![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তান সরকারের চামচা জামায়তে ইসলামির ছাত্র সংঘটন হচ্ছে ছাত্র শিবির। বাংলাদেশে এরা রগ-কর্তনকারী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করে আছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই জামায়াতে ইসলাম ছিল পাকিস্তানের সাচ্ছা গোলাম, যা আমাদের নিকট রাজাকার বলেই পরিচিত। সামরিক শাসনের হাত ধরে এরা আবার পাগলা কুকুরের ন্যায় জেগে উঠে। বিএনপি সরকারের মদদে স্বাধীনতা বিরোধী এই অপশক্তি বাংলাদেশে তাদের নিকৃষ্ট জাল বিছাতে শুরু করে। তবে এবার রূপ ন্যায় মানুষের সাহায্যকারী হিসেবে। তাদের এই মুখোশ বেশিদিন টিকে থাকেনি। তারা নেমে পড়ে মানুষের রক্তপানে। সেই সময়কার ছাত্রলীগ সদস্যদের সাথে যেকোন সময় তাদের সংঘর্ষ লেগে যেত। তখন শিবিরের নেতা ও সদস্যরা মিলে ছাত্রলীগের সদস্যদের হাত ও পায়ের রগ কেটে দিত। যে ভয়ঙ্কর কথা শুনার সাথে সাথে লোম দাঁড়িয়ে যায় সেই কাজগুলো ছাত্রশিবির নিশ্চিন্তে করে যেত। তৎকালীন সময়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। সাধারণ ছাত্ররাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। এমনকি শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেও লজ্জাবোধ জাগতো না এই শিক্ষিত বেজন্মাদের।
শেখ হাসিনার সরকার আসার পর তারা আত্মগোপন করে। বিড়ালের হাত থেকে বাঁচতে ইঁদুর যেমন আত্মগোপন করে ঠিক তেমনই। কিন্তু ইদানীংকালে তাদের কিছু অপকর্ম চোখে পড়ার মত। বিগত দিনে ব্লগার হত্যাসহ আরো অনেক কুকর্মে এরা জড়িয়ে আছে। কিন্তু আমাদের সরকার এদের বিরুদ্ধে তেমন কোন গ্রহণযোগ্য পদক্ষেপ নিচ্ছে না। যার দরুন, এখন ওরা গোপণে পেছন থেকে আমাদেরকে আক্রমণ করে যাচ্ছে। বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত এ সংঘটন পুরোপুরিভাবে মুছে ফেলা হবে না ততদিন এই রকম গোপনহত্যা ও গোপন আক্রমণ হতেই থাকবে।
যদি এই অকর্মারা ইসলামের নামে মানব হত্যাকে পুণ্যের কাজ বলতে চায়, তবে নির্ঘাত তা ধর্ম নয় কিংবা এই মুর্খের দল ধর্মই বুঝতে পারেনি।
জাফর ইকবাল স্যার এখন শঙ্কামুক্ত
(ছবিগুলো ইন্টারনেটের টিউবওয়েল থেকে...)
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:২০
সৈয়দ ইসলাম বলেছেন: ঐ বিষয়ে ঐ ভিডিওটি যথেষ্ট ছিল। তাই বলে বাশেরকেল্লার সাথে আপনার নানাবাড়ির কুটুম্ব্র কোন যোগাযোগ নেই; নানা বাড়ির কুটুম্বদের সাথে বেশি বেশি যোগাযোগ রাখুন, বুঝতে পারবেন।
বুঝাগেল, নানা বাড়ির কুটুম্বেরর খবরাখবর রাখেন।
ভাল লাগল। শুভকামনা ও নির্মল দু'আ থাকলো।
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ ইসলাম ,
আপনার কি মনে হয়, আমরা ধর্মকে ধারণ করি ?????
