নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।লিখুন শীরোনাম সুন্দর একটি ব্লগের আপনার

সৈয়দ ইসলাম

আগত প্রজন্মের সাক্ষী!

সৈয়দ ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বিএনপির ভবিষ্যৎ দুর্গতি

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫০


আওয়ামীলীগ তাদের সুপরিকল্পিত প্লান অনুযায়ী মাঠে কাজ করছে। অন্যদিকে বিএনপি এগুচ্ছে পঙ্গুত্বের দিকে। আগামী নির্বাচনে জয়লাভ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আওয়ামীলীগ নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। ইদানীং আওয়ামীলীগের নেতারা খুব নরম স্বভাবী ভদ্রলোক সাজার প্রাণপণ চেষ্টাও করে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানতে পারলাম, দেশের বিভিন্ন এলাকায় তারা দান-দক্ষিণা শুরু করে দিয়েছেন। প্রায় জায়গায় তারা লক্ষলক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। আশা করা যায়, এতে তারা অতীতের অপকর্মগুলো কিছুটা ঢাকতে পারবেন। যে বাঙালিরা এক অপয়ারাতে ৫০০/১০০০ টাকা খেয়ে নিজেকে (ভোট) বিক্রি করতে পারে, তারা অতীতের কষ্ট ভুলে যাওয়ার জন্য বেশি বিনিময় চাইবে বলে আশা করা যায় না। আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় এমন নাগরিকই চায়।

আওয়ামীলীগ সরকার সাবেক দুর্নীতিবাজ নেত্রিকে লালঘরে বন্দি করে খুব আরামেই আগামীর প্লান বাস্তবায়ন করছে। কিন্তু বিএনপি তাদের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে দুশ্চিন্তায় মাথা থাপড়াচ্ছে। তারপরও বিএনপির কিছু নেতারা বড় বড় কথা বলে যাচ্ছেন। একজন দুর্নীতিবাজ নেত্রীর অনুপস্থিতিতে নির্বাচনে যাবে না বলেও তারা ঘেউঘেউ করছেন। তারা ভাবছেন, এতে তাদের জনপ্রিয়তা বাড়ছে। বস্তুত, দিনদিন তাদের দুর্বলতার বিশালতা জনগণের হাতে ধরা পড়তে শুরু করেছে।

বিএনপি মাঠে নামার পূর্বেই আওয়ামীলীগ মাঠের চারপাশে দেয়াল বসিয়ে দেবে। সেই প্লান নিয়েই আওয়ামীলীগ মাঠে কাজ করছে। আওয়ামীলীগের নির্বাচনী প্রচারনার বিপরিতে বিএনপির বোকামির রাজনীতি একসময় তাদের জন্য দুর্গতি নিয়ে আসবে। কিন্তু তখন তাদের কিছুই করার থাকবে না। বিগত নির্বাচনের ফলের সাথে এবারের ফল যথেষ্ট সাদৃশ্যপূর্ণ হবে কিন্তু তা ভিন্ন আঙ্গিকে।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

গোলাম রাব্বি রকি বলেছেন: আওয়ামীলীগ ভোট দেওয়ার সুযোগটা তো দিক ! তাতেই হবে ! তারপর না হয় তারা আবার ক্ষমতায় যাক তাতেও সমস্যা নাই ..

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০

সৈয়দ ইসলাম বলেছেন:

সুযোগ দেবে, তবে সাথে পঙ্গুত্বটুকুও
আর এই পঙ্গুত্বের কারণে কোন অরাজকতাও সৃষ্টি করতে পারবে না!

২| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আওয়ামী জনগণের ভোটাধিকারে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। ফিরিয়ে না দিলে পরিণতি জাতীয় পার্টির মতো হবে। অতি চালাকের গলায়দড়ি - টাইপ অবস্থা আর কি!!

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫১

সৈয়দ ইসলাম বলেছেন:
মনে হ্য না, তারা বঙ্গবন্ধু বা এরশাদের মত বোকামি করছে। তা ঘটার সম্ভাবনা কম।

৩| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিএনপির অস্তিত্ব বিলুপ্তির পথে। তারা উল্টো পথে হাঁটা শুরু করেছে।

বাঙালিরা এক অপয়ারাতে ৫০০/১০০০ টাকা খেয়ে নিজেকে (ভোট) বিক্রি করতে পারে,
গনতান্ত্রিক দেশে জনগন সচেতন না হলে সমস্যা। সবাই যার যা স্বার্থ নিয়ে পড়ে আছে। এমন লোকও দেখেছি একটা সিগারেট / এক কাপ চা পেলে যে কাউকে ভোট দিতে প্রস্তুত।।:P :P :P

