নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বহুদিন পরে আজি তুমি এলে মা

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

বহুদিন পরে আজি তুমি এলে মা
আমার শিয়য়ের কাছে;
শুধালে, ‘কেমন আছিস্ রে খোকা ?
কেন রে কি হয়েছে তোর ?
তখন তো হতো কাক ডাকা ভোর
জেগে উঠতিস্ স্কুলে যাবি তুই।
বিছানায় পড়ে আছিস্ এ বেলা ?
আর এতদিনে কত রোগা হয়েছিস্
মুখে নেই উজ্জলতা বিষণ্ণ যেন’।

সেই যে হারিয়ে গেলে মা তুমি
কত মায়ের মুখে তোমাকে খুঁজেছি
জানো ?
কোথাও পাই নি তোমার এ হাসি মুখ
সে বেলার মতো আমার স্কুল ব্যাগ
কাঁধে নিয়ে চলে।

জানো মা, ঐ যে হরি কাকা আমার
বই পত্তর কাঁধে নিয়ে গেছেন
তা বহুদিন।
তিনিও তো হঠাৎ হারিয়ে গেলেন।
এখনো কি আছি তোমার ছোট্ট খোকা ?
বড় হয়ে গেছি দ্যাখো !

এখন আর কেউ আমাকে বলে না
ঘুমোতে সময়মত।
সারারাত জাগি, আর স্কুল ব্যাগ ?
এখন তো পাহাড়ের মত বোঝা
আমার কাঁধে সতত।
জানো মা, কুঁজো হয়ে যাই; হাঁপাই না।

‘পাশেই দুধের গ্লাস রেখে গেলাম;
খেয়ে শুয়ে পড়িস্ , সোনা’।
চোখ মেলতেই, না পেলাম মাকে
না পেলাম দুধের গ্লাস;
পেলাম চোখে সে কুয়াশার প্লাবন
হৃদয় চিড়ে দীর্ঘশ্বাস।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +

শুভেচ্ছা :)

২| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬

বেলায়েত মাছুম বলেছেন: মাকে নিয়ে চমৎকার লেখা।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩০

কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো । +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.