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫
সৈয়দ ইসলাম বলেছেন:
মনে হয় না ভাই।
কিভাবে মনে হবে বলুন, ধর্মাশ্রম থেকে নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাস্ট্র পর্যন্ত প্রত্যেক জায়গায় যে মানুষগুলো ধর্মের নামে শ্লোগান দেয় তারাই ধর্মের বিধিবিধান অমান্য করে। কিন্তু নিজেদের বেলায় খুব সুকৌশলেই তারা অবৈধকে বৈধ করে নেই।
ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩
রাফা বলেছেন: যেহেতু তারা কলমের জবাব চাপাতি দিয়ে দেয় তাই তারা ধার্মিক।আমি আপনি তাদের দৃষ্টিতে নাস্তিক তাই`তো তারা ধার্মিক।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫
সৈয়দ ইসলাম বলেছেন:
তারা যে গ্রন্থ থেকে কলমের পরিবর্তে চাপাতি ব্যবহারের অনুমতি অর্জন করেছে তা কখনো ধর্ম গ্রন্থ নয়। তা স্পষ্ট তাদের বানানো মানব ধ্বংসী গ্রন্থ। যা কিছুকাল পরই তাদের নিযেদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু তারা বুঝতেই পারবে না।
ধন্যবাদ মন্তব্য প্রকাশের জন্য।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪
তারেক_মাহমুদ বলেছেন: Click This Link পাকি প্রজন্ম কি বলে দেখেন।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০
সৈয়দ ইসলাম বলেছেন:
ফেসবোক ব্যবহার ছেড়ে দিয়েছি এইসব খারাপ মানুষদের থেকে মুক্তির আশায়।
ধন্যবাদ আপনাকে হে তারেক ভাই; তথ্যসমৃদ্ধ মন্তব্যের জন্য।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: তা অবশ্য জানি। সৈয়দ মনজুরুল ইসলাম স্যারের সাথে আমার একবার দেখা হয়েছিলো।
আর, ডঃ সৈয়দ কামরুল ইসলাম সম্পর্কে আমার ব্যাপক আগ্রহ।
ভালো থাকুন নিরন্তর।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪
সৈয়দ ইসলাম বলেছেন:
দয়াল আপনাকে, আমাকে, আমাদের সবাইকে স্বাধীনতা বিরোধী অপশক্তির থেকে দূরে রাখুন।
আপনিও ভাল থাকুন অফুরান।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০
কাল্পনিক_পৃথিবী বলেছেন: এদের কোন ধর্ম নেই।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৭
সৈয়দ ইসলাম বলেছেন:
সেটাই,
এদের কোন ধর্ম নেই। কারণ কোন ধর্মই মানব হত্যা নির্যাতনের পক্ষে না।
ধন্যবাদ।
সংক্ষিপ্ত আকারে এতো গুরুত্বপূর্ণ মন্তব্য করায় নিরন্তর শুভেচ্ছা জানবেন।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: শিবির এতো কাছা কাম করার কথা না। তারা প্লানিংএর দেখলে শয়তায়ও ভয় পায়। দেশে কাঠমোল্লাদের অভাব নাই।
সঠিক তদন্ত হওয়া দরকার।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৪২
সৈয়দ ইসলাম বলেছেন:
এখন আর শিবিরের সময় নেই, তাই শিবিরের প্লান মাঠে মারা যাওয়া কোন ব্যাপার না। যদিও এখনো প্লাবনকারী মরতে মরতে বেঁচে আছে।
আপনার মন্তব্যে মনে হচ্ছে আপনি এই কুকর্মাদের শয়তানি চাল সম্পর্কে আপনি যথেষ্ট অবগত আছেন। হ্যা, কাঠমোল্লাদের অভাব নেই ঠিক, তবে তাকে দেখে ওদের দলের মনে হয়নি।
এতো সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুভকামনা।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আমারও একই প্রশ্ন
আপনারতো দেখছি আমার নামে খুব আগ্রহ
খুশি হইলুম
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩
সৈয়দ ইসলাম বলেছেন: আগ্রহের সারিতে আরো অনেক নাম যুক্ত হচ্ছে, (নিচে দেখুন
মন্তব্যে খুশি হলাম। ভালবাসা থাকলো আপনার জন্য।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৭
চাঁদগাঝী বলেছেন: সবার একই প্রশ্ন
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৫৮
সৈয়দ ইসলাম বলেছেন:
এমন মিল রেখে আপনাদের উপস্থিতি আমাকে কিসের যেন সন্ধান দেয়।
তবে মজা পেলুম
ভাল থাকুন সবসময়।
শিবিরের মত অপশক্তিগুলো একদিন নিশ্চিহ্ন হবে নিশ্চিত।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:০২
কাউয়ার জাত বলেছেন: স্বাধীন বাংলাদেশে শিবির, ছাত্রলীগ, ছাত্রদল কেউ কারো চেয়ে কম যায় না। আমি শিবিরের সমর্থন করিনা। কিন্তু আপনার আপনার লেখাটা একপেশে হয়ে গেল দেখে বললাম। নিরীহ জনগণের নিকট শিবিরের চেয়েও বড় আতঙ্কের নাম ছাত্রলীগ। বিশ্বাস না হলে যাচাই করে দেখুন। কাদের গুলিতে মায়ের পেটের শিশু গুলিবিদ্ধ হয়েছিল কিছুদিন আগে মনে আছে?
