নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য...

. আমার নাইবা হলো পারে যাওয়া...

সুরঞ্জনা

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে--- তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে। কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।

সুরঞ্জনা › বিস্তারিত পোস্টঃ

দেখতে দেখতে দু বছর হয়ে গেলো...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩২





২০০৯ সালের ৮ই ফেব্রুয়ারী প্রথম এখানে লিখি। তাও ইংরেজীতে। তখনও আমি বাংলা টাইপ করতে শিখিনি। আমাকে জোর করে এই পাঠশায় ভর্তি করিয়ে দিয়েছিলো আমার আদরের নাজমুনিয়া। আর তাকে ইন্ধন জুগিয়েছিলেন প্রিয় রানা আপু। এরা দুজনেই আমার এফবি ভূবনে পরম পাওয়া। এর আগে প্রথম আলোতে রেজিষ্ট্রেশন করেছিলাম। সেই নিক দিয়েই নাজমুনিয়া সামুতে রেজিষ্ট্রেশন করে আমাকে বল্লো, এখন থেকে তুমি ডাইরি লেখার মত ওখানে লিখবে। কি করে লিখবো? সে সমস্যারও সমাধান করে দিলো। মেইলে অভ্র পাঠিয়ে দিলো। ভুল-ভাল বাংলায় কিছু পোস্ট দিয়েও ছিলাম। :P পরে অবশ্য সেসব পোস্ট ডিলিট করে দিলেও ইংরেজীতে লেখা প্রথম পোস্টটি কেনো যেন মুছতে পারিনি। :|



হাটি হাটি পা পা করে এই ব্লগে দুই বছর কেটে গেলো। যদিও এই ব্লগের পাঠক আমি ২০০৮ থেকেই প্রথম দিকে মোটেও নিয়মিত ছিলাম না। আসতাম, সবার পোস্ট পড়তাম, মাঝে মধ্যে কমেন্ট করতাম। কিন্তু নিজে কিছু লেখার তেমন চেষ্টা করতাম না। কারন আমার ঐ ভয়ংকর বাংলা পড়ে আমি নিজেই ভিমড়ি খেয়ে পড়তাম। ;) পাঠকদের জন্য মায়া হতো। তাই পোস্ট দেয়ার লোভ সম্বরন করতাম। তবুও সেই হাস্যকর পোস্টে মন্তব্য করে আমাকে বেশী উৎসাহ দিয়েছিলো “ভাঙ্গন” ও সুলতানা শিরিন সাজি। তাদের কথা আমি কোন দিনও ভুলবোনা। পরবর্তীতে যখন নিয়মিত লিখা শুরু করলাম তখনও ভাঙ্গন আমায় অনেক সাহায্য করেছে। এই লাজুক, লক্ষি ভাইটির কথা আমি ভুলি কি করে?



আগে যখন শুধু পড়তাম আর মাঝে মধ্যে মন্তব্য করতাম, তখন সহেলি, ভাঙ্গন, সাজি, অপ্সরা, দীপান্বিতা, নুশেরা, মেহবুবা, সুপ্তি, জেরী, মানবী, ইমন জুবায়ের, মাহবুবা আখতার, শ্রাবণসন্ধ্যা, সোহায়লা রিদওয়ান, মনজুরুল হক, জুলভার্ন, কালপুরুষদা, আকাশঅম্বর, আরিয়ানা, উনাদের অনেক সুন্দর সুন্দর লেখা পড়েছি। নেফারতিতিকে নিয়ে কার একটি লেখা পড়েছিলাম, খুব ভালো লেগেছিলো। নাম মনে করতে পারছিনা। এখন তাদের অনেকেই লেখেন না।

মানবী, সহেলি, নুশেরা এদের ভিষন মিস করি।



" ওগো বাঁশিওয়ালা,

বাজাও তোমার বাঁশি,

শুনি আমার নতুন নাম"......

সামু যেন সেই বাঁশিওয়ালা হয়ে বার বার সুরঞ্জনা নামটি আমার কানে বাজিয়ে গেছে। আর সেই নতুন নাম শোনার লোভেই হয়তো আগড়ম বাগড়ম কত কিছু লিখে গিয়েছি। সবাই কত উৎসাহ, কতো ভালো বলেছে। তাতে করে লেখার অনুপ্রেরনা গিয়েছিলো বেড়ে।

বার বার আমি স্মৃতিচারন করেছি, আর অবাক হয়ে দেখেছি, আমার স্মৃতি রোমন্থনের সাথে সাথে সবাই যেনো পিঁছু ফিরে সেই ফেলে আসা দিনগুলো দেখার চেষ্টা করেছেন। :)



