![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অম্বু কণা ঝরছে অম্বর থেকে অসহায় অবনিতে,
অভ্রর অন্তর অবারিত আজ ধূলার ধরণিতে।
ঋতুপ্রবাহের খেলায় আসে বারিধারা অবিমিশ্র,
রাজিত এ আলেখ্য মোর চিত্তে আঁকে চিত্র।
নীর সন্তানরা হেসে খেলে সবে অবনীতে জমে যায়,
তারমধ্যে নীলিমা ডাকে অসীমের মাঝে আয়।
আবার তরুর গায়ে ঝুলে রয় চঞ্চল জল কণা,
শান্ত জলে লাফিয়ে তারা তোলে চক্র-ফণা।
অশান্ত কাঁপন ধীরে ধীরে প্রশান্ত হয়ে চুপ করে,
উচ্ছ্বসিত হয় আবার বারি যখন ঝরে।
স্বচ্ছ জলে তসবির সব হয়ে যায় ঘোলাময়,
জলধারা নেমে এলে প্রকৃতি স্নিগ্ধ-সতেজ হয়।
©somewhere in net ltd.