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:১২
সৈয়দ ইসলাম বলেছেন:
নির্ঘাত একটি সত্য কথা বলেছেন। সামনে এই অপকর্মকারীদের নিয়ে লেখার ইচ্ছা আছে; যদিও কোন লেখক নই।
বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এতই খারাপ যে, কোন দল ক্ষমতায় গেলেই পুরো দেশ তাদের পিতৃসম্পদ হয়ে যায়।
একদিন এ পথ ভেঙে যানে নিশ্চিত।
ধন্যবাদ, স্পষ্ট ভাষায় এমন মন্তব্যের জন্য। শুভকামনা থাকলো।
১১| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:০৯
আবু সায়েদ বলেছেন: তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিৎ। এটা ঠিক, এ কাজ কোন বিপথগামীর।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭
সৈয়দ ইসলাম বলেছেন:
অবশ্যই সে বিপথগামীদের একজন, যে শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করতে চায়। আর এটাই ইসলাম নিষিদ্ধ করেছে।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
১২| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:১১
আশা প্রত্যাশা বলেছেন: আসুন সবাই, জামাত শিবির ত্যাগ করি, সোনার ছেলেদের সঙ্গ ধরি। ধর্ষণে সেঞ্চুরী করি। শাহবাগে উন্মুক্ত নৃত্য করি। হল দখলে মারামারি করে। দিন-দুপুরে চাপাতি দিয়ে দর্জি শ্রমিককে খুন করি। বিরোধী দল দমন করি। এক দলীয় শাসন কায়েম করি। চেতনা খেয়ে ঘুমিয়ে পড়ি। ৭১ দিয়ে নাস্তা করি সর্বশেষ উন্নয়নের মহাসড়ক দিয়ে যাত্রা করি।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬
সৈয়দ ইসলাম বলেছেন:
১০নং মন্তব্য প্রতিউত্তরের কিছু অংশ এখানেও বলতে হয়,
বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এতই খারাপ যে, কোন দল ক্ষমতায় গেলেই পুরো দেশ তাদের পিতৃসম্পদ হয়ে যায়।
আপনি সোনার ছেলে বলতে ছাত্রলীগ বুঝাচ্ছেন, তাই তো!
হ্যা, ছাত্রলীগের ছেলেরা বর্তমানে দেশটাকে যে অরাজকতার মধ্যে রেখেছে তা অতীতে কেউ রেখেছে কিনা সন্দেহ বটে। তবে ছাত্রলীগের সাথে তুলনা করতে গিয়ে জামাত শিবিরকে নিষ্পাপ বলা নিশ্চিত বোকামি। জামাত শিবিরের তৎকালীন অরাজকতা ছাত্রলীগের সাথে তুলনায় সাংঘর্ষিক বটে। তবে ছাত্রশিবির মারাত্মক একটি অপশক্তি ছিল বিএনপির সময়টায়। আর বর্তমান সময়ে গোপনে যত অপকর্ম হচ্ছে তার দায় থেকে শিবিরকে মুক্ত বলা যাবে না।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার মাথা কি ঠিক আছে? নাকি আপনি নিজেই গুলিয়ে গেছেন? ছাগলদের সংগে ইসলামকে মেলাচ্ছেন কেন? ওরা ইসলামের কি ধারন করে?
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৫৮
সৈয়দ ইসলাম বলেছেন:
আসলে মিলাচ্ছি না ভাই।
ওদের দাবীর বিরুদ্ধের আমার এই কথা। যা তারা দাবী করে ইসলাম কখনো তা নয়।
ধন্যবাদ ও নিরন্তর শুভেচ্ছা জানবেন।
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮
আবু তালেব শেখ বলেছেন: প্রশাসনের গাফিলতি আছে। এই বেজম্মাটা স্টেজে ওঠে কিভাবে
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭
সৈয়দ ইসলাম বলেছেন:
আমাদের প্রশাসনিক অবস্থা দেখুন। কিছুই বলার নেই, আফসোস করা ছাড়া।
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৪১
আবু তালেব শেখ বলেছেন: শালাকে চেহারাতো জংগীদের মত দেখায় তাহলে পুলিশের নাকের ডগা দিয়ে কিভাবে মণ্ঞে স্হান পেল? মাথায় ঢুকছে না
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪০
সৈয়দ ইসলাম বলেছেন:
পুলিশ তখন ফেচবোক নিয়ে ব্যস্ত ছিল দেখা যাচ্ছে। দয়ালই ভাল জানেন এই অলসদের কবে সুবুদ্ধি ফিরবে!