সামুর কাছে, সামুর ব্লগারদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। নাম উল্লেখ করতে গেলে বিশাল পোস্ট হয়ে যাবে। তাই সবার উদ্দেশ্যেই বলি-- " আমি খুব খুব বেশী সাধারন আটপৌ্রে একজন মানুষ। আমি বিশ্বাষ করি, " মানুষ মানুষের জন্য"। " ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়"। আমি তাই পেয়েছি। এ সামু ব্লগের কত্ত কত্ত আপু, ভাইয়ারা আমায় তাদের ভালোবাসায় সিক্ত করেছে যা আমার জীবনের অনেক পরম পাওয়া। আমার সেই বিশ্বাষ থেকেই বলছি, " আমি ভালোবাসি এই সামু নামের বাড়িটিকে, এবাড়ির সব মানুষকে"। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, দোয়া ও ভালোবাসা।

সবাই ভালো থেকো। :)

মন্তব্য ১৩২ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

পলাশমিঞা বলেছেন: বগল বাজিয়ে বলগাইতে থাকেন।

শুভ কামনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১১

সুরঞ্জনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ পলাশ মিঞা।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

আর.এইচ.সুমন বলেছেন: শুভকামনা আপু ...... :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১২

সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ সুমন।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪১

শরীফ উদ্দিন সবুজ বলেছেন: লেখাটা পড়ে সামুতে আমারও প্রথম দিনের কথা মনে পড়লো। প্রথম আলোর ব্লগে আমিও রেজিষ্ট্রেশন করেছিলাম। কিন্তু ওদের সিষ্টেম সহজ না। সামুর সিষ্টেম সহজ। তাই এখানে লিখি। আর অন্য সবার মন্তব্য যে কতটা উৎসাহ যোগায় তা লেখক মাত্র-ই জানেন।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৪

সুরঞ্জনা বলেছেন: প্রথম আলোতে দু একটা পোস্ট বোধহয় দিয়েছিলাম। অনেক দিন না লেখায় পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম। আর যাওয়া হয়নি সেখানে।
অনেক অনেক ধন্যবাদ শরীফ উদ্দিন সবুজ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

ফাহিম আহমদ বলেছেন: শুভ কামনা আপু,,, আরো সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দিবেন সেই প্রত্যাশায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৫

সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ ফাহিম। চেষ্টা অব্যাহত থাকবে।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৪

রাষ্ট্রপ্রধান বলেছেন: শুভ কামনা :) :) :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৬

সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ রাষ্ট্রপ্রধান।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৩

বড় বিলাই বলেছেন: হ্যাপি ব্লগিং অ্যানিভারসারী আপু। !:#P !:#P !:#P !:#P !:#P

আপনার একেকটা লেখার জন্য যে কত অধীর আগ্রহে অপেক্ষা করি! :):)

নেফারতিতিকে নিয়ে সোহানা আপু একটা সুন্দর লেখা লিখেছিলেন, ঐটার কথা বলছেন নাকি?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৮

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিলাইমনি।
নানা কারনে লিখতে ইচ্ছে করেনা। :(

ঠিক বলেছ, সোহানা মাহবুবের লেখা ছিলো সেটা।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৫

বড় বিলাই বলেছেন: কিন্তু সোহানা মাহবুব আপু লেখাটা ড্রাফট করে দিয়েছিলেন পরে। :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৯

সুরঞ্জনা বলেছেন: হ্যা, লেখাটা আমি পরে আর খুজে পাইনি। :(

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২০

জুন বলেছেন: সুরন্জনা অনেক অনেক অভিনন্দন তোমার দু বছর পুর্তিতে। আরো অনেক অনেক দিন ধরে লিখে যাও এই কামনা করি।
আমি জানি অনেক প্রতিকুলতার মধ্যে আমাদের লেখা।তুমি যেমনটি বলেছো ঠিক তাই। সংসারের হাজার ঝামেলা সামলিয়ে শুধু মনের আকুলতা প্রকাশের জন্যই হয়তো লিখি। না হলে এমন কোনো বড় লিখিয়ে আমি নই।
তোমার লেখা আমার অনেক ভালো লাগে তা নতুন করে বলার কিছু নেই।
তোমার এই সুন্দর লেখার পাঠক হিসেবে থাকতে চাই, যতদিন বেচে থাকি।
ভালো থেকো সবসময়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২২

সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ জুন। তুমিও ভালো থেকো।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২২

wPinwir বলেছেন: suvokamona...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৩

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫১

কিউপিড্ বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৪

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কিউপিড।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০০

কবির চৌধুরী বলেছেন: আপনারা খুব ভাগ্যবান যারা অনেক আগে থেকে সামুতে আছেন। তখনকার পরিবেশ ভেবে কেমন যেন ঈর্ষা হয়!!

