![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সোনালি সূর্য করে আহ্বান
গুন গুন সুরে, গায় কোন গান
মাগো আজ তোমার জন্মদিন
আমার মনে বাজে এই সুর বীণ।
এই দেশে এই মাটি এই নদী এই জল
ভালোবেসেছি আকাশ, এই ফুল ফল;
শরতের সাদা মেঘ, বাউলের গান
শালিকের শিস শিসে, জুড়ায় যে প্রাণ |
সোনার চেয়ে দামি, আমার বাংলার মাটি
সারা দেহে মেখে আমি, হই আরো খাঁটি
সবুজের ঢুউয়ে ঢুউয়ে ঘুরি সারাদিন
হাজার স্মৃতি ছোঁয়া মন, কতো যে রঙিন।
আমি শেষ নিশ্বাস ফেলে, এই বাংলায়
এমাটিতে আমার দেহ, যেনো মিশে যায় |
১৬ ডিসেম্বর ২০১৭
সময় সকাল ৬.২০
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১০
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: হ্যাঁ বন্ধু ভালো আছি, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তোমাদের মাঝে ছিলাম আছি থাকবো।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৯
শাহানাজ সুলতানা অধরা বলেছেন:
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+++
শুভ কামনা রইল।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০০
শাহানাজ সুলতানা অধরা বলেছেন:
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: বাহ চমৎকার ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার কবিতা পাঠে নতুন করে কবিতা লেখার অনুপ্রেরণা পেলাম।
অশেষ ধন্যবাদ প্রিয়কবি! আপনার অনুপ্রেরণায় লেখা
আমার একটি কবিতা।
বাংলা আমার মাতৃভাষা
- লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার জননী,
বাংলা ভাষায় খুঁজে পাই
মধুর অমৃতের খনি।
বাংলা ভাষায় গান গায়
বাউল কবি পূর্ণদাস,
এ ভাষাতেই গান গেয়ে
চাষী মাঠে করে চাষ।
দোয়েল ফিঙে গাছে নাচে
কোকিল গাহে গান,
সেই গান শুনে চিত্ত ভরে
মাতাল করে প্রাণ।
এই ভাষাতেই কবিতা লিখে
বিশ্বকবি হলেন রবি,
এভাষাতে গান গেয়ে নজরুল
হলেন বিদ্রোহী কবি।
বাংলার মাঝি নৌকা চালায়
ভাটিয়ালি গানের সুরে,
বৈঠা বেয়ে নৌকা ভাসায়
সাদাপাল বাতাসে উড়ে।
আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!
আপনার কবিতা পাঠে নতুন করে কবিতা লেখার অনুপ্রেরণা পেলাম।
অশেষ ধন্যবাদ প্রিয়কবি! আপনার অনুপ্রেরণায় লেখা
আমার একটি কবিতা।
বাংলা আমার মাতৃভাষা
- লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার জননী,
বাংলা ভাষায় খুঁজে পাই
মধুর অমৃতের খনি।
বাংলা ভাষায় গান গায়
বাউল কবি পূর্ণদাস,
এ ভাষাতেই গান গেয়ে
চাষী মাঠে করে চাষ।
দোয়েল ফিঙে গাছে নাচে
কোকিল গাহে গান,
সেই গান শুনে চিত্ত ভরে
মাতাল করে প্রাণ।
এই ভাষাতেই কবিতা লিখে
বিশ্বকবি হলেন রবি,
এভাষাতে গান গেয়ে নজরুল
হলেন বিদ্রোহী কবি।
বাংলার মাঝি নৌকা চালায়
ভাটিয়ালি গানের সুরে,
বৈঠা বেয়ে নৌকা ভাসায়
সাদাপাল বাতাসে উড়ে।
আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: একুশ মানে একুশ তো নয়
ভায়ের কাছে দেনা
একুশ মানে বাংলা ভাষা
রক্ত দিয়ে কেনা।
যে ভাষাতে হাসি ঝরে
প্রাণ খুলে গাই গান
সেযে আমার মাথার মুকুট
আমার মায়ের মান।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভীন নামে ফিরে এলে
ভালো আছো নিশ্চই;
ব্লগিং শুদ্ধ হোক
ফের কই পই পই।