নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের যে শকুন সেও নেমে আসে
বাংলার মাটিতে,
মোলায়েম সুরে সবাইকে বলে-
না মরা গরুর লোভে নয়,
ওই যে ওরা আমাকে ডেকেছে,- সিংহাসনে বসাতে চায়।
বটবৃক্ষের প্রশ্ন ছিল - এই " ওরা" কারা?
শকুন তখন ব্যস্ত তার তীক্ষ্ণ চঞ্চু দিয়ে মাংস খুবলে খুবলে খেতে
প্রশ্ন শোনার তার যে সময় নেই
যতটুকু সময় পাবে তাতে তার পেট ভরাতেই চলে যাবে
কিভাবে দেবে উত্তর।
এরপর,
দ্রব্যমূল্যের ঊর্ধ গমন
সব্জির দামে নারীদের শরীর বিক্রি
একের পর এক কলে-কারখানায় তালা পড়ে
অর্থনীতি পাতালে গমন করে
আর?
আর শত শত মানুষের লাশ পড়ে থাকে বাংলার মাটিতে
শকুনের ক্ষুধা মিটাবে বলে।
এরপর,
এরপর বাতাস জেনে নেয়
নদীর ঘোলা জল জেনে নেয়
আর কেউ নয় ওরা-
ওরা একাত্তরের পুরানো শকুনের দল
এতদিন মানুষের বেশে ছিল বেশ মর্যাদা নিয়ে।
০২/০২/২০২৫
©somewhere in net ltd.