নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান চৌঃ

ইতিবাচক ভাবনায় বিশ্বাসী,মিথ্যাকে, প্রচন্ড ঘৃনা করি, Network Support (IT Department)Aramco Gulf OperationsAl KhafjiSaudi Arabia

রায়হান চৌঃ › বিস্তারিত পোস্টঃ

সত্যি কি আমরা বাংলাদেশী

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

গত ৪ বছর অয়েল ফিল্ড ইন্জিনিয়ারিং কম্পেনির সাথে কাজ করতে গিয়ে যে টুকু দেখলাম, সত্যি অবাক হওয়ার মতো বিষয়, আমি আপনি কখনো চিন্তা ও করতে পারবেন না কি করে সম্বব। বিষটা হলো মাটির নিচে ড্রিলিং করতে গিয়ে মোটা মোটা পাইপ গুলোকে নিজেদের ইচ্ছা মতো ডানে বামে মুভ করানো।
বিষয় টা আমাদের পেট্রোলিয়াম ইন্জিনিয়র যারা আছেন তারা ও এই ব্যপার টা খুব ভালো করে জানেন যে ড্রিলিং করার সময় মাটির নিচে আধুনিক প্রযুক্তি নির্ভর কম্পেনি গুলো কি করতে পারেন।
কিন্তু বিষটা মুলত তা না, বিষয় টা হলো আমাদের পেট্রোলিয়াম ইন্জিনিয়র যারা আছেন তারা কি করে ভারত কে আমাদের অয়েল / গ্যস ফিল্ডে ড্রিলিং করার জন্য সাপোর্ট করে ? তা ও আবার ভারত থেকে কঠিন সর্তে ৩০০ কোটি ডলার ঋণ নিয়ে...... সত্যি আমি খুব বেশি অবাক হই এই বিষয় টা নিয়ে, কি করে আমরা নিজেদের পায়ে নিজেরা ই কুড়াল মারি। সত্যি কি আমরা বাংলাদেশ হতে পারিনি ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

বিজন রয় বলেছেন: কেন নয়? অবশ্যই বাংলাদেশী।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

রায়হান চৌঃ বলেছেন: বাংলাদেশী হতে পারলে খুব খুশি হতাম :) কিন্তু সমস্যা হচ্ছে চিত্তে আমার দালালী আর দালালের বাস !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.