আপনাকে ধন্যবাদ সুমন্তব্যের জন্য।
নিরন্তর ভালবাসা থাকলো।
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪
বারিধারা ২ বলেছেন: জাফর স্যার শিবিরকে গালাগালি দিতেন, তাই এই অপকর্ম শিবিরই করেছে।
কিন্তু যে ধরা পড়েছে, সে তো শিবিরের কেউ নয়?
সে হয়তো শিবিরের কেউ নয়, কিন্তু শিবির নিশ্চিত তাকে ভাড়া করেছে।
কিন্তু তার বাড়ি থেকে যাকে আটক করা হয়েছে, সে তো আওয়ামী লীগ নেতা।
তাতে কি? শিবিরের লোক এখন আওয়ামী লীগের নেতাও হয়ে যাচ্ছে।
শিবির তাহলে তো মামা সেরাম জিনিয়াস, তাদের সাথে লাগতি আস কি জন্যি?
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০
সৈয়দ ইসলাম বলেছেন:
আপনার নিজের করা প্রশ্নে আবার নিজেই উত্তর দিচ্ছেন। ভাল কথা। আমার মনে হয়, এগুলো ফেসবোকিয় কমেন্ট ও কমেন্টের রিপ্লে।
আজকাল এমন প্রশ্নগুলো ও উত্তর কেউ বলে মনে হয় না!
‘ভূতের বাচ্চা সোলায়মান’ লেখায় জাফর ইকবালকে হামলা করেছি' __সূত্র দৈনিক যুগান্তর
গ্রহণযোগ্য রেফারেন্সে আওয়ামীলীগের সূত্র রয়েছে বলে তো জানা গেল না।
জানা যেতেও পারে।
এ দু'সরকারের সময়ে তাদের পালিত ছাত্র দলগুলো কুকুরের ন্যায় হয়ে যায়। কে কার ক্ষতি করবে সবাই এ নিয়েই ব্যস্ত থাকে। মধ্যখানে সাধারণ পাব্লিকের স্বাধীনতা নিরাপত্তা সবই লুণ্ঠিত হয়।
হু, আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৪
বারিধারা ২ বলেছেন: আওয়ামী লীগ নেতা আটকের খবর পাবেন এখানে
https://web.archive.org/web/20180304005807/http://www.prothomalo.com/bangladesh/article/1443026/
যদিও আওয়ামী লীগ এই খবর পাওয়া মাত্র তাকে বহিষ্কার করেছে। উনি এখন 'বহিষ্কৃত' নেতা।
আপনি শুনেছেন শিবিরের কর্মীরা আগে লীগের নেতাদের ধরে ধরে হাত পায়ের রগ কেটে দিত। আমিও শুনেছি, কিন্তু কোন নিউজপেপার বা টিভিতে দেখিনি। দেখালে কৃতজ্ঞ হব। কিন্তু লীগের ছেলেপেলে রামদা বা চাপাতি পেলে যে এক একজন 'মুক্তিযোদ্ধা' হয়ে যায়, সেটা নিশ্চয়ই ছবি বা ভিডিও কাটিং দিয়ে প্রমাণ দিতে হবেনা!
ভুল বললাম। মুক্তিযদ্ধারা অস্ত্র চালাত সশস্ত্র হানাদারদের উপর। আর লীগের পোলাপাইন সেই চেতনায় ঝাপায় পড়ে নিরস্ত্র নিরীহ সাধারণ মানুষের উপর। এ ধরণের ছবি দেখলে বা গল্প শুনলে শিউরে ওঠেন কি?