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪

সৈয়দ ইসলাম বলেছেন:
সুশিক্ষার অভাবেই সমাজে এর ব্যাপকতা চালু রয়েছে।
হ্যা একটি সিগারেট/ এক কাপ চায় বাঙালিদক ইমান বিক্রি করে অভ্যস্ত।

৪| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮

চোরাবালি- বলেছেন: যদি ভোটের সুযোগ থাকে মাত্র শুধু মার্কা থাকলেই আওয়ামী লীগ টিকবে কিনা সন্দেহ।
ছাত্র লীগের সোনাওয়ালা ছেলেরা যা করছে সেটিই যথেষ্ঠ। কোপাকুপি ধাওয়া পাল্টা ধাওয়া এখন প্রতিদিনের ঘটনা তাদের নিজেদের মধ্যেকার।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭

সৈয়দ ইসলাম বলেছেন:
হু, ছাত্রলীগ ইদানীং মুজিবিয় শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে ঠিক, তবে নির্বাচনের মাঠে বিএনপির কষ্ট আছে!

ছাত্রলীগের কারণে আওয়ামীলীগ তেমন ক্ষয়ির সম্মুখীন হবে না, জনগণ সম্মুখীন হবে

৫| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৫

হাফিজ বিন শামসী বলেছেন: আওয়ামীলীগের নেতারা যদি জনগণের সাথে নরম সুরে কথা বলে তবে সেটাকে শুভ লক্ষণ বলে মনে করতে হবে। মনে করতে হবে তাদের নির্বাচনে যাওয়ার ইচ্ছা আছে।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৮

সৈয়দ ইসলাম বলেছেন:
আওয়ামীলীগ আবারো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে।

৬| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ধারনা আওামিরা ভোটে ক্ষমতায় এসেছে ?

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫১

সৈয়দ ইসলাম বলেছেন:
আওয়ামীলীগ ভোটে ক্ষমতায় আসেনি বলে নির্বাচনী প্রচারণা রেখে খালদাকে নিয়ে পরে থাকা বিএনপির কোন ধরণের চাল বলেন তো?

৭| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭

চাঁদগাজী বলেছেন:


এখন দল একটা, আওয়ামী লীগ। বেগম জিয়া জেলে যাবার পর, বিএনপি'র আচরণে বুঝা যাচ্ছে যে ইহা দল নয়; আসলে, ইহা কোনদিনই রাজনৈতিক দল ছিল না, ইহা ছিল মিলিটারীর মুখপাত্রদের সমষ্টি

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬

সৈয়দ ইসলাম বলেছেন:
বিএনপি তাদের বর্তমান অবস্থাকে নিরব কৌশল বলে বেড়াচ্ছে কিন্তু যখন তাদের নিরবতা ভাঙবে, তখন দেখবে চারদিকে দেয়াল; মাঠে প্রবেশের কোন ফাঁক নেই!

৮| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২১

আবু তালেব শেখ বলেছেন: বাংলাদেশে দুর্নীতিবাজ শুধু একজন? বাকীরা কি দুধ দিয়ে ধোয়া তুলসি পাতা?

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

সৈয়দ ইসলাম বলেছেন:
বাংলাদেশের প্রত্যেক দলেই দুর্নীতিবাজ রয়েছে। কিন্তু একজন দুর্নীতিবাজের কারণে একটি দল এভাবে নেতিয়ে পরা বাংলাদেশের জন্য একটু ব্যতিক্রমই বটে।

৯| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: সবাই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর দায়িত্ব সঠিকভাবে পালন করে না।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সৈয়দ ইসলাম বলেছেন: ই
দুর্নীতি যখন আপাদমস্তকপূর্ণ হয়ে যায়, যখন ৫-৮ম শ্রেণির প্রশ্ন ফাঁস হয়, তখন আমরা কিভাব দায়িত্বশীল নেতার আশা করতে পারি!
তারপরও আশা করতেই পারি, ধীরেধীরে আমরা সঠিক শিক্ষার্জনের মাধ্যমে নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হব।

ধন্যবাদ রাজীব ভাই।

১০| ১৪ ই জুন, ২০১৮ রাত ১:৪৭

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: সবাই নিজ স্বার্থ হাসিলের ধান্দায় মগ্ন। সহমত।
নতুন হিসেবে ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

সৈয়দ ইসলাম বলেছেন: অবশ্যই।

তবে কথা কিন্তু ভাল লাগছে।

শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.