নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

কতটুকু কাকে জানি

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

কতটুকু কাকে চিনি

কতটুকু কাকে জানি;

সবই তো মানুষ থাকে এ চারিপাশে

বাড়িতে,পথেঘাটে না হয় আশেপাশে।



কাউকে জিজ্ঞাসি,কেমন আছ লাবনী

অথবা বলি,কাল ছিলে কোথা অবনী ?

তাদেরে যখন তাদের পোষাকে দেখি

জাগে সন্দেহ এ লাবনী,অবনী নাকি ?



কতটুকু কাকে চিনি

কতটুকু কাকে জানি;

খাই দাই,করি গান সঙ্গে নাচি কত

ভাবি,ওরা আমার কত না পরিচিত।

মনের পোষাক যবে করে পরিধান

বদলায় রং,লুপ্ত হয় ধ্যান জ্ঞান।



কতটুকু কাকে চিনি

কতটুকু কাকে জানি

এই যে এই জল,জীবন আমাদের

সুনামির পোষাকে রং ধরে মরণের।

এক দন্ডও বাঁচে না জীব,বায়ু ছাড়া

তুফানের পোষাকে হয় বাঁধন হারা।



উত্তাপ ব্যতিরেকে জীবন অসম্ভব

এই অগ্নিই হানে সকলের বৈভব।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫২

বিজন রয় বলেছেন: আপনার প্রথম পোস্ট!

৭ বছর আগে হলেও আমার আগে কেউ এখানে কথা বলতে পারল না।
আমি গর্বিত এখানে আমার স্মৃতি রাখতে পেরে!

আপনি তো অনেক আগের ব্লগার, কিন্তু আমার সাথে আগে কথা হয়েছে কি না মনে করতে পারছি না।
যাহোক, ভাল থাকুন সবসময় এই শুভকামনা।

২| ০৫ ই মে, ২০২০ বিকাল ৩:২৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: কঠিন সত্য সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.