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৬
সৈয়দ ইসলাম বলেছেন:
কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কাটলো শিবির
রাবিতে ফের ছাত্রলীগ নেতার রগ কাটলো শিবির
এসব তথ্যে বোজাই দেয়া আছে গোগলের সাহায্যে বাংলাদেশের প্রায় সবকটি জাতিয় পত্রিকায়। অস্বীকার করাকে কী বলা হবে জানি না।
বস্তুত, এ দু'সরকারের সময়ে তাদের পালিত ছাত্র দলগুলো কুকুরের ন্যায় হয়ে যায়। কে কার ক্ষতি করবে সবাই এ নিয়েই ব্যস্ত থাকে। মধ্যখানে সাধারণ পাব্লিকের স্বাধীনতা নিরাপত্তা সবই লুণ্ঠিত হয়।
হু, আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: পুলিশের কিছু করার ছিল না, সরকারের কিছু করার ছিল না, শুধু ধর্মান্ধটার করার ছিল, আর সে করছেও।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১
সৈয়দ ইসলাম বলেছেন:
দুঃখজনক হলেও এটাই বাংলাদেশ।
ধিক এই ঘুমন্ত প্রশাসনকে। যারা একজন বিখ্যাত মানুষের নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে সমস্তজাতির নিরাপত্তার কথা বলে!
আপনাকে ধন্যবাদ রাজিব নুর ভাই।
কঠিন একটি সত্য কথা বলেছেন। ভালো থাকুন অফুরান।
১৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: আমরা অনেকেই ধার্মিক তবে ধার্মিক কথাটার আগে একটা বক যুক্ত করে আরকি!
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
সৈয়দ ইসলাম বলেছেন:
হ্যা ভাই, ধার্মিকতার ভান না ধরলে যে আমাদের স্বার্থ হাসিল হয় না।
নিপাত যাক এমন কুলাঙ্গার সব।
ধন্যবাদ আপনাকে, দেরিতে হলেও মন্তব্যের ঘরে আসায়।
নিরন্তর ভালবাসা আপনার জন্য
২০| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: দেরি করলে স্বর্গ নরক কোনকিছুই পাওয়া যাবেনা বুঝি???
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩
সৈয়দ ইসলাম বলেছেন:
আমি তো ধর্মগ্রন্থে পড়লাম, যা কর ধীরেধীরে কর।
অন্য জায়গায় আছে, সামান্য কিছু হলেও দয়াল কবুল করেন যদি তা চলমান থাকে। (এখানে কিন্তু দ্রুত করার কথা বলা হয়নি )
সুতরাং আপনি আমি নিশ্চিন্ত। যা করার ভেবে চিন্তেই করা উচিত।
ধন্যবাদ ভাউ।
২১| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
অনেক ধর্মীয় এখনো বিশ্বাস করছে যে, ধর্মের জন্য প্রাণ দিতে হবে, নিতে হবে; মানব সমাজের বিবর্তনে তাদের মনোভাব পরিবর্তন হয়নি এখনো
০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
সৈয়দ ইসলাম বলেছেন:
সত্যি দুঃখের কথা,
মানুষের জনে ধর্ম এই কথাটা এরা মানতে নারায; এরা বিশ্বাস করে ধর্মের জন্যই মানুষ। আর তাই। অতি সহজে মানব হত্যা ও মানব নির্যাতনকে এরা বৈধ বলে ফেলে।
চাঁদগাজী ভাই, আপনার মন্তব্যে উৎসাহ নতুনভাবে জেগে উঠে।
সার্বক্ষণিক আপনার সুস্থতা কামনা করি। অজস্র ভালবাসা আপনার জন্য।
২২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:৪২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: প্রান্তিক লেখা, লেখালেখি তে ত দলিল প্রমান লাগে না! বাক স্বাধীনতা বলে কথা, আপনি যেমন ওদের নিধন করার কল্পনা করছেন তারা এমনটা করলে হয়তো এভাবে লিখতে পারতেন না, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক যাতে আরও লিখতে পারেন
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:০৪
সৈয়দ ইসলাম বলেছেন:
দলিল প্রমাণ যখন আপনার আমার চতুর্পাশে বাস্তবতা হয়ে ঘুরবে তখনও যদি কেউ দলিল প্রমাণ চায় তবুও কি তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে।
ইতিহাসকে কেউ পাল্টাতে পারে না। যেমন শিবির পারেনি তেমনি ছাত্রলীগও পারবে না।
আমার জন্য এমন দু'আ করার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়াল আপনার প্রতি দয়া প্রদর্শন করত আপনারও হায়াত বৃদ্ধি করুন, আমীন।
২৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জঙ্গি প্রশানের গাফিলতির সু-যোগ নিছে। পুলিশ যদি চৌকস হত তাহলে তাকে স্টেজে দেখার সাথে সাথেই প্রশ্ন করত তুমি এখানে কি কর? কারণ ওখানে সবগুলো মানুষের সাথে তাকে মানাইসই লাগছেনা।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:২১
সৈয়দ ইসলাম বলেছেন:
কিন্তু আমাদের পুলিশেরা মোবাইলে টুকুর টুকুর করছে।
জাতির এখন সময় জেগে উঠার, সকল অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।
ধন্যবাদ ও অফুরান শুভকামনা।
২৪| ০৫ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৫৬
আটলান্টিক বলেছেন: দেরি করলে স্বর্গ নরক কোনকিছুই পাওয়া যাবেনা বুঝি???
