নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন কি শুধু মানুষেরাই দেখে

১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

স্বপ্ন কি শুধু মানুষেরাই দেখে

নাকি বনের ঐ পশুরাও ?

উড়ছে পাখিরা গগনের বুকে

স্বপ্ন কি তবে দেখে তারাও ?



কোমরে ব্যথা আরও শ্বাসকষ্ট

সংসার সমাজে কত বৃদ্ধ;

খেলনা ঘোড়া সেজেও হয় তুষ্ট

এ রঙরসে স্বপ্নও আবদ্ধ।



নেই তখন তাদের কষ্ট ক্লান্তি

চায় ঘোড়া হতে সারাক্ষণ;

পিঠে শিশু সওয়ারী,মিলে শান্তি

ইচ্ছে, রয় ঘোড়া আজীবন।



হৃদে স্বপ্ন, এমনি ঘোড়ায় চড়ে

শিশুরা করুক যুদ্ধ জয়;

ঐ পরকালে বসেও দোয়া করে

হোক এ জীবন সুখময়।



পশুপাখি এতে তবে কম কিসে

মুখে মুখে খাওয়ায় অন্ন;

বুঝে ভালো মন্দ, তাই স্বপ্নাবেশে

করে এমন, ওরাও ধন্য।



দেখেছো কি কান্ড,প্রসবের পরে

এ ধরায় কত শত প্রাণী;

চাটে নবজাত, কত স্নেহভরে

ওদেরও আছে প্রেমখনি।



রচনা:২০১০



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.