নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি, \'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়\'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ \nhttps://www.facebook.com/SufiMahfuz/

সুফী আহমাদ মাহফুজ

সুফী আহমাদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

জাকির নায়েক সালাফিজমের তল্পীবাহক

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৩

সহজ কোমলমতি কিশোর এবং যুবকদেরকে জঙ্গিতে পরিণত করার প্রক্রিয়ায় বিভিন্ন বক্তার বক্তব্য শোনানো হয়।এধরনের বক্তব্যের মাধ্যমে মগজ ধোলাইয়ের জন্য সালাফীরা "প্রোজেক্ট শাহাদা" নামে প্রচারনা চালাচ্ছে।
আধুনিক উচ্চ শিক্ষিত তরুণদের সালাফিজমের প্রাথমিক পাঠ দেয়া হয় জাকির নায়েকের এই ভিডিওটির মাধ্যমে।ইউটিউব কতৃপক্ষের এই ধরণের ভিডিও অপসারণ করা উচিৎ।

www.youtu.be/Zx_uqROgn5A

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১১

নীলাকাশ ২০১৬ বলেছেন: আমি এত কিছু বুঝিনা, আমি কেবল জানতে চাই তার বক্তব্যের মাঝে কি আছে যা জংগীদেরকে নিরীহ মানুষ মারতে উৎসাহিত করতে পারে?

২| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫২

তট রেখা (১) বলেছেন: আপনার যদি হানাফী হওয়ার অধিকার থাকে আর যে সালাফী হতে চায়, তার সালাফী হওয়ারও অধিকার আছে। এই অধিকারে হস্তক্ষেপ করার আপনি কে ?

৩| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৩

সাহরাব বলেছেন: অমুসলিমরা যেমন পটভূমিকা না জেনে শুনে কোরআনের আয়াত নিয়ে ইসলাম কে দোষারোপ করে। ঠিক একই ভাবে ডাক্তার জাকির নায়েকের সমগ্র লেকচার না বুঝে শুনে শুধু একটি কথার উপর মাঝার পূজারীরা লাফালাফি করা শুরু করছে।

ঐ সমস্ত নামধারী মোল্লারা শুধু উনার অগোচরে দোষ ধরতেই তৎপর, জাকির নায়েকের মুখোমুখি হয়ে যুক্তি খণ্ডন করার সাহস কেউ রাখেনা।

ফিৎনা সৃষ্টিকারী মোল্লারা শুধু চিলের পেছনেই লেগে আছে, কানটা কানের জায়গায় আছে কিনা তা জানেনা।

এতই যদি ঈমানের জোড় থাকে তাহলে জাকির নায়েক যে জঙ্গিদের উৎসাহ দিচ্ছে তার কোনো স্পষ্ট প্রমান কেউ দেখাতে পারছেনা কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.