হা হা হা
ভাল বলেছেন।অবস্থা আরো খারাপ হবে।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০৭
সৈয়দ ইসলাম বলেছেন:
হা হা হা,
দেরিতে এসেই হাসিতে ভাসিয়ে দিলেন!
তারপর দিনকাল কেমন যাচ্ছে আপনার?
২৫| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১০
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
বিবর্তনের পেছনের দিকের মানুষ এরা। এদের দাড়ি আছে, মোচ ঠিকমতো ওঠেনা বলে কামিয়ে রাখে। পশুশ্রেণীর জীব।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৯
সৈয়দ ইসলাম বলেছেন:
প্রকৃত ধার্মিক যারা তারা দাঁড়ি রাখেন কিংবা না রাখেন সেটা বিষয় না, আর তাছাড়া প্রকৃত দধার্মিকেরা বিবর্তবাদে বিশ্বাসী না।
তবে অরাজকতা সৃষ্টিকারীররা ধর্মের নামে ব্যবসা ও স্বার্থ হাসিল করছে, যেখানে নিরপরাধ মানুষ হত্যা অদের কাছে কোন পাপই না। বস্তুত, এরা ধার্মিক না, ধর্মের মুখোশধারী।
২৬| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর পোস্ট! ভাল লাগলো।
জ্ঞানীর শক্তি তাঁর কলমে। আর মুর্খে হলো গায়ে। ওরা চাপাতি নিয়ে গায়ের জোর দেখায়। পেছন থেকে জ্ঞানপাপীরা উস্কানী দেয় বেহেস্তের লোভ আর দোযখের ভয় দেখিয়ে।
আর ক্ষমতার ভিখারীরা একেই ভাল অস্ত্র হিসেবে ধারণ করে অন্ধকারের দিকে টেনে নামাচ্ছে ক্রমশঃ ।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫
সৈয়দ ইসলাম বলেছেন:
বাংলাদেশ আজ স্বার্থান্বেষী মহলে ভরপুর। তারা নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে জাতিকে ধ্বংস করতে একটুও চিন্তা করে না।
আর এদের জন্য প্রকৃত ধার্মিকেরা লজ্জায় মুখ দেখাতে পারে না, নিজেকে ধার্মিক দাবীও করতে পারে না।
২৭| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরা বক ধার্মিক!
ওরা ধর্ম ব্যবসায়ী!
ওরা ধর্মের শত্রু।।
খোদ রাসুল সা: কে কাফেররা কম অত্যচার করেন নি। পাথর মেরে রক্তাক্ত করার পরও দোয়া ছিল- হে আল্লাহ তাদের ক্ষমা করুন।
জিব্রিল আমিন শুধু হুকুমের অপেক্ষায় ছিলেন- তাদের ধ্বংস করে দিতে। কিন্তু নবীজি তাদের হেদায়েতের প্রার্থনা করলেন!
জতীয় কবি নজরুলতো শত বৎসর আগেও একই চিত্র দেখে লিখে গেছেন
তব মসজিদ মন্দিরে প্রভূ নাই মানুষের দাবী
মোল্লা পুরুত লাগায়েছৈ তার সকল দুয়ারে চাবি!
