেরুদন্ড বয়ে নিতে
চায় অজ্ঞতার বোঝা নির্লিপ্ততার সাথে।

প্রতিবাদী ছিল যারা,- সুবিধাবাদের কৃষ্ণগহ্বরে, হারিয়েছে নিজের
পরিচয়।কে ধরবে হাল ,এই ঝড় সমুদ্র মাঝে, কুলে ফিরবে বলে?

১৩/১১/২০২৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.