নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান চৌঃ

ইতিবাচক ভাবনায় বিশ্বাসী,মিথ্যাকে, প্রচন্ড ঘৃনা করি, Network Support (IT Department)Aramco Gulf OperationsAl KhafjiSaudi Arabia

রায়হান চৌঃ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা যখন বদ্ব উন্মাদের

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

ক্লাস ৬ এ এডমিশন ফি ২৬৮০০ টাকা হওয়া টা ই স্বাভাবিক তাও মনিপুর হাই স্কুলের মত জায়গায়,
আমি সত্যি আশ্চার্য হইনি, কারণ আমি জানি ক্ষমতা উন্মাদ দের কবজায়।

আশ্চার্য হই কখন জানেন ?
গত ক দিন আগে এক ভাই বলছেন তার ভাই এর চাকুরির জন্য আট লক্ষ টাকা ডোনেশন দিয়েছে, কি চাকুরি জানেন ? ডিগ্রী পাস একটা ছেলে প্রাইমারী স্কুলের দপ্টরি পদের জন্য আট লক্ষ টাকা গুষ..... আর হবেই বা না কেন আমরা যে দেশ প্রেমী……..।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: হা হা হা ..... কি সুন্দর অামাদের দেশ!!!!!

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

রায়হান চৌঃ বলেছেন: আসলেই আমার দেশ টা অনেক সুন্দর

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ডিগ্রী পাস কি আসলেই করছে? সে ছাগল না হলে ৮ লাখ টাকা ডোনেশন দিয়ে জীবনেও এ চাকুরী করতোনা।

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

রায়হান চৌঃ বলেছেন: ১৭ কোটি ছাগলের দেশে একজন ছাগল না থাকে কি করে বলুন :(

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: না না আপনি মিথ্যা বলছেন। দেশ উন্নয়নের মহাসড়কে।

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

রায়হান চৌঃ বলেছেন: মিথ্যে বলাটাই স্বাভাবিক......... দেশ যে উন্নয়নের মহা সড়কে !! কিন্তু আমি ভাবছি উন্নয়ন টা কি মাথায় না কি পাছায় ? বলে দিবেন কি ?

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিশ্বাস হচ্ছে না!
৮ লাখ টাকায় দপ্তরির চাকুরী !!
গাজা খেয়েছেন নাকি দাদা?

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

রায়হান চৌঃ বলেছেন: আমি ও আপনার মতো ই বলে ছিলাম :) তবে মনে হয়নি ঐ মানুষ টা মিথ্যা বলছে :)
আর আপনার জন্য....., গাঁজা ন্যাচারাল/পুরোতন জিনিষ , বলতে পারেন এখন ফ্লাক্কার যুগ..... চিন্তা করবেন বদি সাহেব আছে না, সময় মতো সরবরাহ পেয়ে যাবেন :)

৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

জাহিদ হাসান মিঠু বলেছেন:


আট লক্ষ টাকা ডোনেশন দিয়ে বিএ পাশ করা একজন মানুষ দপ্তরির চাকরি নিয়েছেন। উনিযে কোন ঘণ্টা বাজাবেন সেটা দেখার অপেক্ষা আছি।

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

রায়হান চৌঃ বলেছেন: আসলেই ঐ গাধা টা কে আমার ও দেখতে ইচ্ছে হয়......... না জানি আরো কত গাধা আসে পাশে ঘুর ঘুর করছে

৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: উন্নয়ন কোথায় তা আমি জানি না।
কিন্তু তারা তো বলে দেশ উন্নয়নের মহাসড়কে।

চাল ৭০ টাকা কেজি, পেঁয়াজ ১৩০ টাকা কেজি। বাসে উঠি দৌড়ে দৌড়ে---

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫

রায়হান চৌঃ বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমি ১৯৯০ তে ক্লাস ৮ এ এডমিশন ফি দিয়েছিলাম সর্বমোট ৩৬ টাকা প্রতি মাসে বেতন দিয়েছিলাম ৬ টাকা ৫০ পয়সা। কিন্তু আজকে ক্লাস ৬ এ এডমিসন ফি ২৬৮০০ টাকা চিন্তা করতে পারেন আমাদের দেশ কত টা উন্নতি করেছে। কতটা ভেরিফাই করছে..... আশ্চার্য না হয়ে পারি না।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সাইন বোর্ড বলেছেন: এসব ব্যবসার স্থায়ীকাল কম, তাই যত বেশী ইনকাম করা যায় তত লাভ ।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

রায়হান চৌঃ বলেছেন: :(

৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

ঢাকার লোক বলেছেন: Who were those criminals that received the shares of this huge amount from a poor guy for such a petty job! They need to be exposed & punished!!

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

রায়হান চৌঃ বলেছেন: If you said who are the Criminal..... Then I will say Me, You, He, Him, Them, Those and if ask who Justice about the criminal then I will say Me, You, He, Him Them and Those

৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকে বাংলাদেশে ফ্রি হওয়ার দরকার ছিলো।

১০| ২৬ শে মে, ২০১৯ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই সময়ে এসব না বললেই কি চলত না !

১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪২

রায়হান চৌঃ বলেছেন: সত্যি কি তাই ? গিয়াস ভাই........ তবে কি উন্নয়ন সামনে না হয়ে পশ্চাতে হচ্ছে ?
তই যদি হয়ে থাকে তবে দুনিয়ার সব লজ্যা ঐ পশ্চাতে ই.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.