শুভকামনা রইলো আপনাকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৬

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবির চৌধুরী।
সত্যি! সামুর সেই আগের পরিবেশ খুব মিস করি।
ভালো থাকবেন।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপু:)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৩

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহী।
তোমার জন্যও শুভেচ্ছা নিরন্তর।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৭

সমুদ্র কন্যা বলেছেন: দু বছর পূর্তিতে অনেক অনেক অনেক শুভেচ্ছা আপুনি। তুমি হচ্ছো চিরসবুজ, চিরতরুণ মিষ্টি লক্ষ্মী একটা মেয়ে। তোমার মিষ্টি মিষ্টি লেখাগুলো সবসময় এইভাবেই যেন পাই।

ভাল থেকো অনেক অনেক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৬

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সমুদ্র।
তুমি তো আমার লক্ষী কইন্যা, তাই তো ভালোবাসার চক্ষে দেখো।

অনেক অনেক ভালোবাসা।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১১

সায়েম মুন বলেছেন: দু'বছর পূর্তির শুভেচ্ছা আপু!!

শুভকামনা রইল!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৭

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা মুন।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৪

কালীদাস বলেছেন: শুভকামনা রইল।
আছেন কেমন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৯

সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ কালীদাস।
বেঁচে আছি।
ভালো থেকো।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৩

বৃহস্পতি বলেছেন: অভিনন্দন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৯

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ বৃহস্পতি।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৭

জেরী বলেছেন: অভিনন্দন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২০

সুরঞ্জনা বলেছেন: অনেক্কক্কক্কক্কক্কক্কক্কক্ক ধন্যবাদ ও ভালোবাসা জেরীমনি।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক শুভকামনা আপা। সামনে এগিয়ে যান এভাবেই। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪১

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা মেঘুসোনা।

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৯

মুকুট বিহীন সম্রাট বলেছেন: আপু অভিনন্দন

হাজার বছর বেঁচে থাকো আমি সহ সবার অন্তরে:)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪২

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সম্রাট।
কেমন আছো ভাইয়া?
অনেক করে ভালো থেকো।

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৫

মহাবিশ্ব বলেছেন:

"...লিখন তোমার বিনিসুতোর শিউলিফুলের মালা,
বাণী সে তার সোনায় ছোঁওয়া অরুণ আলোয় ঢালা ..."

অশেষ শুভকামনা ও শুভেচ্ছা রইল সুরঞ্জনার বিনিসুতোয় গাঁথা শব্দের মালার জন্য।

আপনার অনুভবের প্রকাশ দীর্ঘজীবি হোক...

ভালো থাকবেন প্রতিটা মুহূর্তেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১০

সুরঞ্জনা বলেছেন: আমি যেমনটি নই মহাবিশ্ব আমায় তেমন করে দেখেছেন, কি বলে যে ধন্যবাদ জানাই!!

অনেক অনেক ভালো থাকবেন আপনিও।

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১১

শত রুপা বলেছেন:

আমি শত

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৯

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ শত রুপা।

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪২

শূণ্য উপত্যকা বলেছেন: বুড়ি ব্লগার মোবারক। :P

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২১

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শূণ্য। এই বুড়িকে যে এতোটা পছন্দ, এতোটা আপন করে নিবে তা কিন্তু ভাবিনি। :)

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৯

াঢারে ালো বলেছেন: অভিনন্দন আপু !

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২২

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৫

রেজোওয়ানা বলেছেন: অভিনন্দন আপু :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৭

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও ভালোবসা আমার জানপরিটা। :) :)

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৯

পুরাতন বলেছেন: অনেক অনেক শুভকামনা !:#P !:#P

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২২

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই পুরাতন।

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১০

চেম্বার জজ বলেছেন: আমি ভালো লিখতে পারিনা-কিন্তু আপনার মতো, আপনাদেরমতো কিছু ভালো লেখক ব্লগারের জন্যই সামু আমার প্রিয় একটি শিক্ষা এবং বিনোদনের স্থান অর্জন করেছে।আপনি আপনার লেখায় লিজস্ব একটা সৃস্টিশীল স্বকীয়তা বজায় রেখেছেন-যা আমাদেরমত তরুন ব্লগারদের জন্য বিরাট শিক্ষনীয় হয়ে থাকবে।

আল্লাহ আপনাকে শতবর্ষী হায়াতদান করুন এবং আমাদের জন্য অজস্র লেখা লিখে পাঠকদের অন্তরে সম্মানের স্থান বজায় রাখুন। আল্লাহ আপনার সহায় হবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪৮

