নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।লিখুন শীরোনাম সুন্দর একটি ব্লগের আপনার

সৈয়দ ইসলাম

আগত প্রজন্মের সাক্ষী!

সৈয়দ ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জাস্ট রাবিশ

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪২


গত এক দশকে দুর্নীতি ও খোশামুদের গল্প রচনায় বাংলাদেশ ব্যাংকসহ দেশীয় ১৪টি ব্যাংক থেকে জনগণের ২২ হাজার ৫০২ কোটি টাকা খোয়া গেছে বলে দাবী করেছিল সিপিডি। দুর্ভাগ্য যে, মাজার ভক্ত একজন দেশিয় সাচ্চা প্রেমিক তাদের সেই দাবীকে 'জাস্ট রাবিশ' বলে উড়িয়ে দিয়েছেন।

গত ০৮ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে গেলো এক দশকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি ১৪টি ব্যাংকের মাধ্যমে এসব অর্থ খোয়া গেছে, এমন দাবি করা হয় সিডিপির গবেষণা রিপোর্টে।

'কারো অস্বীকারে প্রসঙ্গ ভুয়া হয়ে যায় না।' এই কথার বাস্তব সত্যতা সেই ভক্তের অজানা ছিল না। কিন্তু উনি ভুলে গেছিলেন যে, বাঙালির সাথে তাদের স্মৃতিশক্তি খুব বেশি বিশ্বাসঘাতকতা করে আর বাঙালিরাও স্মৃতিশিক্তিকে একাজে সহায়তা করে। যার দরুন, বাঙালি এসকল ত্যাগ ভুলে যেতে মোটেও সময় নেয় না! যার প্রমাণ দিতে তারা বারবার নিজেদের শ্রেষ্ঠত্ব বিলিয়ে দিয়েছে। এবার তারা প্রমাণ দিবে আগামী ৩০ তারিখে।




ছবিঃ জামাত শিবিরের নতুন মুখোশ

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: মাল সাহেবকে আমি ঠিক বুঝি না।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

সৈয়দ ইসলাম বলেছেন: নির্বাচনকালীন সময়ে এটা আওয়ামীলীগের জন্য বিরাট একটি হুমকি। এটাকে উড়িয়ে দেয়া ছাড়া তারা অন কিছু করতো না!
সংসদে জনগনের রক্তে কেনা সময় অপচয় করে যারা বলতে পারে সারে চারশ কোটি টাকার দুর্নীতি কোন দুর্নীতিই না সেখানে এই ২২হাজার ৫০২ কোটি টাকা তো রাবিশ হওয়াই স্বাভাবিক।

মজার বিষয় হল, পত্রিকা ওয়ালারা এগুলোকে জাস্ট রাবিশের মত ছোট তেলাপোকার মৃত্যুর খবরের ন্যায় পত্রিকায় জায়গা দেয়!

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


এই লোক বাংগালীদের যত ক্ষতি করেছে, ইহাকে জেনারেল ইয়াহিয়ার সাথে তুলনা করা সম্ভব

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

সৈয়দ ইসলাম বলেছেন:

এই লোক বাংগালীদের যত ক্ষতি করেছে, ইহাকে জেনারেল ইয়াহিয়ার সাথে তুলনা করা সম্ভব


শুধু এই লোক না, একে যারা সমর্থন করছে ও অন্ধের মত অনুসরণ করছে তারাও আপনার কথার ভেতরে সামিল।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪

নজসু বলেছেন:
শুভ সকাল।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০০

সৈয়দ ইসলাম বলেছেন:

আপনাকেও ;)

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮

হাবিব বলেছেন: ডেট ওভার .......এখন ওনার রেস্টের সময়

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০১

সৈয়দ ইসলাম বলেছেন:
মরার পূর্বে একটু ভাল কাজ করার ইচ্ছেও নেই! বড়ই আফসোস এদের জন্য

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: এটা তো মারাত্মক ঘাপলা কেস! পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার ।

শুভকামনা জানবেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

সৈয়দ ইসলাম বলেছেন:
যেন এগুলোর পূর্ণাঙ্গ তদন্ত না হয় সেজন্য, পত্রিকা ওয়ালারা এগুলোকে জাস্ট রাবিশের মত ছোট তেলাপোকার মৃত্যুর খবরের ন্যায় পত্রিকায় জায়গা দেয়!

তারাও এসব দুর্নীতিকে নিরবে সমর্থন করে নিজেদের রাবিশত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে।

ধন্যবাদ

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৮

নিউজপ্রিন্ট বলেছেন: এই লোকটা কাঠের পুতুল - যেমনে নাচায় তেমনে নাচে ! কি বুঝলেন ?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

সৈয়দ ইসলাম বলেছেন: তাহলে কি বলব, যে নাচে সেই মালের মত পাগল?

