![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে ঢাকা থেকে আমার নাম্বার কিছু টাকার বিকাশ আসে। এবং সন্ধ্যা য় ০১৮৬৯৪৭৫২০৭ এই নাম্বার থেকে ফোন আসে। কয়েকবার ফোনটা বাজার পরে রিসিভ করি। অপার প্রান্ত থেকে বলে, আপু আজ আপনার এই নাম্বারে বিকাশ গেছে না সকালে, আমি বললাম হ্যাঁ, কেন? সে বলল আমি এজেন্ট বলছি। আমার দোকান থেকে টাকাটা পাঠাবো হয়েছে। আমি দোকানে ছিলাম না। আমার কর্মচারি একটা গোলমাল পাকিয়ে ফেলেছে। সে ভুল করে আপনার নাম্বারে দশ হাজার দুইশ টাকা বিকাশ করে ফেলেছে। ওটা একটা রোগীর টাকা, ইমাজেন্সি টাকাটা লাগবে দয়া করে টাকাটা আপনি যদি ফিরিয়ে দিতেন। আমি বললাম না ভাই দশ হাজার টাকার কোন বিকাশ আমার নাম্বারে আসেনি। আমার ব্যলান্স জানতে চায়, কটকাটা লাগে তখনি। আমার ও আমার ছেলের মোট দুটি নাম্বারে বিকাশ আসে এবং তারা দুটি নাম্বারে একই ভাবে বিতাক্ত করতে থাকে।প্রথমে আমার নাম্বারে এবং দশ মিনিট পরে আমার ছেলের নাম্বারে ০১৭০৬৭৭৭১৭৯ এই নাম্বার থেকে ম্যাসেজ আসে দশ হাজার টাকার ম্যাসেজ আসে ঠিকই কিন্তু একাউন্টে কোন ব্যালান্স যোগ হয় না। আমাকে আরো একটি নাম্বার দেয় সেখান থেকে । ০১৭৬৪২৪৪৭৫৪ এই নাম্বারটি দিয়ে বলে এটাতে সেন্ট করতে। কয়েক মিনিটের জন্য ফোনটা বন্ধ করি, ওপেন করতেই আরো একটা নতুন নাম্বার থেকে মিস কল ম্যাসেজ পাই সেটা হলো সেই নাম্বার যেটাতে টাকা সেন্ট করতে বলে। অন্যদিকে তারা ফোনের পরে ফোন দিতেই সে বলে আজ যদি আপনি কোন টাকা না উঠিয়ে থাকেন তো কোন সমস্যা হবে না, প্লিজ এক্ষুনি টাকাটা পাঠিয়ে দিন। আমি কড়া হই শক্ত ভাষায় কথা বলি, মুহুর্তে ফোনটা কেটে যায়, আর কোন ফোন আসেনি। জানিনা নাম্বারগুলি খোলা আছে নাকি বন্ধ হয়ে গেছে সাথে সাথে। জানিনা কত মানুষ এমন প্রতারণার ফাদে পড়ছি প্রতিদিন। আমাকে বিকাশ কাস্টমার কেয়ার থেকে এ বিষয় সম্পর্কে আগেই শতর্ক করেছিলো তাই আমি বেচে গেছি। আপ্নিও প্রতারণার ফাদ থেকে সাবধান হন
২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম সচেতনতাই পারে নিজেদের ক্ষতি থেকে রক্ষা করতে!
যদিও বিকাশ টিভিতে নিয়মিত বিজ্ঞাপন দিচ্ছে- কিন্ত ুপ্রতারক চক্রও নিত্য নতুন ফন্দি বের করছে!!!!
খায়রুল আহসান ভাইয়ের সাথৈ সহমত -সামুর পাঠকদেরকে এ ব্যাপারে সচেতন করে দেয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২
খায়রুল আহসান বলেছেন: এ রকমের প্রতারণার শিকার আমার জানাশোনা লোকের মধ্যে অনেকেই হয়েছেন, এবং একই কাহিনী।
সামুর পাঠকদেরকে এ ব্যাপারে সচেতন করে দেয়ার জন্য ধন্যবাদ।