সুরঞ্জনা বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই চেম্বার জজ, আমি গল্প, কবিতা লিখতে পারিনা। কোন দক্ষতাই আমার নেই। নিজের কথা, স্মৃতিচারন, আর মাঝে মধ্যে সমাজের কিছু অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করি আমার লেখায়।
আপনার মত অনেক ব্লগারের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার কাছে দু'একজন নিন্দুকের হার হয়েছে।
ভেবেছিলেম ব্লগে আর লিখবোনা। কিন্তু আপনাদের জন্যই আমি থাকবো। যতদিন সুস্থ্য থাকি। দোয়া করবেন। আপনাকেও অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫১

শ্যামল বাংলা বলেছেন: আপনি সামু ব্লগের অন্যতম সৃস্টিশীল লেখক। সামুতে আপনার দুই বছর পুর্তি উপলক্ষে কামনা করি-যতদিন আপনি বেঁচে থাকবেন, সামু বেঁচে থাকবে-আপনি আপনার লেখা চালিয়ে যাবেন আমাদের জন্য।

আপনি লিখেছেন-সবার উদ্দেশ্যেই বলি-- " আমি খুব খুব বেশী সাধারন আটপৌ্রে একজন মানুষ। আমি বিশ্বাস করি, " মানুষ মানুষের জন্য"। " ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়"। আমি বিশ্বাস করি অনেক বড় মনের একজন মানুষের পক্ষেই এমন সুন্দর কোটেশন জীবনবোধহতে পারে। আপনার সুন্দর মানষিকতা আর সুন্দর লেখনীর মাঝে আপনি পাঠকদের মাঝে বেঁচে থাকবেন অনাদিকাল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২২

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ ভাই শ্যামল বাংলা। আপনার মন্তব্যে আমি কিন্তু সত্যি লজ্জ্বিত বোধ করছি।
আমি সাধারন, খুব সাধারন,। এ কথা আমি বহুবার বহু লেখায় বলেছি। অনেকে হয়তো এটা আমার বিনয় ভেবেছেন। কিন্তু সত্যি আমি সাধারনের চাইতেও সাধারন। তাই আমার চাওয়া পাওয়া, ভাবনা-চিন্তাও সাধারন। সেই সাধারন মন নিয়েই আমি লেখি। না, আজ পর্যন্ত কোন সাহিত্য সৃষ্টি করতে পারিনি। আর পারবোও না। আমি বলে যাই আমার সহজ সরল ভাবনা চিন্তার কথাগুলো। আর সেগুলো পাঠক ভালোবেসে গ্রহন করেন সেটাই তো আমার বড় প্রাপ্তি।
দোয়া করবেন এমনি সাধারন ভাবেই যেন আপনাদের আপনার হয়ে থাকতে পারি।
অনেক ভালো থাকবেন।

২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪১

ক্ষুধিত পাষাণ বলেছেন: সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন এবং আরো আরো লিখবেন-সেই প্রত্যাশা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৭

সুরঞ্জনা বলেছেন: শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ ক্ষুধিত পাষান।

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:২৯

সজল শর্মা বলেছেন: দেখতে দেখতে অনেক দিন হয়ে গেছে। আসলেই!

শুভকামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩১

সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ সজল শর্মা।

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৫

জুল ভার্ন বলেছেন:
অভিনন্দন!!!

প্রথমেই সামুতে আমার অন্যতম একজন প্রিয় ব্লগারের সামুতে দুই বছর পুর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়ে নিজেকে ধন্য মনে করছি।সামুতে আপনারমত,অনেক মানুষকেই লেখক বানিয়েছে, ভালো পাঠক বানিয়েছে-সেজন্য সামুর কাছে আমি কৃতজ্ঞ। আমরা এখানে যারাই যা লিখি-তা মনের তাগিদেই লিখি। আমরা জানি-এখানে কেউ লিখে সেক্সপিয়ার, রবীন্দ্রনাথ কিম্বা নজরুল হবার বাসনা পোষন করিনা। গত দুই বছরে আপনি ৮৩ টি লেখা আমাদের সাথে শেয়ার করেছেন-যা একান্তই আপনার সৃস্টিশীলতার প্রমান।আমাদের মতো সৌখিন লেখকদের লেখা নিয়ে আলোচনা-সমালোচনা হতেই পারে। পাঠকদের সেই অধিকার আছে।কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রেই কতিপয় ব্লগার লেখক সীমাহিন রুঢ় অপসমালোচনার শিকার হয়ে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়। সমালোচিত ব্লগার জানতেও পারেননা-তার দোষটা কোথায়?পাঠক সমালোচক আমাদেরমতো আনাড়ী লেখার সুন্দর সমালোচনা করে আমাদের ভূল ত্রুটি শুধরে নিতে সহায়ক হবেন-এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আমাদের প্রত্যাশার বিপরীতটাই বেশীর ভাগ ক্ষেত্রে পরিলক্ষিত হয়।তবুও সামু এগিয়ে যাবে। অনেক ভালো লেখক পাঠকদের নিয়ে সামু স্বমহিমায় মহিমান্বিত হবে। আমরা সামুতে অনেক সুরঞ্জনার সুলেখা পড়তে চাই। বর্তমান প্রজন্মের সুরঞ্জনাদের লেখা পড়ে নতুন প্রজন্মের সুরঞ্জনারা প্রেরনা পাবে আরো ভালো কিছু সৃস্টির প্রেরনায়।

