![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে যেন আমার সৃজনশীলতাকে শূন্য দ্বারা গুণ করে দিছে । এখন মাথায় বাড়ি দিলেও সৃজনশীলতার 'স' ও খুজে পাওয়া যায় না । তবুও আমি believe করি
বিভিন্ন অনুষ্ঠানে জাদু দেখে আমারও শখ হয়েছে জাদু শিখার । আর জানেন ই তো নিজের ইচ্ছার দামি নাকি লাখ টাকা । তো ব্লগার ভাইবোনেরা , এই ব্যাপারে কি আপনারা সাহায্য করতে পারেন ? আপনারা যারা অল্প অল্প Magic পারেন , তারা কিভাবে শিখলেন , তা কি share করবেন ?
২| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৭
হেডস্যার বলেছেন:
যাদুকর বেহেশতে প্রবেশ করিবে না। সাবধান।
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
ভালো পোলা বলেছেন: কইলেন কি ভাই ? বহুত টেনশনে এ পড়ে গেলাম ।
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ইন্টারনেট ।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪১
ভাল্লুক আকবর বলেছেন: আপনি যদি প্রোফেসনাল শিল্পী হতে চান তাইলে বলবো কার কাছে তালিম নেন। কিন্তু শখ করে শিখতে চাইলে আলাদা কথা। আমি নিজে ইউটিউব দেখে কিছু সহজ যাদু শিখসি। এগুলা আড্ডার মাঝে হটাত দেখাইলে সবাই মজা পায়। শিখলে পামিং নির্ভর যাদু শিখুন। অন্য যাদুর যন্ত্রপাতি বানাইতে গেলে বারোটা বাইজা যাইব। আর শেষ কথা হইসে আয়নার সামনে দাঁড়াইয়া নিজের যাদু নিজে দেখবেন অনেকবার। যাদু দেখাইতে গিয়া ধরা খাওয়ার মত বেইজ্জতি আর কিছু নাই (নিজে এটার শিকার হইসিলাম)।