বুঝতে পারছেন কী বলছেন?

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:

আপনি বলেছেন, " শুধু এই লোক না, একে যারা সমর্থন করছে ও অন্ধের মত অনুসরণ করছে তারাও আপনার কথার ভেতরে সামিল। "

-আপনারও সমস্যা আছে, আপনার সমস্যাও বিরাট; আপনি মুহিত থেকে আরো খারাপ লোকদের অনুসারী।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

সৈয়দ ইসলাম বলেছেন:
আপনি আমাকে আপনার মত রাজনৈতিক দলগুলোর গণ্ডিতে বসাতে চাইলে ভুল করবেন! মমে কিছু করবেন না, আমি আপনার মত কাউকে অনুসরণ করতে গিয়ে তার অসৎ গুণগুলোর প্রশংসা করে বসি না।

ভাল থাকুন সুস্থ থাকুন, শেষ বয়সে রাজনৈতিক গণ্ডি থেকে মুক্ত হয়ে দেশ নিয়ে চিন্তা করুন।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আব্দুল মাল মালামাল মালামাল মাল (কতোগুলো মাল জানা নেই ) মুহিত - তিনি পাবনা পাগলা হাসপাতারের দায়ীত্বরত ভারপ্রাপ্ত দপ্তরবিহীন স্পিাকর ছিলেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০২

সৈয়দ ইসলাম বলেছেন:
আব্দুল মাল মালামাল মালামাল মাল (কতোগুলো মাল জানা নেই ;) মুহিত - তিনি পাবনা পাগলা হাসপাতারের দায়ীত্বরত ভারপ্রাপ্ত দপ্তরবিহীন স্পিাকর ছিলেন।
ভাই, সমসুরে বলে ফেললাম। আসলে অনেকদিন হয়ে গেলো এতো সুন্দর করে কারো কারো প্রশংসা করা হয় না তো!

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জাস্ট রাবিশ!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

সৈয়দ ইসলাম বলেছেন:
দাদা ভাই, আপনি তো শর্টকাট গুলি মারলেন ;)
আপনি পারেনও বটে

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৩০ তারিখ জাতি যদি আবার ভুল করে- ভুগবে নিজেরাই।
অবশ্য যদি স্বাধীন মতপ্রকাশের সুযোগ থাকে।

নমুনা দেখছেন না? হিমালয় আর সমতলে বলা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড!
মিডিয়া গত ১০ বছর জাতি এবং জনগণের সাথে যে বেঈমানী করেছে- গুটিকয় সংবাদিকের পোষ্যতার কারণে, চ্যানেল বা ডিক্লারেশন টিকানোর নামে নিজের ঈমান, জাতি এবং জনতার সাতে যে প্রতারণা করেছে- মহাকালে তা অন্ধকার সময় হিসেবেই টিকে থাকবে।!

স্বৈরচারিতার দু:সময় কেটে যাক।
জাতি মুক্তি পাক দু:শাসন থেকে।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

সৈয়দ ইসলাম বলেছেন: স্বৈরচারিতার দু:সময় কেটে যাক।
জাতি মুক্তি পাক দু:শাসন থেকে।


জাতি স্বৈরাচারের বিরুদ্ধ্ব দাঁড়াতে গিয়ে প্রতিবারই স্বৈরাচারের পক্ষালম্বনকারী হয়ে যায়! মূলত এগুলো নিয়ন্ত্রিত মস্তিস্কের খেলা।



মিডিয়া গত ১০ বছর জাতি এবং জনগণের সাথে যে বেঈমানী করেছে- গুটিকয় সংবাদিকের পোষ্যতার কারণে, চ্যানেল বা ডিক্লারেশন টিকানোর নামে নিজের ঈমান, জাতি এবং জনতার সাতে যে প্রতারণা করেছে- মহাকালে তা অন্ধকার সময় হিসেবেই টিকে থাকবে।!
এরা একবারও ভাবে না, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র একদিন নিপাত যাবে, তখন তাদের কী হবে! নির্ঘাত এরা নিজেদের মমস্তিস্ক বিক্রি করে গোলামিই করছে।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

পবিত্র হোসাইন বলেছেন: জোকার...