সামু আমাদের সুখ-দূঃখ, আনন্দ-বেদনা, পারস্পরিক সৌহার্দ্য কিম্বা ছোট ছোট তিক্ততা অনেক দিয়েছে।তবুও সামুকে আমরা অনেক ভালোবাসি। সব শেষে বলতে চাই-ট্রাজেডি ইজ দ্যা ফার্স হুইচ ইনভলভস আওয়ার সিম্প্যাথি। ফার্স ইজ দ্যা ট্রাজেডি হুইচ হ্যাপেনস টু আদার্স।

হেপী ব্লগিং……

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৫

সুরঞ্জনা বলেছেন: ভাইয়া, প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই সামুতে ফিরে আসার জন্য।
আপনি ঠিক বলেছেন। আমার মত অনেক ব্লগারকেই সামু পাদপ্রদিপের আলোয় এনেছে। এ জন্য অবশ্যই সামুর কাছে আমরা ঋনী।
আমি নিজেও বেশ কিছুদিন ধরে লিখতে পারছিনা। কিন্তু তারপরও সামুর মায়া ত্যাগ করে যেতে পারছিনা। রবীন্দ্রনাথ, নজরুল, সেক্সপিয়োরও সমালোচনার উর্ধে নন। আর আমরা তো সামান্য ব্লগ লেখক বা লেখিকা মাত্র। তবে ভুলগুলো ধরিয়ে দিলে উপকৃত হবো এটা সত্যি। সামুতে আমার মত সাধারন ব্লগ লেখিকা যেমন আছেন, তেমনি অনেক শক্তিশালী লেখক লেখিকাও আছেন। যাদেরকে দেশের মানুষ চেনেন, জানেন উনাদের লেখনীগুনে। সামু সত্যি এক সুন্দর প্ল্যাটফ্রম।

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৫

রোবট ভিশন বলেছেন: অভিনন্দন জানিয়ে গেলাম... ভাল থাকবেন...

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫১

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রোবট ভিশন।

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৮

জিসান শা ইকরাম বলেছেন:
দিদি,
দু'বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।

সামু আছে বলেই আপনার মত একজন দিদি পেয়েছি :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৪

সুরঞ্জনা বলেছেন: আমার পাগলা ভাইটাকে আমি কোথায় খুঁজে পেতাম সামু না হলে? :)
অনেক অনেক ধন্যবাদ জিসান।

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৫

ভাঙ্গন বলেছেন:
সময়টা পাগলা ঘোড়া,
ছুটছে তো ছুটছে।
..........
আপু,আপনার ব্লগীয় লাইফে দু'বছর ফিনিস। মনে হয় এ-ই সেদিন। আপনি হুটহাট করে আসতেন,আর টুকটাক মন্তব্য দিতেন। সম্ভবত: আমার একটা কবিতায় আপনার প্রথম মন্তব্য পাই। কবিতাটার নাম দু:খপোকা
সুরঞ্জনা বলেছেন: পড়তে পড়তে মনে হচ্ছিল, জীবনান্দ'র লেখা পড়ছি।
ভাঙ্গন, আপনি তো দারুন লিখেন!!!!!
শুভেচ্ছা।

সম্ভবত এই মন্তব্যের পরই ভাবলাম :) সুরঞ্জনা; আবার বলল-জীবনান্দ'র কথা। অদ্ভূত মিল!
মন্তব্যটা চিরদিন মনে থাকবে আপু।
প্রেরণাদায়ক মন্তব্য থেকেই আপনাকে চেনা। আর এখনো আপনার অনু্প্রেরণাদায়ক অসংখ্য মন্তব্য ঝুলে আছে আমার পোস্টে পোস্টে।
অনেক অনেক শুভ কামনা আপু।



.......
ভাইয়ারা সব সময় খবর-বার্তা নিতে না পারলেও বোনরা ভাইয়াদেরকে ভুলে যায়-ইতিহাসে এমন নজীর রেখে যায়নি কেউ:(:)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫২