হায়রে ভজনালয়
তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
প্রকৃত জ্ঞানের বিকাশই মানুষকে মুক্তি দিতে পারে। ধর্মের প্রাণতলে সমর্পিত করতে পারে।
সত্য সুন্দরে আর প্রেমে।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭
সৈয়দ ইসলাম বলেছেন:
বিদ্রোহী ভৃগু,
বিদ্রোহী কবির কবিতাংশকে এনে এভাবে মিলিয়ে দেয়াই আমি সত্যি অনুপ্রাণিত হয়েছি।
যে কেউ এ রকম মন্তব্যে টাশকি খাবে।
এই বক ধার্মিকরাই ধর্মের সকল ক্ষতি করে যাচ্ছে। আল্লাহ ওদের হেদায়াত দিন।
সকল বক ধার্মিকদের যদি নিষিদ্ধ করা হত, তবে কতই না ভাল ছিল।
নিরন্তর ভালবাসা আপনার জন্য।
২৮| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধর্মকে যারা না বুঝেই বলে বুঝে ফেলেছি তারাই ধর্মের বারটা বাজায়।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯
সৈয়দ ইসলাম বলেছেন:
দয়াল ওদের হেদায়াত দিক নতুবা ধ্বংস করুক, কারণ তারা ধর্মের ইজ্জত নষ্ট করছে।
২৯| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
নতুন নকিব বলেছেন:
তদন্ত সাপেক্ষে এইসব নরঘাতকদের দু'চারটার সঠিক দৃষ্টান্তমূলক বিচার হলে বাকিগুলো এমনিতেই শিক্ষা পেয়ে যেতো।
কাউকে আঘাত করা ইসলামের শিক্ষা নয়। মানব হত্যার মত জঘন্যতম নিকৃষ্ট কাজ যে ইসলাম কখনই সমর্থন করে না, এই কথাগুলো প্রত্যেকের কানে কানে পৌঁছে দেয়া দরকার। এসব তরুন যুবকদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যারা পেছন থেকে চাবিকাঠি নাড়েন সেই অদৃশ্য অপশক্তির বিচার হওয়া প্রয়োজন। তাহলেই কাজের কাজ কিছু হতো বলে মনে হয়।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬
সৈয়দ ইসলাম বলেছেন:
যদি এই চাবিকাঠি গুড়িয়ে দেয়া হয় তাহলেই এগুলো বন্ধ হবে।
আমাদের সহব্লগার শাহাদাৎ হোসাইন একটি লেখা প্রকাশ করেছিলেন, পড়তে পারেন...
এখানে ক্লিক করে পড়ে নিন, "এডিটিং করা গর্জন আর কত দিন! আসুন এক সাথে গর্জি, অত্যন্ত দেশের জন্য কিছু করি।"
৩০| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৪
আবু তালেব শেখ বলেছেন: ভাই দয়াল বলতে কাকে বুঝাচ্ছেন? ??
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪
সৈয়দ ইসলাম বলেছেন:
رحيم শব্দের অর্থ হচ্ছে দয়াল। ইনি এমন মহান সত্তা, যে আমাদেরকে প্রতিনিয়ত তার দয়ার বেষ্টনীতে রেখে হেফাজত করে চলেছেন। বিপদের মাধ্যমে মাঝেমধ্যে আমাদেরকে তার দয়ার কথা স্বরণ করিয়ে দেন, কিন্তু আমরা অকৃতজ্ঞ হওয়ায় তার নেয়ামত নিয়ে চিন্তাও করি না।
আমি এই সত্তাকে দয়াল বলেই ডাকি।
ভাই আবু তালেব শেখ, আশাকরি ওখানে দয়াল প্রয়োগের অর্থ বুঝতে পারছেন।
৩১| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:২০
