নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গোধূলি বেলার মেয়ে

শাহানাজ সুলতানা অধরা

গোধূলি বেলার মেয়ে

শাহানাজ সুলতানা অধরা › বিস্তারিত পোস্টঃ

মানবিকা-২১

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭


-হ্যালো
-হ্যালো
-হ্যাঁ নিঝুম বলো।
-ফোন দিয়েছিলে কি?
-হ্যাঁ
-জরুরী কোন কথা আছে?
-না, তা নেই
-তাহলে ফোন দিলে যে?
-কেন জরুরী কথা ছাড়া কি কথা বলা যায় না?
-হ্যা যায়, তবুও ...
-তবুও কি?
- ভাবলাম...
-তোমাকে ফোন দিতেই তুমি প্রশ্ন করো,
জরুরী কিছু বলার আছে
আচ্ছা সব সময় কি জরুরী কথা থাকে ?
নাকি জরুরী কথা না থাকলে কথা বলা যায় না?
-তা যায় কিন্তু ...
-ওহ, ঠিক আছে বুঝতে পেরেছি।
-কি বুঝতে পারলে?
-নিঝুম, জানি সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়
কিন্তু এতো বদলে যায় আমার তা জানা ছিলো না।
-মানবিকা, আমি একটু ব্যস্ত, তোমাকে বুঝতে হবে।
-আমি অবুঝ নই নিঝুম,
-তাই যদি হয় তো বুঝ না কেন?
-কে বলল তোমাকে আমি বুঝিনা।
মনে পড়ে নিঝুম, একটা সময় ছিলো
আমি খুব ব্যস্ত সময় পার করছিলাম
তবু তোমাকে কোন দিন বলতে পারিনি
নিঝুম, এখন ব্যস্ত পরে কথা বলি।
-সেটা ছিলো তোমার উদারতা,
আমি তোমার মত উদার নই মানবিকা।
হা হা হা হাসালে নিঝুম, উদারতা,
-হাসি পাওয়ার মত কিছু বলেছি কি আমি?
-না, মোটেও না, তুমি কি তেমন বলতে পারো নিঝুম?
-আচ্ছা রাখছি,
-রেখে দেবে?
-তো কি করবো তুমি বলো?
-আর কিছুটা সময় থাকো না,
-না নিঝুম তা হয় না,
-কেন হয় না?
-ভালোবাসা কি তুমি বুঝ তা? ভালো থেকো,
তোমার যদি কোন দিন মন চায় ফোন দিও
আমি তোমাকে ফিরাবো না
কিন্তু আমার তরফ থেকে আর
কোন দিন ফোন যাবে না নিঝুম।
-এই যাহ, কিছু বলতেই তুমি শুধু রাগ করো
আমি এখন অনেক দূরে কি করে ভাঙাই তোমার অভিমান।
-কিসের রাগ,কিসের অভিমান? কার উপরে করবো অভিমান?
-তাহলে?
-তাহলে কচু, রাখছি ভালো লাগছে না,
-মানবিকা, মানবিকা, মান......
১৯ ডিসেম্বর ২০১৭
সময় বেলা ৪.২৩

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

লেখা চোর বলেছেন: কারো ব্লগ বাড়ী ঘুরে কমেন্ট না করা মানে কলিং বেল টিপে দৌড় মারা। ;)

২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: হা হা হা তাই বুঝি ? ঠিক আছে বাড়া ভাত যখন তখন খেয়েই আসবো, মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: ডায়ালগ মন্দ না। ধন্যবাদ

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৮

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

সনেট কবি বলেছেন: পড়ে ভাল লেগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম। অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.