সুরঞ্জনা বলেছেন: ভাঙ্গন আমার লক্ষী ভাইটি। তোমার মত ভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার! ন'মাসে,ছ'মাসে ব্লগে এসে দেখেছি তোমার বার্তা। আমি তো তোমার পঁচা আপু। তাই ঠিকমত খোঁজ-খবর নেই না। :(
অনেক অনেক ভালো থেকো ভাই আমার।

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৭

ছাইরাছ হেলাল বলেছেন:

এমন দু বছর যেন শেষ না হয় কোন কালে ,
ভাল থেকে ভাল রাখুন সব সময় সব কালে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৬

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছাইরাছ হেলাল।

৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২১

শায়মা বলেছেন: :X(

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২

সুরঞ্জনা বলেছেন: কি হলো? B:-)

৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২১

শায়মা বলেছেন: :X(:X(

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৮

সুরঞ্জনা বলেছেন: কি করলাম? B:-) B:-)

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২১

শায়মা বলেছেন: :X(:X(:X(

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৩

সুরঞ্জনা বলেছেন: হায় খোদা!!! একি দশা!!! :| :| :|

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২২

শায়মা বলেছেন: :X(:X(:X(:X(

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৫

সুরঞ্জনা বলেছেন: কে মেরেছে? কে বকেছে? কে দিয়েছে গাল?
তাইতো মনির গালদুটো আজ রাগে হলো লাল!!! :P

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৪

শায়মা বলেছেন: :X(:X(:X(:X(:X(

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৯

সুরঞ্জনা বলেছেন: আর রাগ নয় আমার লক্ষী আপুটা। এখন বলো তো আমি কি করেছি?
বুড়ি হয়েছি তো, অনেক কিছু ভুলে যাই। :-<

৪০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

মেহবুবা বলেছেন: দুই বছর কিছু নয় এমন তোমার মত একজনের উপস্থিতির জন্য ।
আরো অনেক বছর সবার মধ্যে থেকো সেই কামনা করি । নিজের জীবনেও সুখী থেকো বরাবর ।
তোমাকে ব্লগে সবাই এত ভালবাসে দেখে ঈর্ষাকাতর হতে কোন অবকাশ পাই না , নিজেও যে তাদের দলে আছি ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৫

সুরঞ্জনা বলেছেন: তোমায় যখন দেখি তখন আমি কতটুকু খুশী হই তাকি তুমি জানো মেহবুবা?
একদিন ঠিক হাজির হবো তোমার সামনে। :) ঈর্ষা? আর তুমি??? B:-) তুমি নিজে যে কত্তো ভালো তা তুমি জাননা।
জানবাচ্চারা কেমন আছে? সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থেকো।

৪১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৩

অনন্ত দিগন্ত বলেছেন: বর্ষপূর্তির খানাদানা নাই আপি ?

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৮

সুরঞ্জনা বলেছেন: কোনমতে তোমাদের শুভেচ্ছা জানানোর সুযোগে নিজেও শুভেচ্ছা কুড়িয়ে নিচ্ছি।
খানাদানা??? ঐ খানাদানা নিয়েই চোখে সর্ষে ফুল দেখছি।
সে কাহিনী অচিরেই দেখিবে। :)

৪২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৬

নীল-দর্পণ বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন !:#P !:#P !:#P

প্রায় প্রতিদিন এসে ঘুরে যাই আপনার বাড়ী থেকে নতুন পোষ্টের আশায় যেদিন না আসি সেদিন ই দেখি পোষ্ট দিয়ে ফেলেছেন!

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৮

সুরঞ্জনা বলেছেন: হা হা হা। তাই বুঝি? অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা নীলু।

৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২০

কায়কোবাদ বলেছেন: দ্বি বর্ষপূর্তির শুভেচ্ছা :)

দু হাত খুলে লিখে যান।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৫

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কায়কোবাদ।

৪৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৮

সহেলী বলেছেন: সুরঞ্জনা তোমার আসল কি নকল নাম হোক তোমার জন্যে এ নাম ।

"কুষ্টিয়া আমার ভালবাসার শহর " ১ম আর ২য় পর্ব নিয়ে তুমি চিরকাল আমার মনের মধ্যে থাকবে !

শুভেচ্ছায় থোকো ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৪

সুরঞ্জনা বলেছেন: তোমায় দেখে খুব খুশী হলাম সহেলি। তোমার লেখার জন্য সুরঞ্জনা অধীর হয়ে অপেক্ষা করে। তুমি যে তার কতিপয় খুব প্রিয় ব্লগারদের মাঝে অন্যতম তাকি তুমি জানো?

অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।

৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১১

শায়মা বলেছেন: :X(

:X(


:X(


তোমার সাথে আড়ি। :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮

সুরঞ্জনা বলেছেন: :|
:||
:(
:(( :(( :((


৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৮

সত্যবাদী মনোবট বলেছেন: :)

:)

মিষ্টি কই.....


আমার উপর অনেক রাগ তাই না.........

কত যুগ মনে হয় যেনো আমার ঘরে তোমায় দেখি না

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৬

সুরঞ্জনা বলেছেন: রাগ কেনো হবো মনোবট? তোমার ঘরে ঘুরে এসেছি তো।

অনেক অনেক ভালো থেকো।

৪৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৮

ইসরা০০৭ বলেছেন: শুভ কামনা আপুনি,,, আরো সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দিবেন সেই প্রত্যাশায়..............


কেমন আছেন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪০

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইসরা।
ভালো আছি। তুমিও অনেক ভালো থেকো।

৪৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৩

নাআমি বলেছেন: শুভেচ্ছা অনেক অনেক.....।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৫

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাআমি।

৪৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপু,
কিছু কিছু মানুষ থাকে ,তারা যেখানে যায় ,আলো হয়ে যায়।
তুমিও তেমন একজন।
তোমার কাছে বারবার আসি........যখন তখন।
মনে হয় যদি ছুঁয়ে দাও আর আলো হই তাই।

ভালো থেকো কাছের মানুষদের নিয়ে।
সামহোয়ারইন পরিবারের সবাই যেনো সুখে দুখে মনের কাছাকাছি থাকি।
ভালোবাসা নিও।
বছর পূর্তির অভিনন্দন আপুটা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩০

সুরঞ্জনা বলেছেন: সাজি আমার সাজি!!!
তোমার কথাগুলো যেন শুভ্র শিউলির মতো।
আমি কুড়িয়ে কোচড়ে তুলে নি, ঠিক যেমনটি নিতেম ছেলেবেলায়।
তুমি শুভ্র সুন্দর আলোকিত মনের অধিকারী। তাই তো সবাইকে এতো ভালো দেখো।

অনেক অনেক ভালোবাসা গো সাজিমনি। শুভেচ্ছা ও দোয়া নিরন্তর।

৫০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩৯

সারথী মন বলেছেন: আমি মুলতই একজন পাঠক। আমার অন্যতম প্রিয় ব্লগারের বুবু আপনি-তা সেই প্রিয় ব্লগারের [পোস্টে আপনার মন্তব্যে জানলাম। আজ থেকে আপনিও আমার বুবু।

সুন্দর মন্তব্য করতে পারিনা-কিন্তু ভাল মন্দ বুঝি। তাই শুধু "ভালোলাগল" বাটন টিপে ২১ তম ভাললাগা জানাচ্ছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

সুরঞ্জনা বলেছেন: ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ সারথী মন।
আপনার বুবু হতে পেরে আমিও অনেক খুশী হলাম।
ভালো থাকবেন। শুভ কামনা।

৫১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৮

বোহেমেনিয়াম বলেছেন: সালাম আপু। দুই বছর পুর্তিতে অভিনন্দন।

বজ্জাত ব্লগারদের গালাগালির প্রতিবাদ গালাগালিদিয়েই করেছিলাম-যার শাস্তি এখনো পাচ্ছি-কিন্তু যারা আমাকে গালাগাল করতে বাধ্য করেছিল সেই সব "রাজ" "ম্যান" যথারিতী আছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ বোহেমেনিয়াম। একদিন নিশ্চয় ব্লগে সুন্দর পরিবেশ ফিরে আসবে। আমরা আশাবাদী।
ভালো থাকবেন।

৫২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৬

সত্যবাদী মনোবট বলেছেন:
তুমি কোথায়
বসন্ত ডাকছে তোমায়

চলে এসো বসন্তের হাত ধরে
এই ঠিকানায়.......আহা!!! আজি এ বসন্তে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

সুরঞ্জনা বলেছেন: এতো মিষ্টি মিষ্টি পরী যদি বসন্তের ডাক দেয়, না গিয়ে কি পারা যায়?
তোমার মন্তব্য দেখার আগেই বসন্তকে ছুয়ে এসেছি। :)

৫৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

শোশমিতা বলেছেন: দু বছর পূর্তিতে অনেক অনেক অনেক শুভেচ্ছা আপু :)
ব্লগ যদি না থাকতো তাহলে আপুর লিখা পড়া হতোনা
ব্লগ আছে বলেই তো তোমাকে পেয়েছি আপু তাই ধন্যবাদ জানাই সামহোয়ার ব্লগ কে ।

ভালো থাকা হোক সবসময়, শুভকামনা :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১১