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

সৈয়দ ইসলাম বলেছেন: মিয়া বিবির স্বামী আসলেই জোকার, তবে সাথে রয়েছে কিছু অপরিপক্ব দুর্নীতির যোগ্যতা! যার দরুন বারবার উনি দুর্নীতিতে ধরা পরেছেন

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

পদ্মপুকুর বলেছেন: আজকের পত্রিকার এই নিউজটা দেখুন

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

সৈয়দ ইসলাম বলেছেন:
বিরাট জোক তো! নির্বাচনের ক্যাপসুল। এমন ক্যাপসুল সচরাচর সুবিজ্ঞ দল ছাড়া অন্য কেউ প্রয়োগ করে না! এটার একটা যোগ্যতা লাগে। এ যোগ্যতা যে যে এদের আছে সেটাই দেখিয়ে দেয়ার চেষ্টা চলছে।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

ব্লু হোয়েল বলেছেন:
দুই স্বৈরাচারের অর্থমন্ত্রীর কথায় কি আর যায় আসে?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

সৈয়দ ইসলাম বলেছেন: যাওয়া আসার কিছু নেই?
এগুলো জনগণের মস্তিস্ককে এসিড ঢেলে দেয়ার মত কাজ করে। আর এই এসিডকে ফর্মালিন মুক্ত করতে মিডিয়া সেচ্চায় গুলামিতে মাথা ঢুবায়!

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

সাইন বোর্ড বলেছেন: এরা জাতির অনেক ক্ষতি করেছে ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

সৈয়দ ইসলাম বলেছেন: তারপরও চাঁদগাজী ভাইয়ের মত কিছু মানুষ এদেরকে নিয়ে প্রশংসার সাগর বুনছে।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

সৈয়দ ইসলাম বলেছেন: হু, সত্যি দুঃখজনক

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

আল ইফরান বলেছেন: চাঁদগাজী বলেছেন:
এই লোক বাংগালীদের যত ক্ষতি করেছে, ইহাকে জেনারেল ইয়াহিয়ার সাথে তুলনা করা সম্ভব।

কঠিনভাবে সহমত। ইয়াহিয়া নামের জল্লাদটা আমাদের রক্ত ঝরিয়েছে ৯ মাসে, আর স্বাধীন দেশে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের সৃস্ট এই নব্য জল্লাদ্গুলো যুগের পর যুগ ধরে নীরবে (এখন অবশ্য সরবে) আমার রক্ত ঝরিয়ে যাচ্ছে। আর এই জল্লাদ্গুলোর জন্যই ফাতেমারা চাকরাণি থেকে হাজতিতে রুপান্তরিত হয় আর মা-বোনদের ইজ্জত দিনার-দিরহামের কাছে মরুর দেশে বিক্রি হয়ে যায়।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

সৈয়দ ইসলাম বলেছেন: আপনার পুরো কথার সাথে একমত। কিন্তু দেখুন, মিডিয়া কত সুন্দর করে এসকল অপকর্মের পক্ষে সাফাই গাইছে। ১২ নং মন্তব্যে পদ্ম পুকুর ভাইয়ের লিংকে ঘুরে আসুন। বুঝতে পারবেন শিক্ষিত বাঙালির বেহায়পনার দৃষ্টান্ত।

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

বাকপ্রবাস বলেছেন: এবারের নির্বাচনে রাবিশদের ভরাডুবি হবে বলে আশা করি

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন: দেখা যাক, জনগন জয়ী হয় নাকি দুর্নীতিকারীরা!
তবে কম বেশি দুর্নীতিকারীদের সাথে জনগণ সবসময় থাকে।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: মুহিতকে আমার ততটা খারাপ লাগে না। ব্যাংক থেকে টাকা লোপাট উনার একার দোষে হয় নি। উনি একা তো আর সরকার চালান না।

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনাদের কথা হল, লুটপাট হোক, চুরি হোক, গণতন্ত্রের মৃত্যু হোক - তাতে কী? পদ্মা সেতু তো হচ্ছে?

২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪২

বলেছেন: আমাদের জাতির কপাল খারাপ -- বেশিরভাগ রাজনীতিবিদরা অসৎ


বিলিব মি!!! ওরা ৯৯% অসৎ।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩২

সচেতনহ্যাপী বলেছেন: একটু ঘুরিয়ে বললে এই রাবিশ রাই দেশ চালাচ্ছে বলেই, দেশের এই অবস্থা।। অন্য দেশে এমন ব্যাংক হ্যাক, বা ষ্টকের এমন দুরবস্থা হলে এই রাবিশরা আর ক্ষমতায় থাকতে পারতো না!!

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সবগুলো সুস্থ মস্তিষ্কের ধান্দাবাজ হলে সমস্যা হয়, তাই দু একটা পাগল ছাগলও মন্ত্রিসভায় রাখতে হয় | বিএনপির ব্যানা হুদার কথা মনে পড়লো, মাল-আ-মালের মতোই আরেক চিজ |

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

নজসু বলেছেন:




কেমন আছেন আপনি।
বেশ কয়েকদিন হলো ব্লগে দেখছিনা যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.