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: নিজেদের ইতিবাচক কাজে লেগে থাকাই বুদ্ধিমানের কাজ, আপনি ত দেখছি সবারই সমালোচনা করছেন তো আপনি নিজে কি করেছেন জাতির সঙ্কট সমাধানের জন্য তা জানতে খুব ইচ্ছে হচ্ছে। ''চারপাশে তাকান, ইতিহাস পাল্টাতে পারেনা'' এসব আবেগ নির্ভর কথা দিয়ে পৃথিবী কখনো চলেনি, চলবে ও না। ইতিহাস পাল্টানো যায় না তবে তার বিকৃত উপস্থাপনা তো অবশ্যই করা যায় আবার চোখ বন্ধ করে অস্বীকার করা যায়। ইতিহাস তো আজকাল বানানোও যায়(ব্যঙ্গাত্মক)। এসবের জন্য আমি যুক্তি প্রমানে যাবো না কারণ পরনিন্দাটা আমি শুরু করিনি। দয়া করে ভাই এসব প্রান্তিক কথাবার্তা একে অন্যকে ধ্বংসের, নিশ্চিনহ করে দেয়ার মত ভয়ানক চিন্তা থেকে দূরে থাকুন। জাতিকে বিভক্ত করবেন না। এটা সবার জন্যই কল্যাণ ।
০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫১
সৈয়দ ইসলাম বলেছেন:
ফিরে আসায় ধন্যবাদ।
আমি অবশ্যই আপনার মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের অখ্যাত কাজগুলো ঢোল পিটিয়ে বলে বেড়াবো না।
আমি আমার লেখায় তাদের কথাই বলছি, যারা যুদ্ধকালীন সময়ে জাতিকে লাঞ্ছিত করেছে, জাতির রক্ত নিয়ে খেলা করেছে। আর এরাই পরবর্তীকালে সামরিক শাসনের হাত ধরে আবার জন্ম নিয়ে দেশে বহুকাল রক্ত জড়িয়েছে, যেমনটা বর্তমান ছাত্রলীগ করে যাচ্ছে।
আর হে সম্মানিত ভাই, আমি যুক্তি বা পরনিন্দা দারস্থো হয়েছি, এটা তখন বলতে পারবেন, যখন আমার কথাগুলো বাস্তবার উল্টো হবে।
আপনাকে আবারো ধন্যবাদ।
৩২| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: চখে কি ভুল দেখছি নাকি? আমার আরেকটি মন্তব্য কোথায় হাওয়া হয়ে গেলো, উত্তর দিতে পারবেন না বলে দিলেট করে ফেলতে হবে?
০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
সৈয়দ ইসলাম বলেছেন:
ভাই মুহাম্মাদ খাইরুল ইসলাম,
এ ব্লগ আইডিতে আমি নতুন। এটার বয়স মাত্র ২ মাস ১ সপ্তাহ। এটা আমার পুরাতন ব্লগের নতুন মুখোশ বলতে পারেন।
আপনি ব্লগ ব্যবহার করছেন ১ বছর ৫ মাস যাবত। যদি এটাতেই আপনার ব্লগের শুরু হয়ে থাকে তবে নিশ্চিত আপনি আমার অনেকগুন ছোট।
আমার দীর্ঘ অভিজ্ঞতায় বলতে পারি, এই মিথ্যা অভিযোগের উদ্দেশ্য, কিন্তু আমি বলব না, কখনো বলবো না কারণ আপনি নিজেকে অপমানিত মনে করবেন। আমি বলব না, আপনি চোখে ভুল দেখছেন বা অন্য কিছুর ইচ্ছে করছেন, কারণ আমার বলায় আপনি মনে কষ্ট পাবেন। তবে দয়াকরে অনুরোধ থাকলো, আপনি এমন কিছু বলবেন না, যাতে কর্তৃপক্ষের নিকট ধরা পরে যান।
আলহামদুলিল্লাহ ভাই, নিজের অল্পজ্ঞানের দ্বারা লেখা ও মন্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখনো অবদি এ একাউন্ট থেকে কোন মন্তব্য মুছা হয়নি! আপনি চাইলে বাজে মন্তব্য করে দেখতে পারেন, আমি মুছবো না, কর্তৃপক্ষ মুছবে।
আপনার নিকট অনুরোধ থাকবে, অন্য কোন ব্লগারের মন্তব্যের ঘরে এমন মিথ্যা অভিযোগ করবেন না। সে খারাপ কথা বলতে পারে।
ভালো থাকুন নিরন্তর। দু'আ থাকলো আপনার ও আপনার পরিবারের জন্য।
৩৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ১, বড় ছোটর প্রশ্ন অপ্রাসঙ্গিক
২, কেউ কাউকে অপমানিত করতে পারে না, সম্মানের মালিক তো আল্লাহ
৩, প্রান্তিক কথাবার্তা কখনই ভালো ফলাফল বয়ে আনে না, দূরত্ব বেড়ে যায়
৪, আমার ব্লগে কোন প্রান্তিক কথাবার্তা নেই
৫, দয়া করে একপেশে বক্তব্য পরিহার করবেন
ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: নানা বাড়ি'র কুটুম্বের ইউটিউব চ্যানেলে 'বাঁশের কেল্লা'-র ভিডু দেখছিলাম।