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজকুমার বেন টেন এর মা। :)

সত্যি সামহোয়ার ব্লগের কাছে আমি কৃতজ্ঞ। তার কল্যানেই তোমাদের মতো এতো মিষ্টি মিষ্টি আপু আর ভাইগুলোকে পেয়েছি।

অনেক ভালো থেকো শোশমিতা।

৫৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৫

রনি আহমদ বলেছেন: অভিনন্দন আপু :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৬

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রনি। :)

৫৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৭

লেডি বার্ড বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন আপনাকে। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২০

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেডি বার্ড। :)

৫৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২১

রাত্রি২০১০ বলেছেন:
অনেক অনেক অভিনন্দন! তুমি দারুন লেখ। অনেক শান্তি লাগে কেন যেন তোমার ঘরে এলে।

এক দিন তোমার সাথে দেখা হয়ে যাবে না? দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে ---

ভাল থেক। আমি কুম্ভরাশির বলে দাদার সাথেও আমার বনবে ভাল মনে হচ্ছে!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৫

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রাত্রিসোনা।

"তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা"...।

হয়তো একদিন দেখা হবে।

দাদার সাথে সবার মিলে, আমিই শুধু মন্দ,
অকারনে খিটিমিটি, অকারনে দন্দ... :P

৫৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩০

দীপান্বিতা বলেছেন: অভিনন্দন...অভিনন্দন!!:#P ....দেখতে দেখতে দু’বছর হয়ে গেল! :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২৯

সুরঞ্জনা বলেছেন: হ্যা, দীপামনি, দেখতে দেখতে দু'বছর হয়ে গেলো। :)
অনেক অনেক ধন্যবাদ তোমায়। অনেক ভালো থেকো।

৫৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২২

মহাপুরুষ অয়ন বলেছেন: ছিলেন, আছেন, থাকবেন আমাদের সাথে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩২

সুরঞ্জনা বলেছেন: অনুপ্রেরনার জন্য অনেক অনেক ধন্যবাদ মহাপুররুষ অয়ন।
আপনার নামটি মহাপুরুষ না হয়ে মহাপুররুষ কেনো?
জাষ্ট কৌতুহল। :)

৫৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৩

নাআমি বলেছেন: মিষ্টি নাতনী দুজন কেমন আছে? অনেক শুভেচ্ছা ওদের জন্য.....।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৪

সুরঞ্জনা বলেছেন: ওরা ভালো আছে। আলহামদুলিল্লাহ!

তোমার আম্মুর বইএর নামগুলি কি দেয়া যাবে নাআমি?
যদি কোন অসুবিধা না থাকে।

৬০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৪

করবি বলেছেন: অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপু:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৭

সুরঞ্জনা বলেছেন: তোমাকেও শুভেচ্ছা ও ভালোবাসা করবিসোনা।

৬১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৭

কি নাম দিব বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা :)

ভালো থাকবেন আপু :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৫

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ কিনাদি।
তুমিও অনেক ভালো থেকো।

৬২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৬

নীরব 009 বলেছেন: দুই বছর?অনেক সময়।

শুভ কামনা রইল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২০

সুরঞ্জনা বলেছেন: আসলেই অনেক সময়। ভাবতেই অবাক লাগে।
অনেক অনেক ধন্যবাদ নীরব। ভালো থাকবেন।

৬৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

জসিম বলেছেন: দিদি আছেন কেমন.

আপনার জন্য দু'বছরের ব্লগিংয়ের অভিনন্দন.

দিনগুলো কেটে যাবে এমনি করে. কখন যে তৃতীয় বর্ষ কড়া নাড়বে বুঝতেই পারবে ন না .

ভাল থাকুন. ভাল কাটুক এই বসন্ত ও সামনের দিন.

২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৫

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জসিম।

ভালো মন্দ মিলিয়ে আছি।

তুমিও অনেক ভালো থেকো।

৬৪| ০৮ ই মার্চ, ২০১১ সকাল ১১:০৮

কাব্য বলেছেন:

১৩ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০০

সুরঞ্জনা বলেছেন: হা হা হা। কি নৃত্য!!! =p~

৬৫| ১৩ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

বৃষ্টিধারা বলেছেন: শুভ কামনা আপু ....

১৩ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০১

সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ বৃষ্টিধারা।

তোমার জুড়িদার বৃষ্টি ভেজা সকালের কি হলো? ব্লগ ছেড়ে দেবার হুমকি কেনো? :P

৬৬| ১৮ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১৩

শেখ আমিনুল ইসলাম বলেছেন: বিলম্বিত অভিনন্দন আপা :)

৬৭| ১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৭

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ আমিনুল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.