| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেজাজ টা পুরো ই খিটখিটে করে দিল আমার কম্পেনি টা... ভেবে ছিলাম ৩ মাসের জন্য দেশে বেড়াতে যাব, সাথে কেউ যদি আমার সাথে পথ চলতে চায় তবে তাকে ও সঙ্গে নিয়ে নিব
কিন্তু এই মরার কম্পেনি কোন ভাবেই আমাকে ১ মাস এর বেশি ছাড়তে চাইছে না...... মাজাজ টা পুরো ই খিটখিটে করে দিল........
হালায় রা পুরো ই তারছিরা...... আর আমি ও যে কোন লেভেল এর ইন্জিনিয়র আমি নিজেই বুজিনা, আমাকে ছাড়া নাকি তাদের চলবে না.........
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৪
রায়হান চৌঃ বলেছেন: আপনার সাথে আমি ও এক মত, তবে কিছু টা কম হয়ে গেল.. শুধু বালি না কাদা ও মাখামাখি হয়ে আছে........
২|
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮
হাসিব০৭ বলেছেন: ভালইতো নিজের ঢোল নিজেই পিটাইতেছেন
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮
রায়হান চৌঃ বলেছেন: হাসিব ভাই.. আপনি ই বলুন নিজের ঢোল নিজে না পিটাইলে আর কে পিটাইবে, আর কার ই বা ঠেকা পড়েছে আন্যের ঢোল পিটানোর জন্য...
ভালো থাকবেন....
৩|
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৮
ভিটামিন সি বলেছেন: আমিও যাইতে চাইতেছি কিন্তু আমার ও তো আপনার মতো অবস্থা। মে মাসে কন্টাক্ট শেষ। চিন্তা করতেছি আর কন্টাক্ট না করে একেবারে চলে যাবো দেশে, বউয়ের কাছে।
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২১
রায়হান চৌঃ বলেছেন: আপনি কোথায় জব করেন..?
আর দেশে গিয়ে ই বা কি করবেন..? ফ্যমেলি নি আসেন.... এখানে ৫ বছরে যে টাকা জমাতে পারবেন, সেই টাকা দেশে ২০ ও আয় করা সম্ভব না........
ভালো থাকবেন ![]()
৪|
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৩
সোহানী বলেছেন: চিন্তা যখন করছে যাওয়ার..... আল্লাহর নাম নিয়া গামছায় চিড়া মুড়ি বাইন্ধা হাটা দেন... এইসব মরার চাকরীর চিন্তা করলে কিছুই করতে পারবেন না..............
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৭
রায়হান চৌঃ বলেছেন: ভাই এ বার পরিবার নিয়ে ই আসার কথা ভাবছি.... গামছায় চিড়া মুড়ি আর কত ? দেশে থেকে আর কত ই বা মিথ্যে বলা যে "ভালো আছি"
৫|
১৪ ই মে, ২০১৪ রাত ১২:৫১
এহসান সাবির বলেছেন: দেশে কি আসছিলেন ভাইয়া?
১৪ ই মে, ২০১৪ সকাল ১০:১৬
রায়হান চৌঃ বলেছেন: জী ভাই খুব ই ছোট্ট একটা সময় দেশে ছিলাম.... এখনো তার রেষ কাটেনি... বুকের মধ্যে এখনো চিন চিন করে ব্যথা করছে....... ভালো থাকবেন....
৬|
২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: আপনি যদি একজন মেয়েকে বিয়ে করেন, সে রাত-দিন আপনার সাথে যুদ্ধ করবে কিন্তু যদি দুইজন মেয়েকে বিয়ে করেন, তাহলে আপনার জন্য তারা রাতদিন যুদ্ধ করবে!!!
২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫০
রায়হান চৌঃ বলেছেন: সুরভী আপায় জানেন ? তবে আজকে আপনার খবর আছে ![]()
ধন্যবাদ নূর সাহেব, তবে খুশি হতে পারছিনা এই জন্য যে, আপনি একজন নিয়মিত পাঠকের প্রপাইলে গুর গুর করে সময় নষ্ট করছেন বলে ![]()
সত্যি বলছি, আমি একজন নিয়মিত পাঠক, লোখক হওয়ার মত কোন রকম যোগ্যতা আমি রাখি না ...... ভলো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬
বিষন্ন পথিক বলেছেন: মরুর দ্যাশে থাহেন তো, আপনার মাথায় বালি, কম্পানীর মাথায়ও বালি ভর্তি