নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান চৌঃ

ইতিবাচক ভাবনায় বিশ্বাসী,মিথ্যাকে, প্রচন্ড ঘৃনা করি, Network Support (IT Department)Aramco Gulf OperationsAl KhafjiSaudi Arabia

রায়হান চৌঃ › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার রা মনে হয় আজকাল ডাক্তারী ফি ছাড়া পরামর্শ দিতে রাজি নন, তাই অভিজ্ঞ দের পরামর্শ চাচ্ছি :)

৩১ শে মে, ২০১৫ বিকাল ৪:১০

অভিজ্ঞ দের পরামর্শ চাচ্ছি :)
আমার একমাত্র মেয়ে, বয়স ৫ মাস চলছে, এই তো আর কিছু দিন গেলেই তাকে নতুন খাবার দিতে হবে... সত্যি আমি খুব চিন্তিত কি খেতে দিব :(, আমি চাচ্ছি না বাজারের বিভিন্ন কম্পানির বাজার জাত কৃত খাবার দিতে... তাই অভিজ্ঞ দের কাছে আমার জানতে চাওয়া..... আমি চাচ্ছি তার জন্য নিজেরা একটা খাবার মানু তৈরি করে দিতে, আমি যদি আমার নিচের মেনু টা পরিমান মতো এবং সে যদি খেতে চায় তা হলে ফলাফল কি হতে পারে জানাবেন প্লিজ

১) আতপ চালের গুড়া
২) জবের গুড়া
৩) ভুট্টার গুড়া
৪) বিভিন্ন প্রকার বাদাম এর গুড়া
৫) কিছু কিসমিস
৬) চিনি

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ বিকাল ৪:৪১

গরল বলেছেন: আমি আমার মেয়েকে মশুর ডাল, গুড়া মাছ, মাছের ডিম, ব্লাক বীন (রাজমা), পালং শাক, যে কোন দুই তিনটা সবজী এর সাথে ডিম ও কলীজা দিয়ে খিচুরী খাওয়াতাম। শক্তি প্লাস দই ও কলা দিয়ে ব্লেন্ড করে সকালে দেওয়া হত। এছাড়া মিস্টি আলু, কাঠ বাদাম, গাজর ও দিম দিয়ে বেশি করে দুধ দিয়ে হালুয়া দেওয়া হত এক বেলা। কমলা খাওয়াতে ভয় লাগত তাই খিচুড়ীতে লেবু দিয়ে খাওয়াতাম।

২| ৩১ শে মে, ২০১৫ বিকাল ৪:৪২

গরল বলেছেন: ওহ চিনির বদলে মধু ও খেজুড়ের ঝোলা গুড় খাওয়ানো হত, এখন হয়।

৩১ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৩

রায়হান চৌঃ বলেছেন: ধন্যবাদ ভাই........
এ খাবার গুলো কি আপনি ৬ মাস বয়স থেকেই দিয়ে ছিলেন ?

৩| ০১ লা জুন, ২০১৫ সকাল ৯:৪৯

গরল বলেছেন: হ্যা ছয় মাস এর আগে থেকেই দেওয়া শুরু করেছিলাম।

০২ রা জুন, ২০১৫ দুপুর ১:০১

রায়হান চৌঃ বলেছেন: ধন্যবাদ ভাই.... আপনার দেয়া মেনু টা ভালো লেগেছে...... দোয়া করবেন আমার চন্দ্রা জন্য... ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.